স্মার্ট বাংলাদেশ

স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও স্লোগান দেন।

স্মার্ট বাংলাদেশ
স্মার্ট বাংলাদেশ অফিসিয়াল লোগো

ইতিহাস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ই ডিসেম্বর ২০২২ সালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সর্বপ্রথম ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘আমরা আগামী ২০৪১’ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলব এবং বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ।’ এ স্মার্ট শব্দটি দেশ ও শহরের ক্ষেত্রে প্রথম ব্যবহার শুরু হয় ভারতে স্মার্ট সিটি প্রকল্প নামে।

পরিকল্পনা

‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ভিত্তি চারটি। এগুলো হচ্ছে—

  1. স্মার্ট নাগরিক
  2. স্মার্ট অর্থনীতি
  3. স্মার্ট সরকার
  4. স্মার্ট সমাজ

স্মার্ট বাংলাদেশ নির্মাণে এ চারটি নির্দিষ্ট ক্ষেত্রকে চিহ্নিত করে অগ্রসর হলে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের কোনো অবশিষ্ট থাকবে না। স্মার্ট নাগরিক ও স্মার্ট সরকার এর মাধ্যমে সব সেবা এবং মাধ্যম ডিজিটালে রূপান্তরিত হবে। আর স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতি প্রবৃদ্ধি নিশ্চিত করলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে।

‘স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, জ্ঞানভিত্তিক, বুদ্ধিদীপ্ত ও উদ্ভাবনী। এককথায় সব কাজই হবে স্মার্ট। যেমন স্মার্ট শহর ও স্মার্ট গ্রাম বাস্তবায়নের জন্য স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট পরিবহন, স্মার্ট ইউটিলিটিজ, নগর প্রশাসন, জননিরাপত্তা, কৃষি, ইন্টারনেট সংযোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনলাইনে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এক শিক্ষার্থী, এক ল্যাপটপ, এক স্বপ্নের উদ্যোগ নেয়ার কথা বলা হয়েছে। এর আওতায় সব ডিজিটাল সেবা কেন্দ্রীয়ভাবে সমন্বিত ক্লাউডের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের নাম পরিবর্তন করে ‘স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠন করেছে বাংলাদেশ সরকার।

টাস্কফোর্স গঠন

বাংলাদেশ সরকার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ৩০ সদস্য বিশিষ্ট “স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স’ গঠন করেছে। এ টাস্কফোর্সের চেয়ারপারসন হলেন প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাকি ২৯ জন সদস্য।

টাস্কফোর্সের কার্যাবলী

  1. অগ্রসরমান তথ্য প্রযুক্তি বাস্তবায়ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান;
  2. শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রমকে স্মার্ট পদ্ধতিতে রূপান্তরের সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান;
  3. স্মার্ট এবং সর্বত্র বিরাজমান সরকার গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক, সামাজিক, বাণিজ্যিক ও বৈজ্ঞানিক পরিমণ্ডলে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিধিবিধান প্রণয়নে দিক নির্দেশনা প্রদান। ইত্যাদি।

সম্মেলন

স্মার্ট বাংলাদেশের পরিকল্পনাকে সামনে এগিয়ে নেয়ার জন্য সরকার ৫ অক্টোবর থেকে ৭ অক্টোবর “স্মার্ট বাংলাদেশ সম্মেলন” শুরু করেছে। ২০২৩ সালে এ সম্মেলন প্রথম শুরু হয়। ব্যবসায়ীরা স্মার্ট বাংলাদেশ নির্মাণে সম্মেলন করে থাকে।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

স্মার্ট বাংলাদেশ ইতিহাসস্মার্ট বাংলাদেশ পরিকল্পনাস্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স গঠনস্মার্ট বাংলাদেশ টাস্কফোর্সের কার্যাবলীস্মার্ট বাংলাদেশ সম্মেলনস্মার্ট বাংলাদেশ আরও দেখুনস্মার্ট বাংলাদেশ তথ্যসূত্রস্মার্ট বাংলাদেশডিজিটাল বাংলাদেশপ্রধানমন্ত্রীশেখ হাসিনা

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধহরে কৃষ্ণ (মন্ত্র)রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রইন্ডিয়ান প্রিমিয়ার লিগপাগলা মসজিদবিদায় হজ্জের ভাষণফুটবললাইসিয়ামইন্সটাগ্রামচট্টগ্রাম বিভাগকাজী নজরুল ইসলামের রচনাবলিবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩ইন্টার মিলানভিসাদৈনিক ইনকিলাববিভিন্ন দেশের মুদ্রাবিদ্যালয়পানিবাংলাদেশে পেশাদার যৌনকর্মঅর্থ (টাকা)বদরের যুদ্ধবাংলা একাডেমিপ্রেমালুরাজশাহী বিভাগইসরায়েলের ইতিহাসকাশ্মীরভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহমাশাআল্লাহকম্পিউটারকৃত্তিবাস ওঝামহাস্থানগড়জলবায়ুঢাকাসামাজিক স্তরবিন্যাসওপেকগাঁজা (মাদক)বিশেষণপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরবাংলা সংখ্যা পদ্ধতিরাধাদিনাজপুর জেলাবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকামাইটোসিসঊনসত্তরের গণঅভ্যুত্থানসমাজকর্মজয় চৌধুরীউপজেলা পরিষদগায়ত্রী মন্ত্রচৈতন্যচরিতামৃতবাংলাদেশে পালিত দিবসসমূহপ্রাচীন ভারতএরিস্টটলভারতীয় গণ্ডারহনুমান (রামায়ণ)বুর্জ খলিফাজাতীয় স্মৃতিসৌধবাংলাদেশের শিক্ষামন্ত্রীবাংলাদেশ জামায়াতে ইসলামীদুরুদঅসমাপ্ত আত্মজীবনীইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাঋগ্বেদআল-আকসা মসজিদরানা প্লাজা ধসআবুল কাশেম ফজলুল হকসুভাষচন্দ্র বসুতাজউদ্দীন আহমদবাংলাদেশের স্বাধীনতা দিবসবাংলাদেশের ইউনিয়নবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলআল হিলাল সৌদি ফুটবল ক্লাবরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)আনু মুহাম্মদনোরা ফাতেহিজলবায়ু পরিবর্তনের প্রভাব🡆 More