সূরা মুনাফিকুন: কুরআন শরীফের ৬৩তম সূরা

সূরা আল-মুনাফিকুন‌ (আরবি ভাষায়: المنافقون) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ৬৩ তম সূরা, এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ১১ এবং রূকু তথা অনুচ্ছেদ সংখ্যা ২। সূরা আল-মুনাফিকুন মদীনায় অবতীর্ণ হয়েছে।

আল-মুনাফিকুন
المنافقون
সূরা মুনাফিকুন: নামকরণ, নাযিল হওয়ার সময় ও স্থান, আয়াত সমূহ
শ্রেণীমাদানী সূরা
নামের অর্থকপট বিশ্বাসীগণ
পরিসংখ্যান
সূরার ক্রম৬৩
আয়াতের সংখ্যা১১
পারার ক্রম২৮
রুকুর সংখ্যা
সিজদাহ্‌র সংখ্যানেই
← পূর্ববর্তী সূরাসূরা জুমুআ
পরবর্তী সূরা →সূরা তাগাবুন
আরবি পাঠ্য · বাংলা অনুবাদ

নামকরণ

এই সূরাটির প্রথম আয়াতের إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ বাক্যাংশের الْمُنَافِقُونَ অংশ থেকে এই সূরার নামটি গৃহীত হয়েছে; অর্থাৎ, যে সূরার মধ্যে المنافقون (‘মুনাফিকুন‌’) শব্দটি আছে এটি সেই সূরা।

নাযিল হওয়ার সময় ও স্থান

আয়াত সমূহ

  1. মুনাফিকরা যখন তোমার নিকট আসে তখন তারা বলেঃ আমরা সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ জানেন যে, তুমি নিশ্চয়ই তাঁর রাসূল এবং আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।
  2. তারা তাদের শপথগুলিকে ঢাল রূপে ব্যবহার করে, আর তারা আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত্ত করে। তারা যা করছে তা কত মন্দ!
  3. এটা এ জন্য যে, তারা ঈমান আনার পর কুফরী করেছে; ফলে তাদের হৃদয় মোহর করে দেয়া হয়েছে, পরিণামে তারা বোধশক্তি হারিয়ে ফেলেছে।
  4. তুমি যখন তাদের দিকে তাকাও তখন তাদের দেহাকৃতি তোমার নিকট প্রীতিকর মনে হয় এবং তারা যখন কথা বলে তখন তুমি সাগ্রহে তাদের কথা শ্রবণ কর, যদিও তারা দেয়ালে ঠেকানো কাঠের স্তম্ভ সদৃশ। তারা যে কোন শোরগোলকে মনে করে তাদেরই বিরুদ্ধে। তারাই শত্রু, অতএব তাদের সম্পর্কে সতর্ক হও, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন! বিভ্রান্ত হয়ে তারা কোথায় চলছে?
  5.  যখন তাদেরকে বলা হয়ঃ তোমরা এসো, আল্লাহর রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি তাদেরকে দেখতে পাও যে, তারা দম্ভভরে ফিরে যায়।
  6. তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা কর অথবা না কর, উভয়ই তাদের জন্য সমান। আল্লাহ তাদেরকে কখনও ক্ষমা করবেননা। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেননা।
  7. তারাই বলেঃ আল্লাহর রাসূলের সহচরদের জন্য ব্যয় করনা যতক্ষণ না তারা সরে পড়ে। আকাশমন্ডলী ও পৃথিবীর ধন ভান্ডারতো আল্লাহরই। কিন্তু মুনাফিকরা তা বুঝেনা।
  8. তারা বলেঃ আমরা মাদীনায় প্রত্যাবর্তন করলে সেখান হতে প্রবল দুর্বলকে বহিস্কৃত করবেই। কিন্তু সম্মানতো আল্লাহরই, আর তাঁর রাসূল ও মু’মিনদের। কিন্তু মুনাফিকরা এটা জানেনা।
  9. হে মু’মিনগণ! তোমাদের ঐশ্বর্য ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণে উদাসীন না করে। যারা উদাসীন হবে তারাইতো ক্ষতিগ্রস্ত।
  10. আমি তোমাদেরকে যে রিযক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করবে তোমাদের কারও মৃত্যু আসার পূর্বে; অন্যথায় সে বলবেঃ হে আমার রাব্ব! আমাকে আরও কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সাদাকাহ করতাম এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম।
  11. কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে, আল্লাহ তখন কেহকেও অবকাশ দিবেননা। তোমরা যা কর আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত।

বিষয়বস্তুর বিবরণ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সূরা মুনাফিকুন নামকরণসূরা মুনাফিকুন নাযিল হওয়ার সময় ও স্থানসূরা মুনাফিকুন আয়াত সমূহসূরা মুনাফিকুন বিষয়বস্তুর বিবরণসূরা মুনাফিকুন তথ্যসূত্রসূরা মুনাফিকুন বহিঃসংযোগসূরা মুনাফিকুনআয়াতআরবিকুরআনমদীনামুসলমানরূকুসূরা

🔥 Trending searches on Wiki বাংলা:

ফিলিস্তিনের জাতীয় পতাকাজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাপলাশীর যুদ্ধবাঙালি হিন্দুদের পদবিসমূহবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়জয়া আহসানবুর্জ খলিফাসূর্যস্বপ্ন যাবে বাড়িকলাহাসান রুহানিগর্ভধারণতানজিন তিশাবিরাট কোহলিশারীরিক ব্যায়ামঢাকা মেট্রোরেলবাংলাদেশের বিমানবন্দরের তালিকাবাংলাদেশ সশস্ত্র বাহিনীসর্বজিৎ সিংবৈশাখী মেলাকালীশীর্ষে নারী (যৌনাসন)জসীম উদ্‌দীনব্যাংকঅশোকবিশ্ব দিবস তালিকাভারতের সাধারণ নির্বাচন, ২০২৪এম. চিন্নাস্বামী স্টেডিয়ামঅ্যান্টিবায়োটিক তালিকাপশ্চিমবঙ্গের জেলাকুমিল্লাপশ্চিমবঙ্গ বিধানসভামুসাআরবি বর্ণমালাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবিটিএসইসলামপৃথিবীর ইতিহাসবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাইংল্যান্ডলিওনার্দো দা ভিঞ্চিআওরঙ্গজেবআবহাওয়াবাংলার নবজাগরণস্পিন (পদার্থবিজ্ঞান)শিউলি ফুলকাজলরেখাচাহিদাযতিচিহ্নইসলামের নবি ও রাসুলবাঘমোশাররফ করিমজয়নুল আবেদিনঋগ্বেদমইনুদ্দিন চিশতীও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদশনি (দেবতা)সূরা বাকারাজাতীয় নিরাপত্তা গোয়েন্দাদেয়ালের দেশরুহুল্লাহ খোমেনীকলকাতাকারকসাহাবিদের তালিকাশ্বেতকণিকাশিয়া ইসলামএটেল আদনানকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টঢাকা জেলাসৌদি আরবের ইতিহাসপর্নোগ্রাফিআবু বকরবঙ্গাব্দপরীমনিহেইনরিখ ক্লাসেনইস্তেখারার নামাজমুয়াম্মর গাদ্দাফিটুইটার🡆 More