সিসিফাস-পুরাণ

মিথ অফ সিসিফাস, আলবের কাম্যু রচিত একটি দার্শনিক প্রবন্ধ। এটি প্রায় ১২০ পৃষ্ঠার এবং প্রথম প্রকাশিত হয়েছিলো ১৯৪২ সালে, ফ্রেঞ্চ ভাষায়, নাম ছিলো Le Mythe de Sisyph; প্রথম এর ইংরেজি অনুবাদ করেন জাস্টিন ও’ব্রায়েন, ১৯৫৫ সালে।

সিসিফাস-পুরাণ
সিসিফাস এঁকেছেন টিটিয়ান, ১৫৪৯

রচনাটিতে কামু মূলত তার এবসার্ড বিষয়ক দর্শনকে তুলে ধরেন: মানুষের নিরর্থক অর্থ খুঁজে বেড়ানোর প্রচেষ্টা, ঈশ্বরহীন দুর্বোধ্য পৃথিবীর একতা এবং স্বচ্ছতা এবং চিরকালীন সত্য কিংবা মূল্যবোধ- সমূহ। সত্যিকারের এবসার্ডের উপলব্ধির জন্য কি আত্মহত্যা জরুরি? কামু বলেছেনঃ “না। দরকার শুধু মাত্র বিদ্রোহের।” এরপর তিনি এবসার্ড জীবনের কিছু রূপরেখা দেখিয়েছেন। শেষ অধ্যায়টিতে তিনি মানুষের জীবনের অদ্ভুতত্ব (এবসার্ডিটি) -এর তুলনা করেছেন সিসিফাসের অবস্থার সাথে। গ্রিক পুরাণে দেবতাদের দ্বারা অভিশপ্ত চরিত্র সিসিফাস, যাকে একটা পাথরকে গড়িয়ে গড়িয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে হয় যেখানে থেকে ওটা নিজের ভারে আপনা থেকেই আবার গড়িয়ে পড়ে যায়। সিসিফাসকে এই কাজ করে যেতে হয় অনন্তকাল ধরে।রচনাটির শেষাংশ ছিলো এমন, “ এই পরিশ্রম নিজেই... যথেষ্ট কারো হৃদয়কে ভরে তুলতে। যে কেউই সিসিফাসকে সুখী হিসেবে কল্পনা করবে।”

কামুর এই লেখার সাথে তার আরো কিছু লেখার সম্পর্ক খুঁজে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, উপন্যাস “দ্য আউটসাইডার” (১৯৪২), নাটক “ক্যালিগুলা” (১৯৪৫), এবং বিশেষ করে তার প্রবন্ধ “দ্য রেবেল” (১৯৫১)।

Tags:

আলবের কাম্যুসিসিফাস

🔥 Trending searches on Wiki বাংলা:

ঢাকা কাস্টম হাউসপৃথিবীবিটিএসজিএসটি ভর্তি পরীক্ষাবাংলাদেশ নৌবাহিনীর প্রধানভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহমালয়েশিয়াপথের পাঁচালী (চলচ্চিত্র)আয়াতুল কুরসিকাঠগোলাপজারুলশেখ হাসিনামুহাম্মাদের সন্তানগণসালোকসংশ্লেষণহার্নিয়ামমতা বন্দ্যোপাধ্যায়সি. ভি. আনন্দ বোসমেঘনাদবধ কাব্যহজ্জদক্ষিণবঙ্গবাঙালি হিন্দুদের পদবিসমূহইসরায়েলসিভি আনন্দ বোসবাংলাদেশের অর্থমন্ত্রীপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকামার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনআফিয়া সিদ্দিকীসূরা ফাতিহাস্ক্যাবিসতাপপ্রবাহকালো জাদুভারতের রাষ্ট্রপতিদের তালিকাবাংলাদেশ সিভিল সার্ভিসজেলেঅমর্ত্য সেনমুস্তাফিজুর রহমানঢাকা বিভাগআর্দ্রতাইলুমিনাতিবাংলাদেশের জাতিগোষ্ঠীগণপূর্ত অধিদপ্তরসৈয়দ সায়েদুল হক সুমনদ্য কোকা-কোলা কোম্পানিবাংলাদেশের সংবাদপত্রের তালিকামাহিয়া মাহিবাংলাদেশের জেলাসমূহের তালিকাআমাশয়ওয়েবসাইটবাংলাদেশের স্বাধীনতা দিবসবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবসার্বিয়ামহামৃত্যুঞ্জয় মন্ত্রনাইজারফরাসি বিপ্লবপ্রীতিলতা ওয়াদ্দেদারম্যালথাসের তত্ত্ববাগানবিলাসসিলেট জেলাবিমান বাংলাদেশ এয়ারলাইন্সমৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটঢাকা মেট্রোরেলনরওয়েবিভক্তিবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাদুর্গাপূজাউদ্ভিদকোষজগন্নাথ বিশ্ববিদ্যালয়অপু বিশ্বাসবাংলাদেশ জাতীয়তাবাদী দলমাইকেল মধুসূদন দত্তমহাত্মা গান্ধীসিলেট বিভাগবাংলাদেশের প্রধান বিচারপতিইউরোপকলকাতাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহ🡆 More