সানা: ইয়েমেনের রাজধানী

সানা (এছাড়া সানা'য়া; আরবি: صنعاء Ṣan‘ā’ উচ্চারণ , ইয়েমেনি আরবি: ) ইয়েমেনের রাজধানী ও বৃহত্তম শহর ও সানা গভর্নরেটের কেন্দ্রবিন্দু। সানা শহর গভর্নরেটের অংশ নয়, বরং এটি পৃথক প্রশাসনিক জেলা আমানত আল-আসেমাহ এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। ইয়েমেনের সংবিধান অনুযায়ী সানা দেশটির রাজধানী, যদিও ২০১৪-১৫ ইয়েমেনি অভ্যুত্থানের পর আন্তর্জাতিকভাবে সরকারের সকল প্রশাসনিক দপ্তর এডেনে স্থান্তরিত করা হয়েছে। ২০১৫ সালে মার্চে রাষ্ট্রপতি মানসুর হাদি কর্তৃক এডেনকে অস্থায়ী রাজধানী হিসাবে ঘোষণা করা হয়েছিল।

সানা
Ṣanʿāʾ (صَنْعَاء)
City
সানা: ইতিহাস, জনসংখ্যা, প্রশাসনিক বিভাগ
সানা: ইতিহাস, জনসংখ্যা, প্রশাসনিক বিভাগ
সানা: ইতিহাস, জনসংখ্যা, প্রশাসনিক বিভাগ
সানা: ইতিহাস, জনসংখ্যা, প্রশাসনিক বিভাগ
উপরে থেকে ঘড়ির কাঁটার দিকে:
সানা স্কাইলাইন, ওল্ড সিটি, ইয়েমেনের জাতীয় জাদুঘর, ইয়েমেনের গেট, আল সালেহ মসজিদ
ডাকনাম: ʾAmānat Al-ʿĀṣimah (أَمَانَة ٱلْعَاصِمَة)
Map of the city
Map of the city
Map of the city
স্থানাঙ্ক: ১৫°২০′৫৪″ উত্তর ৪৪°১২′২৩″ পূর্ব
Countryসানা: ইতিহাস, জনসংখ্যা, প্রশাসনিক বিভাগ ইয়েমেন
Administrative divisionCapital's secretariat
Controlটেমপ্লেট:দেশের উপাত্ত Houthi movement
সরকার
 • ধরনLocal
আয়তন
 • মোট১২৬ বর্গকিমি (৪৯ বর্গমাইল)
উচ্চতা২,২৫০ মিটার (৭,৩৮০ ফুট)
জনসংখ্যা (2017)
 • মোট২৫,৪৫,০০০ বৃদ্ধি
 • আনুমানিক (2023)৩২,৯২,৪৯৭ বৃদ্ধি
বিশেষণSanaani, San'ani
সময় অঞ্চলআরবীয় মান সময় (ইউটিসি+৩)

সানা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরগুলোর একটি। এটি পৃথিবীর সর্বোচ্চ রাজধানী শহরগুলোর মধ্যে একটি, সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২,৩০০ মিটার (৭,৫০০ ফুট)। সানার আনুমানিক জনসংখ্যা প্রায় ১,৯৩৭,৫০০ জন (২০১২), যা তাকে ইয়েমেনের সর্ববৃহৎ শহরে পরিনত করেছে।

পুরাতন সানা শহর হল ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

ইতিহাস

২০১৭ সালের মে মাসে, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটর তথ্য অনুসারে কলেরা মহামারীটিতে ১১৫ জন নিহত এবং ৮,৫০০ অসুস্থ হয়ে পড়েছিল। ২০১৭ এর শেষের দিকে, সানায় আর একটি গৃহযুদ্ধ শুরু হয়, যা হাতিস এবং নিহত সাবেক রাষ্ট্রপতি সালেহের অনুগত বাহিনীর মধ্যে শুরু হয়েছিল।

জনসংখ্যা

কর্মসংস্থান এবং উন্নত মানের জীবনযাত্রার সন্ধানে গ্রামীণ জনসংখ্যার অভিবাসনের ফলে ১৯৬০ এর দশক থেকে শহরের জনসংখ্যা ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে। সানাসা হল বিশ্বের দ্রুত বর্ধনশীল রাজধানী শহর, যার জনসংখ্যা বৃদ্ধির হার ৭% ছিল, এবং সামগ্রিকভাবে দেশটির বৃদ্ধির হার ৩.২%। জনসংখ্যার প্রায় ১০% পুরাতন শহর এলাকাতে বাস করে, বাকি অংশটি বাইরের জেলাগুলিতে বাস করে।

ইহুদি সম্প্রদায়

ইহুদিরা খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী থেকে ইয়েমেনে বসবাস করছে এবং এটি অন্যতম ঐতিহাসিক ইহুদি প্রবাস গঠন করেছিল। সানায় ইহুদিরা প্রথমে ঘামদান প্যালেস নামে পরিচিত পুরাতন টাওয়ারের ধ্বংসাবশেষের নিকটবর্তী আল- ক’র নামে পরিচিত প্রাচীরের মধ্যে বসতি স্থাপন করেছিল, কিন্তু ৬ষ্ঠ শতাব্দীর শেষদিকে শাসক রাজা কর্তৃক সেখান থেকে উচ্ছেদ করা হয়েছিল এবং শহরের অন্যদিকে চলে গিয়েছিল, যা আল-মারবাাকি নামে পরিচিত (এটি ফালাহী কোয়ার্টার নামেও পরিচিত)। সেখান থেকে তারা আবার উপড়ে পড়ে এবং আল-কোজালি নামে পরিচিত শহরের অংশে বসতি স্থাপন করে এবং অবশেষে সেখান থেকে সরে যায় এবং আল-সায়িলার আশেপাশে স্থায়ী হয়। ১৬৭৯ সালে মাওজা প্রবাস চলাকালীন তাদের আবার তাদের বাসস্থান থেকে উচ্ছেদ করা হয়েছিল। ১৬৮০ সালে শহরে ফিরে এসে তাদেরকে শহরের দেয়ালের বাইরে জমি দেওয়া হয়েছিল, যেখানে তারা নতুন ইহুদি কোয়ার্টার আল-কিউ (বর্তমানে কিউ-আল-উলুফি ) তৈরি করেছিল এবং যেখানে তারা এই সম্প্রদায়ের অবসান না হওয়া অবধি, ২০ শতকের মাঝামাঝি পর্যন্ত ছিল। ১৯৪৮ সালে ইস্রায়েলের রাজনৈতিক রাজ্য গঠনের পরে, প্রায় ৪৯,০০০ (আনুমানিক ৫১,০০০) ইয়েমেনি ইহুদিদের ইস্রায়েলে নিয়ে যাওয়া হয়েছিল, যাদের মধ্যে প্রায় ১০,০০০ সানা থেকে এসেছিলেন (দেখুন নিচের ইয়েমেনের ইংরাজী ভাষার বইটি ইহুদি ও মুসলমান: ক সুরক্ষা এবং সংযম অধ্যয়ন, ১৯১৮-১৯৪৯ ) ২০০৪ সালে উত্তর ইয়েমেনে শিয়া বিদ্রোহ শুরু হওয়ার আগ পর্যন্ত সানয় মূলত ইহুদিদের সংখ্যা ছিল না। ২০০৭ সালে হাতিসরা ইহুদি সম্প্রদায়কে সরাসরি হুমকি দিয়েছিল, রাষ্ট্রপতি সালেহ সরকারকে তাদের সানায় আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেছিল। ২০১০ মোতাবেক সরকারি সুরক্ষায় রাজধানীতে প্রায় ৭০০ জন ইহুদি বাস করত।

প্রশাসনিক বিভাগ

সাধারণভাবে সানা দুটি অংশে বিভক্ত: সানা পুরাতন শহর (আল কাদিমা) এবং নতুন শহর (আল জাহিদ)। পুরাতন অংশটি ছোট ও অনুন্নত, যা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং নতুন অংশটি বড় বড় ইমারতসহ আধুনিক সুবিধা সমৃদ্ধ। ১৯৬০ এর দশকে, যখন সানা প্রজাতন্ত্রের রাজধানীর স্বীকৃতি পায়, তখন এর ব্যাপক উন্নয়ন সাধিত হয়।

সানার জেলাসমূহ:

পরিবহন

সানা: ইতিহাস, জনসংখ্যা, প্রশাসনিক বিভাগ 
পুরাতন শহরের কেন্দ্রে অবস্থিত ১,০০০ বছরের পুরনো বব আল-ইয়েমেন (ইয়েমেন গেট)

ইয়েমেনের জাতীয় বিমান সংস্থা ইয়েমেনীয়া এর সদরদপ্তর সানায় অবস্থিত। সানা আন্তর্জাতিক বিমানবন্দর হল ইয়েমেনের প্রধান দেশীয় ও আন্তর্জাতিক বিমানবন্দর। বর্তমানে সেখানে কোন রেলওয়ে পরিবহন নেই, তবে ভবিষ্যতে করার পরিকল্পনা রয়েছে। এ শহরের প্রাথমিক পর্যায়ের পরিবহন ব্যবস্থা হল দাবাবস ও মিনিবাস, যা ১০ ভাগ যাত্রী পরিবহন করে। এছাড়া ট্যাক্সি একটি কমন পরিবহন ব্যবস্থা। সানার সাথে এডেন, তাজ সহ প্রধান প্রধান শহরসমুহের কোচ সার্ভিস চালু রয়েছে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সানা ইতিহাসসানা জনসংখ্যাসানা প্রশাসনিক বিভাগসানা পরিবহনসানা আরও দেখুনসানা তথ্যসূত্রসানা বহিঃসংযোগসানাআরবি ভাষাইয়েমেনউইকিপিডিয়া:বাংলা ভাষায় আরবি শব্দের প্রতিবর্ণীকরণএডেনরাজধানীশহর

🔥 Trending searches on Wiki বাংলা:

সহীহ বুখারীশরীয়তপুর জেলাকালীমুহাম্মাদের স্ত্রীগণক্রিস্তিয়ানো রোনালদোনটিংহ্যাম ফরেস্ট ফুটবল ক্লাবসালমান শাহকৃষ্ণহুদাইবিয়ার সন্ধিসাইবার অপরাধচট্টগ্রাম বিভাগলালসালু (উপন্যাস)সুনীল নারাইনদিনাজপুর জেলাসুভাষচন্দ্র বসুযৌনসঙ্গমকনডমরক্তশূন্যতামাযহাবনামাজের নিয়মাবলীজান্নাতুল ফেরদৌস পিয়াপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধবাংলাদেশ পুলিশচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়শশাঙ্কলিওনেল মেসিসাহারা মরুভূমিশারীরিক ব্যায়ামহরে কৃষ্ণ (মন্ত্র)গ্রিনহাউজ গ্যাসঊনসত্তরের গণঅভ্যুত্থাননিরপেক্ষ রেখা (অর্থনীতি)পূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)বিসমিল্লাহির রাহমানির রাহিমগণতন্ত্রপ্রাণ-আরএফএল গ্রুপনিমদুবাই আমিরাতসন্ধিইন্দোনেশিয়াযশোর জেলানিউমোনিয়াঈদুল আযহালক্ষ্মীপুর জেলাসানরাইজার্স হায়দ্রাবাদমেহজাবীন চৌধুরীউজবেকিস্তানরমনদীপ সিং (ভারতীয় ক্রিকেটার)কারকভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশপ্রথম বিশ্বযুদ্ধের কারণরাফিয়াথ রশিদ মিথিলাসুকুমার রায়গর্ভধারণযোনিইংরেজি ভাষাকামরুল হাসানসৌরসেনী মৈত্রইউনিলিভারসুলতান সুলাইমানউদ্ভিদতাপগোপালগঞ্জ জেলাদৌলতদিয়া যৌনপল্লিউদরাময়বাংলাদেশ সরকারি কর্ম কমিশনযোগাযোগধূমকেতুআফগানিস্তান২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)চিরস্থায়ী বন্দোবস্তবাংলাদেশের কওমি মাদ্রাসার তালিকাভৌগোলিক নির্দেশকরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকা🡆 More