সমাজকর্ম: সমাজকল্যাণমূলক পেশা ও তত্ত্ব

সমাজকর্ম একটি উচ্চশিক্ষায়তনিক পাঠ্য বিষয় ও চর্চাভিত্তিক পেশা যেখানে ব্যক্তি, পরিবার, সামাজিক দল, সম্প্রদায় ও সামগ্রিকভাবে সমাজের মৌলিক চাহিদাগুলি মেটানোর মাধ্যমে তাদের ব্যক্তিগত ও সমষ্টিগত কল্যাণ বৃদ্ধি করার ব্যাপারটি মূল বিবেচ্য বিষয়। সমাজকর্মের চর্চায় মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, স্বাস্থ্য, রাষ্ট্রবিজ্ঞান, সম্প্রদায়ের উন্নয়ন, আইন, অর্থশাস্ত্র, ইত্যাদি এলাকাগুলি থেকে প্রাপ্ত ধারণা ও তত্ত্ব প্রয়োগ করা হয় এবং ব্যবস্থা ও নীতির সাথে জড়িত হওয়া, যাচাইকরণ পরীক্ষা সম্পাদন, হস্তক্ষেপ বিকাশ, সামাজিক ক্রিয়াকলাপ ও সামাজিক দায়িত্ব শক্তিশালীকরণ, ইত্যাদি কাজ সম্পাদন করা হয়। সমাজকর্মের চর্চা সাধারণত তিনটি স্তরে ভাগ করা হয়। ক্ষুদ্র-মাপের সমাজকর্মে ব্যক্তি ও পরিবারের সাথে সরাসরি কাজ করা হয়, যেমন ব্যক্তিগত পরামর্শপ্রদান বা কোনও পরিবারকে বিভিন্ন সেবার সুযোগ গ্রহণে সহায়তাদান। মধ্যম মাপের সমাজকর্মে সামাজিক দল বা গোষ্ঠী ও সম্প্রদায়ের স্তরে কাজ করা হয়, যেমন দলগত চিকিৎসা প্রদান, কিংবা সম্প্রদায়ভিত্তিক সংস্থার জন্য সেবা প্রদান। বৃহৎ মাপের সমাজকর্মে কোনও কিছুর সপক্ষে প্রবচন, সামাজিক নীতি, গবেষণা উন্নয়ন, অলাভজনক ও সরকারি সেবা প্রশাসন, বা সরকারি সংস্থাগুলির সাথে কাজ করে বৃহৎ মাপের পরিবর্তন আনয়নের প্রচেষ্টা করা হয়। ১৯৮০-র দশক থেকে কিছু কিছু বিশ্ববিদ্যালয় সমাজকর্ম ব্যবস্থাপনা শিক্ষাক্রম চালু করে, যাতে শিক্ষার্থীরা সামাজিক ও মানব সেবা সংস্থাগুলির ব্যবস্থাপনার জন্য প্রস্তুতি লাভ করে; এটি চিরায়ত সমাজকর্ম শিক্ষার একটি সম্পূরক ক্ষেত্র।

সমাজকর্ম
পেশা
নামঅনুমোদিত রোগীভিত্তিক সমাজকর্মী, অনুমোদিত দক্ষ সমাজকর্মী, অনুমোদিত উন্নত চর্চাকারী সমাজকর্মী, নিবন্ধিত সমাজকর্মী
প্রায়োগিক ক্ষেত্র
সমাজকল্যাণ, সামাজিক সেবা, সরকার, জনস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য, সম্প্রদায় সংগঠিতকরণ, অলাভজনক, আইন, কর্পোরেশনের সামাজিক দায়িত্ব, মানবাধিকার
বিবরণ
যোগ্যতাসম্পদ উন্নয়ন ও সহজীকরণের মাধ্যমে সামাজিক পরিবেশের উন্নতিসাধন ও মানুষের কল্যাণসাধন
শিক্ষাগত যোগ্যতা
সমাজকর্মে স্নাতক, কলাবিদ্যায় স্নাতক, সমাজকর্ম ক্ষেত্রে বিজ্ঞানে স্নাতক, সমাজকর্মে স্নাতক-পরবর্তী সনদ (সাধারণ চর্চা), সমাজকর্মে স্নাতকোত্তর, সমাজকর্ম ক্ষেত্রে বিজ্ঞানে স্নাতক (রোগীভিত্তিক চর্চা); সমাজকর্মে ডক্টরেট উপাধি (বিশেষায়িত চর্চা); প্রাতিষ্ঠানিক স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান; দেশ ও রাজ্যভেদে নিবন্ধন ও অনুমোদন ভিন্ন হতে পারে।
কর্মক্ষেত্র
শিশু ও নারী সুরক্ষা সেবা, অলাভজনক সংস্থা, সরকারি সংস্থা, সুবিধাবঞ্চিত দলকেন্দ্র, হাসপাতাল, বিদ্যালয়, ধর্মালয়, আশ্রয়, সম্প্রদায় সংস্থা, সামাজিক পরিকল্পনা সেবা, চিন্তাকেন্দ্র, অপরাধীদের চরিত্র সংশোধন সেবা, শ্রম ও শিল্প সেবা

জেন অ্যাডামসকে সমাজকর্মের জনক এবং অ্যানা এল. ডস-কে সমাজকর্ম শিক্ষার জনক বলা হয়।

সমাজকর্মের সংজ্ঞা

একটি সাহায্যকারী পেশা যা কতকগুলো পদ্ধতি ব্যক্তি, দল বা সমষ্টির সমস্যা সমাধানে এমনভাবে সহায়তা করে যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা সমাধানে সক্ষম হয়।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়আর্কআর্স (সমাজকর্মীদের জাতীয় সমিতি)-এর মতে, "সমাজকর্ম ব্যক্তি ও দলকে সাহায্য করবে এক পেশাগত কর্মগত যা তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতাকে পুনরুদ্ধার ও শক্তিশালী করে এবং সামাজিক এ লক্ষ্যে উপযোগী করে তোলে।"

সমাজকর্ম অভিধানের ব্যাখ্যাঅনুযায়ী,"সমাজকর্ম একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে মনো-সামাজিক ভূমিকা পালন ক্ষমতার একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে সাহায্য করে এবং মানুষের কল্যাণকে শক্তিশালীকরণে কার্যকর সামাজিক পরিবর্তন আনয়ন করে।"

ডব্লিউ এ ফ্রেড ল্যান্ডারের মতে, " সমাজকর্ম হল বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক এমন এক পেশাদার সেবা কর্ম, যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোন ব্যক্তিকে একক অথবা দলীয় ভাবে সাহায্য করে।"

পূর্ববর্তী রূপ

সমাজকর্ম মূলত সনাতন সমাজকল্যাণ এর আধুনিক রূপ। মধ্যযুগে ধর্মীয় অনুশাসন ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু চতুর্দশ শতকে সামন্ত যুগের অবসান, রেনেসাঁর প্রভাবে সৃষ্ট ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব, ইউরোপের জাতীয় দুর্যোগ প্লেগ রোগের আবির্ভাব এবং শিল্প বিপ্লবের ফলে জনজীবনে নানামুখী আর্থ-সামাজিক জটিল সমস্যার উদ্ভব ঘটে। সে সকল জটিল আর্থ-সামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্যই আধুনিক সমাজকর্মের উৎপত্তি হয়েছে।

ইতিহাস

সমাজকর্মের অনুশীলন এবং পেশা একটি অপেক্ষাকৃত আধুনিক এবং বৈজ্ঞানিক মূল, এবং সাধারণত সমাজকর্ম তিনটি তীরভূমি থেকে তৈরি করা হয়েছে বলে মনে করা হয়।

তথ্যসূত্র

Tags:

সমাজকর্ম ের সংজ্ঞাসমাজকর্ম পূর্ববর্তী রূপসমাজকর্ম ইতিহাসসমাজকর্ম তথ্যসূত্রসমাজকর্মঅর্থশাস্ত্রআইনমনোবিজ্ঞানরাষ্ট্রবিজ্ঞানসমাজবিজ্ঞানস্বাস্থ্য

🔥 Trending searches on Wiki বাংলা:

পাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০ঢাকা মেট্রোরেলবাংলা স্বরবর্ণঅপারেশন সার্চলাইটপলাশীর যুদ্ধসুনামগঞ্জ জেলামাহরামসাঁওতালমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকাকানাডামিজানুর রহমান আজহারীচন্দ্রযান-৩বাংলাদেশের বন্দরের তালিকাবাংলা সাহিত্যকম্পিউটারচিকিৎসকমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)সুফিয়া কামালসংস্কৃত ভাষারিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবসচিব (বাংলাদেশ)গর্ভধারণপর্তুগিজ সাম্রাজ্যগাজীপুর জেলাফুটবলপরীমনিকুরআনের সূরাসমূহের তালিকাপরমাণুওজোন স্তরদৈনিক ইনকিলাববঙ্গবন্ধু-১রাষ্ট্রবিজ্ঞানশাকিব খানতক্ষকলোকসভা কেন্দ্রের তালিকাপৃথিবীসাহারা মরুভূমিকোকা-কোলাওয়ার্ল্ড ওয়াইড ওয়েববাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাসাইবার অপরাধমহাদেশইমাম বুখারীপশ্চিমবঙ্গের জেলাএশিয়াবনলতা সেন (কবিতা)রাজনীতিরবীন্দ্রনাথ ঠাকুরউপজেলা পরিষদযুক্তফ্রন্টই-মেইললালনণত্ব বিধান ও ষত্ব বিধানঐশ্বর্যা রাইঅস্ট্রেলিয়াকৃত্তিবাসী রামায়ণযোনি পিচ্ছিলকারকশ্রীলঙ্কাপর্তুগিজ ভারতরেওয়ামিলআমার সোনার বাংলামঙ্গল গ্রহবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধমানব শিশ্নের আকারবাংলা একাডেমিইসলাম ও হস্তমৈথুননিউটনের গতিসূত্রসমূহসোমালিয়াআয়াতুল কুরসিঢাকা বিভাগস্বাস্থ্যের উপর তামাকের প্রভাববেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশবাংলা বাগধারার তালিকাসূরা কাফিরুনরঙের তালিকাবিশেষণমান্নাবঙ্গভঙ্গ আন্দোলন🡆 More