সন্দীপ রায়: ভারতীয় চলচ্চিত্র পরিচালক

সন্দীপ রায় (জন্ম : ৮ সেপ্টেম্বর ১৯৫৪) ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক। তিনি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের একমাত্র পুত্র। তাঁর মায়ের নাম বিজয়া রায়। সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার সিরিজের কাহিনি অবলম্বনে তিনি কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

সন্দীপ রায়
সন্দীপ রায়: ব্যক্তিজীবন, সিনেমা, বই
সন্দীপ রায়
জন্ম
সন্দীপ রায়

৮ সেপ্টেম্বর ১৯৫৪
জাতীয়তাভারতীয়
পেশাচলচ্চিত্র পরিচালক
দাম্পত্য সঙ্গীললিতা রায়
সন্তানসৌরদীপ রায়

ব্যক্তিজীবন

তিনি ২২ বছর বয়সে তাঁর চলচ্চিত্র জীবন শুরু করেছেন শতরঞ্জ কে খিলাড়ি ছবিতে সহকারী পরিচালক হিসেবে। তিনি তাঁর বাবা সত্যজিৎ রায়ের বিভিন্ন ছবিতে কাজ করেছেন স্থির চিত্রগ্রাহক এবং আলোক চিত্রশিল্পী হিসেবেও। তাঁর প্রথম পরিচালনার কাজ ফটিকচাঁদ ছবিতে। এই ছবি আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে পুরস্কার পায়।

সত্যজিৎ রায়ের শেষ তিনটে চলচ্চিত্রে তিনি অপারেটিং ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন। গণশত্রু, শাখা-প্রশাখা, আগন্তুক

তিনি ছোটদের মাসিকপত্র সন্দেশ-এর প্রকাশক হিসেবে কাজ করছেন। ১৯১৩ সালে এই পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক তাঁর প্রপিতামহ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। এরপর দ্বিতীয় প্রজন্মে তাঁর পিতামহ সুকুমার রায় এবং তৃতীয় প্রজন্মে তাঁর বাবা সত্যজিৎ রায় এই পত্রিকার হাল ধরেন। ১৯৯২ সালে বাবার মৃত্যুর পর সন্দীপ রায় প্রথমে সহকারী সম্পাদক, তারপর সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সাল থেকে এখন পর্যন্ত তিনি এই পত্রিকার চতুর্থ প্রজন্মের সম্পাদক। মাঝে, ২০০৫-০৬ সালে তাঁর সঙ্গে সম্পাদক হিসেবে কাজ করেছেন সুজয় সোম।

এই চার প্রজন্মের সন্দেশ পত্রিকার সম্পাদক, এখনও পর্যন্ত, ১১জন। প্রথম প্রজন্মে শুধু উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। দ্বিতীয় প্রজন্মে সুকুমার রায়, সুবিনয় রায়, সুধাবিন্দু বিশ্বাস। তৃতীয় প্রজন্মে সত্যজিৎ রায়, সুভাষ মুখোপাধ্যায়, লীলা মজুমদার, নলিনী দাশ, বিজয়া রায়। চতুর্থ প্রজন্মের সম্পাদক সন্দীপ রায়, সুজয় সোম।

তিনি বিখ্যাত গোয়েন্দা চরিত্র ফেলুদার অনেক সিনেমার কাজ করেন। তিনি দীপ প্রকাশন হতে প্রকাশিত আমি আর ফেলুদা বইয়ের লেখক। এই বইটি কলকাতা বইমেলার বেস্ট সেলার হয়। এই বইটি সত্যজিৎ রায়ের লেখা একেই বলে শুটিং বইয়ের স্বাদ বহন করে। এই বইয়ে তাঁর নির্মিত ফেলুদার নির্মাণের গল্প রয়েছে।

তিনি ১৯৮৯ সালে কিশোরকুমার-এর উপর প্রামাণ্য চিত্র নির্মাণ করেন।

২০০৩ সালে তিনি তাঁর বাবার লেখা ১৯৬২ সালে প্রকাশিত বঙ্কুবাবুর বন্ধু গল্পের উপর ভিত্তি করে কাজ করা শুরু করেন। এই টেলিছবি কৌশিক সেন পরিচালনা করেন। এই ছবি ২০০৬ সালে টিভিতে দেখানো হয়। তিনি তাঁর নিজের লেখা কাহিনী হিটলিস্ট-এর উপর ভিত্তি করে ২০০৯ সালে সিনেমা নির্মাণ করেন। বর্তমানে তিনি তাড়িনীখুড়োর উপর সিনেমা বানানোর কাজ করছেন। তাড়িনীখুড়ো সত্যজিৎ রায়ের লেখা এক জনপ্রিয় চরিত্র। ২১ ডিসেম্বর, ২০১২ তে তার নির্মাণ করা যেখানে ভূতের ভয় মুক্তি পেয়েছে। এতে রয়েছে সত্যজিৎ রায়ের লেখা ২টি গল্পঃ অনাথবাবুর ভয়, ব্রাউন সাহেবের বাড়ি ও শরদিন্দু বন্দোপাধ্যায়ের লেখা ১টি গল্পঃ ভূত-ভবিষ্যত।

তিনি ২০১৩ সালের দিকে প্রোফেসর শঙ্কুর ওপর ছবি নির্মাণের চিন্তা করছেন। প্রোফেসর শঙ্কু সত্যজিৎ রায়ের লেখা এক জনপ্রিয় চরিত্র।

সিনেমা

বই

  • আমি আর ফেলুদা (২০০৬)

মন্তব্য

  • সত্যজিৎ রায় বলেন যে তাঁর শ্রেষ্ঠ সহকারী ছিল তার ছেলে সন্দীপ রায়। তিনি বলেছেন,

গুপি বাঘা ফিরে এলো ছবির বেশিরভাগ কৃতিত্ব সন্দীপের। শুধু গল্প আর কিছু গান আমার। চিত্রনাট্য, পরিচালনা, ছবি তোলা-এ সবই সন্দীপের। ক্যামেরা পরিচালনার দিক দিয়ে সে বিশেষ পারদর্শী। এ কাজে ওর দক্ষতা আমার চেয়ে বেশি।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

সন্দীপ রায় ব্যক্তিজীবনসন্দীপ রায় সিনেমাসন্দীপ রায় বইসন্দীপ রায় মন্তব্যসন্দীপ রায় তথ্যসূত্রসন্দীপ রায় বহিঃসংযোগসন্দীপ রায়সত্যজিৎ রায়

🔥 Trending searches on Wiki বাংলা:

লিঙ্গ উত্থান ত্রুটিবাংলাদেশী টাকাকারকসূর্যচন্দ্রগ্রহণপৃথিবীভাইরাসদারাজকিশোরগঞ্জ জেলাইস্ট ইন্ডিয়া কোম্পানিসূরা ফাতিহামূত্রনালীর সংক্রমণঅকাল বীর্যপাতইহুদি ধর্মচাকমাআকিজ গ্রুপআন্তর্জাতিক মাতৃভাষা দিবসপদ্মাবতীভারতের জনপরিসংখ্যানতাজমহলকিরগিজস্তানহস্তমৈথুনের ইতিহাসফারাক্কা বাঁধমাহরামমুজিবনগরগ্রীষ্মতানজিন তিশাসার্বিয়াএশিয়াবাংলাদেশের বিভাগসমূহবাক্যঢাকাবিষ্ণুঅমর্ত্য সেনগ্রামীণ ব্যাংকহামাসনামাজের সময়সমূহবঙ্গাব্দক্রিকেটব্রিটিশ ভারতশ্রীকৃষ্ণকীর্তনবাইতুল হিকমাহমেসোপটেমিয়াবাংলাদেশের শিক্ষামন্ত্রীহিট স্ট্রোকভারত ছাড়ো আন্দোলনসালোকসংশ্লেষণসুলতান সুলাইমানবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ফরাসি বিপ্লব২০২৪ কোপা আমেরিকাবাংলাদেশের অর্থনীতিপাহাড়পুর বৌদ্ধ বিহারমিয়া খলিফাসিফিলিস২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর২০২২ ফিফা বিশ্বকাপবাংলাদেশ নৌবাহিনীর পদবিআমাশয়মঙ্গল গ্রহসাদিয়া জাহান প্রভাঐশ্বর্যা রাইকাশ্মীরনগরায়নযিনা১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনঋগ্বেদজয় শ্রীরামপায়ুসঙ্গমওয়ার্ল্ড ওয়াইড ওয়েবধর্মমালদ্বীপইসতিসকার নামাজউমর ইবনুল খাত্তাবকান্তনগর মন্দিরমুতাজিলাএইচআইভি/এইডসকাজী নজরুল ইসলামের রচনাবলি🡆 More