সংযুক্ত আরব আমিরাত-সিরিয়া সম্পর্ক

সংযুক্ত আরব আমিরাত-সিরিয়া সম্পর্ক, সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়ার মাঝে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নির্দেশ করে। উভয় দেশই মুসলিমপ্রধান দেশ। তাই উভয় দেশই বিভিন্ন বাধা সত্ত্বেও ইসলামিক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ইসলামের প্রসার ঘটাতে আগ্রহী। এছাড়াও, উভয় দেশের রাষ্ট্রধর্মই ইসলাম। ধর্মের মিলের কারণেই অধিকাংশ ক্ষেত্রেই, উভয় দেশের চিন্তাধারায় মিল পাওয়া যায়। আবার সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়া উভয় দেশই মধ্যপ্রাচ্যে অবস্থিত এবং আরব লীগ এর সদস্য। তাই বিভিন্ন কাজের ক্ষেত্রে এই দুই দেশের মধ্যে সমন্বয় পাওয়া যায়। এছাড়াও উভয় দেশই মধ্যপ্রাচ্যের হওয়ায় সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে এই দুই দেশের মধ্যে অনেক মিল পাওয়া যায় এবং এই দেশ দুটির মাঝে সাংস্কৃতিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সিরিয়ার বহু নাগরিক বর্তমানে অভিবাসী হিসেবে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন।

সংযুক্ত আরব আমিরাত-সিরিয়া সম্পর্ক
মানচিত্র Syria এবং United Arab Emirates অবস্থান নির্দেশ করছে
সংযুক্ত আরব আমিরাত-সিরিয়া সম্পর্ক
সিরিয়া
সংযুক্ত আরব আমিরাত-সিরিয়া সম্পর্ক
সংযুক্ত আরব আমিরাত

সিরিয়ার রাজধানী দামেস্কতে সংযুক্ত আরব আমিরাতের একটি স্থায়ী দূতাবাস রয়েছে। অপরদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে, সিরিয়ার একটি কনস্যুলেট জেনারেল রয়েছে।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়।। এ সত্ত্বেও ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী, আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বলেন সংযুক্ত আরব আমিরাত সিরিয়ার পাশে থাকবে এবং সিরিয়ায় স্থিতিশীলতা আনয়নের জন্য দেশটিকে সহায়তা দিয়ে যাবে। কিন্তু, সংযুক্ত আরব আমিরাত, বাশার আল-আসাদ সরকারকে সমর্থন দেয় না এবং এ ব্যাপারে দেশটির মত হল, বাশার আল-আসাদ সরকারে থাকলে কখনই সিরিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে না। দেশটির এও মত যে, শেষ পর্যন্ত বাশার আল-আসাদ ক্ষমতা হারাবেন। সিরিয়ার এই অবস্থানকে সৌদি আরব বা কাতার এর তুলনায় কম আগ্রাসী বলে মনে করা হয়। বরং মনে করা হয় যে দেশটি সিরিয়াকে সাহায্য করলেও আসাদ সরকারের বিরোধী চিন্তাধারা পোষণ করে। যদিও সংযুক্ত আরব আমিরাত, সিরিয়ার বিরোধী জোটকে সমর্থন দেয়, তবে সিরিয়ার আসাদ সরকারের সাথে দেশটির যোগাযোগ থাকার অভিযোগ পাওয়া গিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত, ২০১৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সিরিয়া অভিযানে অংশগ্রহণ করে। এর পাশাপাশি দেশটি ২০১৫ সালে রাশিয়ার সামরিক বাহিনীর সিরিয়া অভিযানের প্রতিও নিজেদের সমর্থন ব্যক্ত করে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ২০১৪ সালে সিরিয়ার বিদ্রোহী গ্রুপ সাউদার্ন ফন্টকেও আর্থিক সহায়তা প্রদান করে।

তথ্যসূত্র

Tags:

আরব লীগইসলামদেশ অনুসারে মুসলমান জনসংখ্যার তালিকাদ্বিপাক্ষিক সম্পর্কমধ্যপ্রাচ্যসংযুক্ত আরব আমিরাতসিরিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

২০২৪ ইসরায়েলে ইরানি হামলাফুসফুসজলবায়ু পরিবর্তনের প্রভাববীর্যশিয়া ইসলামহুনাইন ইবনে ইসহাকক্রিকেটভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০তামান্না ভাটিয়াউপসর্গ (ব্যাকরণ)নারীউপজেলা পরিষদরুমানা মঞ্জুরবনলতা সেন (কবিতা)দেশ অনুযায়ী ইসলামঊনসত্তরের গণঅভ্যুত্থানইসতিসকার নামাজঢাকা মেট্রোরেলবাংলাদেশী টাকাঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)সালোকসংশ্লেষণরাজনীতিহুমায়ূন আহমেদহাদিসঅসহযোগ আন্দোলন (১৯৭১)ষড়রিপুডাচ্-বাংলা ব্যাংক পিএলসিবগুড়া জেলাজাযাকাল্লাহজাহাঙ্গীরইতিহাসপর্তুগিজ ভারতলোহিত রক্তকণিকামিমি চক্রবর্তীঅকাল বীর্যপাতজিয়াউর রহমানচেন্নাই সুপার কিংসভারতের জাতীয় পতাকাগৌতম বুদ্ধজেরুসালেমবৈষ্ণব পদাবলিআসিয়ানহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজব্বারের বলীখেলাঅরিজিৎ সিংবাংলা একাডেমিপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাবাণাসুরলিভারপুল ফুটবল ক্লাববাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়বিশ্ব ব্যাংকএশিয়াঅব্যয় পদবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডকলকাতা নাইট রাইডার্সভূগোলবেদযোগাযোগবিড়ালহরমোনইস্তেখারার নামাজদ্য কোকা-কোলা কোম্পানিবাগদাদপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমহৃৎপিণ্ডপৃথিবীকাজী নজরুল ইসলামভালোবাসাঅন্ধকূপ হত্যাজরায়ুভারতবাংলাদেশের তৈরি পোশাক শিল্পশেখজোট-নিরপেক্ষ আন্দোলনইবনে বতুতাহীরক রাজার দেশেআব্বাসীয় স্থাপত্যপ্লাস্টিক দূষণমুজিবনগর সরকার🡆 More