সংবৎসর

সংবৎসর (সংস্কৃত: संवत्सर) হল সংস্কৃত শব্দ যা ঋগ্বেদ এবং অন্যান্য প্রাচীন গ্রন্থের মতো বৈদিক সাহিত্যে বছরএর জন্য। মধ্যযুগীয় যুগের সাহিত্যে, সংবৎসর বলতে জোভিয়ান বছর বোঝায়, যা বৃহস্পতি গ্রহের আপেক্ষিক অবস্থানের উপর ভিত্তি করে একটি বছর, যখন সৌর বছরকে বর্ষ বলা হয়। পৃথিবী ও সূর্যের আপেক্ষিক অবস্থানের ভিত্তিতে জোভিয়ান বছর সৌর বছরের সমান নয়।

ভারতীয় বর্ষপঞ্জিতে সংবৎসরকে সংজ্ঞায়িত করা হয়েছে হিন্দু রাশিচক্রের বৃহস্পতি রাশি থেকে তার গড় গতির সাপেক্ষে পরবর্তী রাশিতে পরিবর্তিত হতে সময় হিসেবে। প্রাচীন পাঠ সূর্যসিদ্ধান্ত সংবৎসরকে প্রায় ৩৬১ দিন গণনা করে, সৌর বছরের থেকে সামান্য কম। সুতরাং, রাশিচক্রের সমস্ত বারোটি চিহ্নের মাধ্যমে বৃহস্পতির সম্পূর্ণ কক্ষপথ প্রায় বারোটি সৌর বছরের সমান হবে। বৃহস্পতির এমন পাঁচটি কক্ষপথকে (১২ × ৫ = ৬০ সংবৎসর) সংবৎসরকে চক্র হিসেবে উল্লেখ করা হয়। এই চক্রের মধ্যে প্রতিটি সংবৎসরের একটি নাম দেওয়া হয়েছে। একবার সমস্ত ৬০টি সংবৎসর শেষ হয়ে গেলে, চক্রটি আবার শুরু হয়।

৬০টি সংবৎসরের এই চক্রটি আকাশে বৃহস্পতি ও শনির আপেক্ষিক অবস্থানের উপর ভিত্তি করে। এই দুটি কক্ষপথের লঘিষ্ঠ সাধারণ গুণিতক হল ~৬০ সৌর বছর। প্রতি ষাট বছরে, উভয় গ্রহ প্রায় একই পার্শ্বীয় স্থানাঙ্কে অবস্থান করবে যেখানে তারা ষাট বছর আগে শুরু হয়েছিল, এইভাবে ষাট বছরের চক্র গঠন করে।

তথ্যসূত্র

উৎস

Tags:

ঋগ্বেদসংস্কৃত ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

গাণিতিক প্রতীকের তালিকাবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাহিন্দুধর্মের ইতিহাসবঙ্গবন্ধু-১তেভাগা আন্দোলনমুহাম্মাদমাহিয়া মাহিদৌলতদিয়া যৌনপল্লিসাকিব আল হাসানইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনময়ূরী (অভিনেত্রী)বিশেষ্য২৫ এপ্রিলকরোনাভাইরাসসাইবার অপরাধগ্রামীণ ব্যাংকইন্দিরা গান্ধীযুক্তরাজ্যঔষধ প্রশাসন অধিদপ্তরতাপ সঞ্চালনজান্নাতসচিব (বাংলাদেশ)বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩জহির রায়হানবাংলাদেশ আনসারআবদুল মোনেম লিমিটেডআকবরহিন্দি ভাষা২৬ এপ্রিলকোকা-কোলাসমরেশ মজুমদারআব্বাসীয় বিপ্লবশিশ্ন বর্ধনকিশোর কুমারসালমান শাহবিজ্ঞানমিশরবাংলা ব্যঞ্জনবর্ণউসমানীয় সাম্রাজ্যআরব্য রজনীপশ্চিমবঙ্গের নদনদীর তালিকাসূরা ইয়াসীনতরমুজনকশীকাঁথা এক্সপ্রেসমাওলানাআসমানী কিতাবঅস্ট্রেলিয়াইসতিসকার নামাজজ্বীন জাতিআব্বাসীয় স্থাপত্যপুলিশদ্য কোকা-কোলা কোম্পানিবীর্যমুহাম্মাদ ফাতিহকম্পিউটারআইসোটোপবাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকবাংলাদেশের প্রধান বিচারপতিদের তালিকাসূর্যআমাশয়বঙ্গভঙ্গ (১৯০৫)দোয়া কুনুতপর্নোগ্রাফিবিষ্ণুগ্রীষ্মবাগদাদসুফিয়া কামালসিফিলিসছাগলরাজশাহীবিড়ালহজ্জবিকাশবেনজীর আহমেদচট্টগ্রাম জেলাপ্রেমালুকশ্যপ🡆 More