শোভা: ভারতীয় অভিনেত্রী

মহালক্ষ্মী মেনন (২৩ সেপ্টেম্বর ১৯৬২ - ১ মে ১৯৮০), যিনি তার পর্দানাম শোভা নামে পরিচিত, ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী। তিনি মালয়ালম ও তামিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ১৭ বছর বয়সে তিনি তামিল চলচ্চিত্র পাসি (১৯৭৯)-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তিনি তিনবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন: ১৯৭১ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে, ১৯৭৭ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে এবং ১৯৭৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে। এছাড়া তিনি দুটি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ লাভ করেন: শ্রেষ্ঠ অভিনেত্রী কন্নড় (১৯৭৭) ও শ্রেষ্ঠ অভিনেত্রী তামিল (১৯৭৯)। ভারতের চলচ্চিত্র শিল্পে অন্যতম প্রতিভাসম্পন্ন অভিনেত্রী হিসেবে বিবেচিত শোভার কর্মজীবনের ইতি ঘটে ১৯৮০ সালে তার অপ্রত্যাশিত আত্মহত্যার মধ্য দিয়ে।

শোভা
জন্ম
মহালক্ষ্মী মেনন

(১৯৬২-০৯-২৩)২৩ সেপ্টেম্বর ১৯৬২
মৃত্যু১ মে ১৯৮০(1980-05-01) (বয়স ১৭)
মৃত্যুর কারণআত্মহত্যা
অন্যান্য নামবেবি মহালক্ষ্মী, বেবি শোভা, শোভা মহেন্দ্র, ঊর্বশী শোভা
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬৫-১৯৮০
দাম্পত্য সঙ্গীবালু মহেন্দ্র (বি. ১৯৭৮)
পিতা-মাতাকে. পি. মেনন (পিতা)
প্রেমা মেনন (মাতা)

প্রারম্ভিক জীবন

শোভা ১৯৬২ সালের ২৩শে সেপ্টেম্বর মাদ্রাজে এক মালায়লি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা পি. কে. মেনন এবং মাতা প্রেমা। প্রেমা ১৯৫০-এর দশকে মালয়ালম চলচ্চিত্রে অভিনয় করতেন।

কর্মজীবন

শোভা তামিল চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন। জে. পি. চন্দ্রবাবু পরিচালিত ঠাট্টুঙ্গাল ঠিরাক্কাপ্পাডুম (১৯৬৬) চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে তার অভিষেক হয়। এই ছবিতে তার পর্দানাম ছিল বেবি মহালক্ষ্মী, এতে তিনি আর. এস. মনোহর, কে. আর. বিজয়, ও চন্দ্রবাবুর সাথে অভিনয় করেন। পরের বছর পি. ভেনুর উদ্যোগাস্থ চলচ্চিত্রে দিয়ে তার মালয়ালম চলচ্চিত্রে অভিষেক ঘট, এতে তিনি বেবি শোভা নামে অভিনয় করেন। মালয়ালম চলচ্চিত্রের প্রথম একাধিক তারকা সমৃদ্ধ চলচ্চিত্র হিসেবে খ্যাত এই ছবিতে সে সময়ের মালয়ালম চলচ্চিত্রের শীর্ষ পাঁচ অভিনয়শিল্পী সত্যন, প্রেম নাজির, কে. পি. উমার, শারদা, ও শীলা অভিনয় করেন। চলচ্চিত্রটি হিট হয় এবং শোভা শিশুশিল্পী হিসেবে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে খ্যাতি অর্জন করেন। ১৯৭১ সালে তিনি যোগম্মুল্লাভালআভাল আল্পম ভাইকিপ্পোয়ি চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

১৯৭৭ সালে তিনি ওর্মাকাল মারিক্কুমো চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রী বিভাগে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। পরের বছর শোভা বলচন্দ্র মেননের উত্রড়া রাত্রি চলচ্চিত্রে নায়িকা চরিত্রে আত্মপ্রকাশ করেন। একই বছর তিনি বন্ধনমএন্তে নীলাকাশম চলচ্চিত্রে অভিনয় করে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি কন্নড় ভাষার অপরিচিতা (১৯৭৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন। শোভা তামিল চলচ্চিত্র পাসি (১৯৭৯)-এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন ও শ্রেষ্ঠ অভিনেত্রী (তামিল) বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ লাভ করেন।

মৃত্যু

শোভা ১৯৭৮ সালে পরিচালক বালু মহেন্দ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শোভা ১৯৮০ সালের ১লা মে ১৭ বছর বয়সে আত্মহত্যা করেন। ১৯৮৩ সালে মালয়ালম চলচ্চিত্র লেখায়ুদে মরনম ওরু ফ্ল্যাশব্যাক চলচ্চিত্রে তার জীবন ও বালু মহেন্দ্রের সাথে তার সম্পর্ক চিত্রায়িত হয়েছে।

পুরস্কার

  • ১৯৭১: শ্রেষ্ঠ শিশুশিল্পী - যোগম্মুল্লাভালআভাল আল্পম ভাইকিপ্পোয়ি
  • ১৯৭৭: শ্রেষ্ঠ দ্বিতীয় অভিনেত্রী - ওর্মাকাল মারিক্কুমো
  • ১৯৭৮: শ্রেষ্ঠ অভিনেত্রী - এন্তে নীলাকাশম
  • ১৯৭৮: শ্রেষ্ঠ অভিনেত্রী (কন্নড়) - অপরিচিতা
  • ১৯৭৯: শ্রেষ্ঠ অভিনেত্রী (তামিল) - পাসি

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

শোভা প্রারম্ভিক জীবনশোভা কর্মজীবনশোভা মৃত্যুশোভা পুরস্কারশোভা তথ্যসূত্রশোভা বহিঃসংযোগশোভাকেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণভারতের চলচ্চিত্রশ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)

🔥 Trending searches on Wiki বাংলা:

দক্ষিণ এশিয়াউসমানীয় খিলাফতরামায়ণচৈতন্যচরিতামৃতদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)ফেনী জেলাজহির রায়হানইহুদি ধর্মসম্প্রসারিত টিকাদান কর্মসূচিভারতনেপালসুলতান সুলাইমানহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরআকিজ গ্রুপবৃষ্টিভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিঅভিস্রবণইমাম বুখারীফারাক্কা বাঁধআয়িশাআরসি কোলারশিদ চৌধুরীবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকামৃণালিনী দেবীমাদারীপুর জেলাসংস্কৃতিইন্দোনেশিয়াজাতিসংঘ নিরাপত্তা পরিষদবাঙালি সাহিত্যিকদের তালিকা (কালানুক্রমিক)আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০বৌদ্ধধর্মএইচআইভিইসতিসকার নামাজটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবাংলাদেশঅর্থ (টাকা)রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মআওরঙ্গজেবসংস্কৃত ভাষাবাংলাদেশের জাতীয় পতাকাচাঁদচট্টগ্রামচৈতন্য মহাপ্রভুঢাকা বিভাগজয়নুল আবেদিনটাইফয়েড জ্বররামপ্রসাদ সেনমমতা বন্দ্যোপাধ্যায়দীপু মনিজি২০শিবা শানুবায়ুদূষণগাজীপুর জেলামুহাম্মাদের স্ত্রীগণবাংলাদেশ নৌবাহিনীবিভিন্ন দেশের মুদ্রাযক্ষ্মাজওহরলাল নেহেরুবাংলাদেশ আনসারলগইনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাইসনা আশারিয়াকোষ বিভাজনচ্যাটজিপিটিতানজিন তিশাজাতিসংঘের মহাসচিবস্ক্যাবিসতক্ষকখুলনা বিভাগরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)কক্সবাজারকালো জাদুপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমআরব্য রজনীলোহিত রক্তকণিকামান্নাময়ূরী (অভিনেত্রী)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ🡆 More