বাংলাদেশ পুলিশ পদক

বাংলাদেশ পুলিশ পদক প্রতিবছর বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ এবং অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

বাংলাদেশ পুলিশ পদক

বাংলাদেশ পুলিশ পদক
পুরস্কারদাতা দেশ বাংলাদেশ
ধরন পদক
যোগ্যতা বাংলাদেশ পুলিশের সদস্য
পুরস্কৃত হওয়ার কারণ অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজ
ফিতা বাংলাদেশ পুলিশ পদক 

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে প্রতিবছর অসীম বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়। প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে বাংলাদেশের প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই পদক পরিয়ে দেন। যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম (বার) উপাধি যুক্ত হয়।

বাংলাদেশ পুলিশ পদক (সেবা)

বাংলাদেশ পুলিশ পদক (সেবা)
পুরস্কারদাতা দেশ বাংলাদেশ
ধরন পদক
যোগ্যতা বাংলাদেশ পুলিশের সদস্য
পুরস্কৃত হওয়ার কারণ অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শন
ফিতা বাংলাদেশ পুলিশ পদক 

নিজ নিজ ক্ষেত্রে নিম্নলিখিত অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে বিপিএম - সেবা পদকে ভূষিত করা হয়।

ক. যারা বিগত সময়ে সৃজনশীল উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনয়ন অথবা দক্ষতা বৃদ্ধি অথবা উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন দপ্তর ও শাখায় দৃশ্যমান অবদান রেখেছেন।

খ. যারা বিগত সময়ে রাষ্ট্রীয় বা সামাজিক দিক হতে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতঃ অপরাধীদের আইনের আওতায় সোপর্দের ব্যবস্থা করেছেন।

গ, যুগোপযোগী অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রবর্তনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণসহ অন্যান্য কাজ সম্পাদনে প্রশংসনীয় অবদান রেখেছেন।

ঘ. যারা বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে সার্বিকভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

এই পদকের জন্য সম্মানী প্রদান করা হয়।

প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই পদক পরিয়ে দেন।

যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম (বার) উপাধি যুক্ত হয়।

রাষ্ট্রপতি পুলিশ পদক

রাষ্ট্রপতি পুলিশ পদক
পুরস্কারদাতা দেশ বাংলাদেশ
ধরন পদক
যোগ্যতা বাংলাদেশ পুলিশের সদস্য
পুরস্কৃত হওয়ার কারণ বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজ
ফিতা বাংলাদেশ পুলিশ পদক 

বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে প্রতিবছর পিপিএম পদকে ভূষিত করা হয়।

এই পদকের জন্য সম্মানী প্রদান করা হয়।

প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই পদক পরিয়ে দেন।

যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (বার) উপাধি যুক্ত হয়।

রাষ্ট্রপতি পুলিশ পদক (সেবা)

রাষ্ট্রপতি পুলিশ পদক - সেবা
পুরস্কারদাতা দেশ বাংলাদেশ
ধরন পদক
যোগ্যতা বাংলাদেশ পুলিশের সদস্য
পুরস্কৃত হওয়ার কারণ অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শন
ফিতা বাংলাদেশ পুলিশ পদক 

নিজ নিজ ক্ষেত্রে নিম্নলিখিত অনন্যসাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের। জন্য মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদেরকে পিপিএম - সেবা পদকে ভূষিত করা হয়।

ক. যারা বিগত সময়ে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনয়ন, দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন দপ্তর ও শাখায় দৃশ্যমান অবদান রেখেছেন।

খ. যারা বিগত সময়ে গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে অথবা তদন্তকার্যে সহায়তা করে রহস্য উদ্ঘাটন করতঃ অপরাধীদের আইনের আওতায় সোপর্দের ব্যবস্থা করে জনজীবনের নিরাপত্তা বিধানে এবং যুগোপযোগী অপরাধ নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রবর্তনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের অপরাধ নিয়ন্ত্রণসহ অন্যান্য কাজ সম্পাদনে প্রশংসনীয় অবদান রেখেছেন।

গ. যারা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে সার্বিকভাবে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জল করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।

এই পদকের জন্য সম্মানী প্রদান করা হয়।

প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাকে এই পদক পরিয়ে দেন।

যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (সেবা) উপাধি যুক্ত হয়। যারা একাধিক বার এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে পিপিএম (বার) উপাধি যুক্ত হয়।

আইজি'স ব্যাজ

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ বা আইজি'স ব্যাজ প্রদান করা হয়।

বিভিন্ন সালে পদক প্রাপ্ত পুলিশ সদস্যের সংখ্যা
সাল বিপিএম বিপিএম (সেবা) পিপিএম পিপিএম (সেবা) মোট
২০১৯ ১৪ ২৮ ২০ ৫৬ ১১৮
২০১৮ ৪০ ১০৪ ৬২ ১৪৩ ৩৪৯
২০১৭ ৩০ ২৮ ৭১ ৫৩ ১৮২
২০১৬ ১৩২
২০১৫ ১০২
২০১৪ ৮৬
২০১৩ ২০
২০১২ ৪০

তথ্যসূত্র

Tags:

বাংলাদেশ পুলিশ পদক বাংলাদেশ পুলিশ পদক (সেবা)বাংলাদেশ পুলিশ পদক রাষ্ট্রপতি পুলিশ পদকবাংলাদেশ পুলিশ পদক রাষ্ট্রপতি পুলিশ পদক (সেবা)বাংলাদেশ পুলিশ পদক আইজিস ব্যাজবাংলাদেশ পুলিশ পদক তথ্যসূত্রবাংলাদেশ পুলিশ পদক

🔥 Trending searches on Wiki বাংলা:

প্রাথমিক চিকিৎসামাহরামরংপুরমাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরবাংলাদেশের উপজেলাউত্তরপ্রদেশবিবাহমাদারীপুর জেলাঐশ্বর্যা রাইপ্রথম বিশ্বযুদ্ধের কারণখাদ্যচিয়া বীজবাংলাদেশের প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদীসংক্রামক রোগসর্বনামতাপ সঞ্চালনঅর্শরোগধানভারতীয় সংবিধানের সংশোধনীসমূহমাটিসাকিব আল হাসানদ্য কোকা-কোলা কোম্পানিইখতিয়ার উদ্দিন মুহাম্মাদ বিন বখতিয়ার খলজিবাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকাসিরাজগঞ্জ জেলাআদমইরানসূর্যগ্রহণজাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সত্যজিৎ রায়ের চলচ্চিত্রআর্শদীপ সিং (ক্রিকেটার)গাজীপুর জেলা২০২২ ফিফা বিশ্বকাপছোটগল্পবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়মেয়েদৈনিক যুগান্তরক্যান্সারতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ইংরেজি ভাষাইসলামি আরবি বিশ্ববিদ্যালয়শাহরুখ খানবাংলাদেশের স্বাধীনতা দিবসজাতীয় সংসদ ভবনপৃথিবীর বায়ুমণ্ডলযতিচিহ্নযোহরের নামাজডায়াজিপামইসলামকালমেঘখুলনা বিশ্ববিদ্যালয়রাজনীতিলাইসিয়ামসম্প্রসারিত টিকাদান কর্মসূচিএইচআইভি/এইডসকালবৈশাখীশেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়তক্ষককোকা-কোলাসার্বিয়াবাংলা সাহিত্যবাংলাদেশের নদীর তালিকাগজলচাকমাদক্ষিণ এশিয়াবাংলাদেশ আওয়ামী লীগদীপু মনিসাভার উপজেলাকালেমাক্লিওপেট্রাজাতিসংঘমিয়ানমারজাতীয়তাবাদপ্রিয়তমাকোভিড-১৯ টিকা🡆 More