রায়ান ওনিল: মার্কিন অভিনেতা

চার্লস প্যাট্রিক রায়ান ওনিল (ইংরেজি: Charles Patrick Ryan O'Neal; জন্ম: ২০ এপ্রিল ১৯৪১) হলেন একজন মার্কিন অভিনেতা ও সাবেক মুষ্টিযোদ্ধা। ওনিল ১৯৬০ সালে তার অভিনয় জীবন শুরুর পূর্বে মুষ্টিযোদ্ধা হিসেবে প্রশিক্ষণ লাভ করেন। ১৯৬৪ সালে তিনি এবিসির রাত্রীকালীন সোপ অপেরা পেটন প্লেস-এ রোডনি হ্যারিংটন চরিত্রে অভিনয় করেন। ধারাবাহিকটি হিট তকমা লাভ করে এবং ওনিল এই কাজের জন্য খ্যাতি অর্জন করেন। তিনি পরবর্তী কালে লাভ স্টোরি (১৯৭০) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার ও সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং পেপার মুন (১৯৭৩) চলচ্চিত্রে অভিনয় করে সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

রায়ান ওনিল
Ryan Oneal
রায়ান ওনিল: প্রারম্ভিক জীবন, কর্মজীবন, পুরস্কার ও মনোনয়ন
১৯৬৮ সালে ওনিল
জন্ম
চার্লস প্যাট্রিক রায়ান ওনিল

(1941-04-20) ২০ এপ্রিল ১৯৪১ (বয়স ৮২)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৬০-বর্তমান
দাম্পত্য সঙ্গীজোঅ্যানা মুর
(বি. ১৯৬৩; বিচ্ছেদ. ১৯৬৭)

লেই টেলর-ইয়ং
(বি. ১৯৬৭; বিচ্ছেদ. ১৯৭৩)
সঙ্গীফেরা ফসেট (১৯৭৯-১৯৯৭;
২০০১-২০০৯)
সন্তান৪, ট্যাটুম ওনিল-সহ
পিতা-মাতাচার্লস ওনিল (পিতা)
প্যাট্রিশিয়া ওলগা (মাতা)

তিনি পিটার বগদানভিচের হোয়াট্‌স আপ, ডক? (১৯৭২), স্ট্যানলি কুবরিকের ব্যারি লিন্ডন (১৯৭৫) ও রিচার্ড অ্যাটনবারার আ ব্রিজ টু ফার (১৯৭৭) চলচ্চিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন। ১৯৮০-এর দশকের শেষভাগ থেকে তার জনপ্রিয়তা কমতে শুরু করে এবং তিনি টাফ গাইজ ডোন্ট ড্যান্স (১৯৮৮) ও বার্ন হলিউড বার্ন (১৯৯৮) চলচ্চিত্রে অভিনয় করে সবচেয়ে বাজে অভিনেতা বিভাগে রাসবেরি পুরস্কারে মনোনীত হন। তাকে টিভি ধারাবাহিক বোনস (২০০৫-২০১৭)-এ ধারবাহিকটির কেন্দ্রীয় চরিত্রের পিতা চরিত্রে দেখা যায়। এছাড়া ২০১৫ সালে তিনি নাইট অব কাপস চলচ্চিত্রে অভিনয় করেন এবং ইউনিটি প্রামাণ্যচিত্র বর্ণনাকারী হিসেবে কাজ করেন।

প্রারম্ভিক জীবন

ওনিল ১৯৪১ সালের ২০শে এপ্রিল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঔপন্যাসিক ও চিত্রনাট্যকার চার্লস ওনিল ও অভিনেত্রী প্যাট্রিশিয়া রুথ ওলগা (ক্যালাগান; ১৯০৭-২০০৩)-এর জ্যেষ্ঠ সন্তান। তার পিতা আইরিশ ও ইংরেজ বংশোদ্ভূত এবং মাতা তার মাতামহের দিক থেকে আইরিশ ও মাতামহীর দিক থেকে আশকেনাৎসি ইহুদি বংশোদ্ভূত। তার ভাই কেভিন একজন অভিনেতা ও চিত্রনাট্যকার।

ওনিল লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি হাই স্কুলে পড়াশোনা করেন এবং সেখানে গোল্ডেন গ্লোবস মুষ্টিযোদ্ধা হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৫০-এর দশকের শেষভাগে তার পিতা সিটিজেন সোলজার টেলিভিশন ধারাবাহিকের লেখনীর কাজ পান, এবং তারা সপরিবারে মিউনিখে চলে যায়। সেখানে রায়ান মিউনিখ আমেরিকান হাই স্কুলে পড়াশোনা করেন।

কর্মজীবন

পেটন প্লেস

১৯৬৪ সালে তিনি এবিসির রাত্রীকালীন সোপ অপেরা পেটন প্লেস-এ রোডনি হ্যারিংটন চরিত্রে কাজের জন্য নির্বাচিত হন। ওনিল বলেন তিনি এই চরিত্রে কাজের সুযোগ পান কারণ স্টুডিওটি তরুণ ডগ ম্যাক্লুরের খোঁজ করছিল। ধারাবাহিকটি ব্যাপক সফলতা লাভ করে এবং ওনিল এই কাজের জন্য খ্যাতি অর্জন করেন। এই ধারাবাহিকের অন্যান্যরা চলচ্চিত্রে অভিনয়ের ডাক পান, যেমন মিয়া ফ্যারো (রোজাম্যারিস বেবি) ও বারবারা পারকিন্স (দ্য ভ্যালি অব দ্য ডলস) এবং ওনিলও চলচ্চিত্রে কাজের ইচ্ছা পোষণ করেন।

লাভ স্টোরি

১৯৭০ সালের তিনি দ্য গেমস চলচ্চিত্রের অলিম্পিক মল্লক্রীড়াবিদ চরিত্রে অভিনয় করেন, ছবিটি তেমন সফলতা অর্জন করতে পারেনি। তবে দ্য গেমস-এর সহ-রচয়িতা এরিক সেগাল তার উপন্যাস ও চিত্রনাট্যে লাভ স্টোরি (১৯৭০) চলচ্চিত্রের মুখ্য চরিত্রে কাজের জন্য ওনিলের নাম সুপারিশ করেন। বিউ ব্রিজেস ও জন ভইট-সহ আরো কয়েকজন অভিনেতা এই চরিত্রে কাজের প্রস্তাব প্রত্যাখান করার পর ওনিলকে এই কাজের জন্য প্রস্তাব দেওয়া হয়। তার পারিশ্রমিক ছিল ২৫,০০০ মার্কিন ডলার; ওনিল বলেন জেরি লুইসের একটি চলচ্চিত্রে কাজের জন্য তিনি এর পাঁচগুণ পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন লাভ স্টোরি তাকে বেশির সমৃদ্ধি এনে দিবে এবং তিনি এই কাজের প্রস্তাবটিই গ্রহণ করেন। প্যারামাউন্ট পিকচার্সের স্টুডিও প্রধান রবার্ট ইভান্স, যিনি এই চলচ্চিত্রের মুখ্য নারী চরিত্রে অভিনয়কারী অ্যালি ম্যাকগ্রকে বিয়ে করেছিলেন, জানান যে তারা ১৪ জন অভিনেতার পরীক্ষা নেন, কিন্তু কেউই ওনিলের সাথে তুলনাযোগ্য ছিলেন না। তিনি বলেন, এই চরিত্রটি ছিল "ক্যারি গ্র্যান্টের চরিত্রের মত - একজন অনুভূতিসম্পন্ন সুদর্শন মুখ্য পুরুষ চরিত্র।"

এই চলচ্চিত্র নির্মাণ ও মুক্তির মধ্যবর্তী সময়ে তিনি এরিক অ্যাম্বলার রচিত টিভি চলচ্চিত্র লাভ হেট লাভ (১৯৭১)-এ অভিনয় করে ভালো রেটিং অর্জন করেন। এছাড়া তিনি পরিচালক ব্লেক এডওয়ার্ডসের পশ্চিমা ধাঁচের ওয়াইল্ড রোভারস (১৯৭২) চলচ্চিত্রে উইলিয়াম হোল্ডেনের সাথে অভিনয় করেন।

লাভ স্টোরি বক্স অফিসে সফলতা অর্জন করে এবং ওনিল তারকা খ্যাতি অর্জন করেন ও তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কারসেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তবে ওনিল তাকে তার সহ-শিল্পী ম্যাকগ্রর মত লভ্যাংশ না দেওয়ায় তিনি অপ্রসন্ন ছিলেন।

পেপার মুন

তিনি পেপার মুন (১৯৭৩) চলচ্চিত্রে তার কন্যা ট্যাটুম ওনিলের সাথে অভিনয় করেন। ট্যাটুম তার কাজের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার অর্জন করেন এবং রায়ান সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ১৯৭৩ সালে রায়ান প্রদর্শকদের ভোটে ক্লিন্ট ইস্টউডের পরে দেশের দ্বিতীয় জনপ্রিয় তারকার খ্যাতি অর্জন করেন।

পুরস্কার ও মনোনয়ন

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল সূত্র
১৯৭০ দাভিদ দি দোনাতেল্লো শ্রেষ্ঠ বিদেশি অভিনেতা লাভ স্টোরি বিজয়ী
একাডেমি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা মনোনীত
গোল্ডেন গ্লোব পুরস্কার সেরা নাট্য চলচ্চিত্র অভিনেতা মনোনীত
১৯৭৩ সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা পেপার মুন মনোনীত
১৯৮৮ গোল্ডেন রাসবেরি পুরস্কার সবচেয়ে বাজে অভিনেতা টাফ গাইজ ডোন্ট ড্যান্স মনোনীত
১৯৯০ ১৯৮০-এর দশকের সবচেয়ে বাজে অভিনেতা মনোনীত
১৯৯৮ সবচেয়ে বাজে অভিনেতা বার্ন হলিউড বার্ন মনোনীত
২০০৫ রজতজয়ন্তীর সবচেয়ে বাজে রাজি পরাজিত মনোনীত

তথ্যসূত্র

বহিঃসংযোগ


Tags:

রায়ান ওনিল প্রারম্ভিক জীবনরায়ান ওনিল কর্মজীবনরায়ান ওনিল পুরস্কার ও মনোনয়নরায়ান ওনিল তথ্যসূত্ররায়ান ওনিল বহিঃসংযোগরায়ান ওনিলআমেরিকান ব্রডকাস্টিং কোম্পানিইংরেজি ভাষাগোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র)গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র)লাভ স্টোরি (১৯৭০-এর চলচ্চিত্র)শ্রেষ্ঠ অভিনেতার জন্য একাডেমি পুরস্কার

🔥 Trending searches on Wiki বাংলা:

প্যারিসনামাজের সময়সমূহঢাকা বিভাগযিনাশক্তিনোরা ফাতেহিলোকসভাবারমাকিহিমালয় পর্বতমালাঅসমাপ্ত আত্মজীবনীভারত বিভাজনসামাজিক লিঙ্গহোমিওপ্যাথিইন্দিরা গান্ধীবাংলা ভাষাস্পিন (পদার্থবিজ্ঞান)মুহাম্মাদকৃষ্ণচূড়াতুরস্কসরকারবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিলালবাগের কেল্লাবর্তমান (দৈনিক পত্রিকা)আসমানী কিতাবক্রিকেটবৈষ্ণব পদাবলিসুলতান সুলাইমানফরাসি বিপ্লবমহাসাগরভৌগোলিক নির্দেশকইসনা আশারিয়ারামকালেমাসামাজিক স্তরবিন্যাসবাস্তুতন্ত্রমুন্সীগঞ্জ জেলাএশিয়াবাংলাদেশের জাতীয় সংসদের সদস্যদের তালিকাসজনেক্রিস্তিয়ানো রোনালদোরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)অক্ষয় তৃতীয়াছোটগল্পআবু বকরভারতের রাষ্ট্রপতিদের তালিকাসাজেক উপত্যকাআমজ্ঞানযোহরের নামাজসংস্কৃতিসাপঅন্ধকূপ হত্যানরসিংদী জেলাপ্রাণ-আরএফএল গ্রুপকাবাঅপটিক্যাল ফাইবারনরেন্দ্র মোদীকোষ বিভাজনসহীহ বুখারীবাংলাদেশ নৌবাহিনীর পদবিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পদ্মাবতীজিয়াউর রহমানশব্দদূষণপানিপথের যুদ্ধমহামৃত্যুঞ্জয় মন্ত্রবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাহুনাইন ইবনে ইসহাকফরায়েজি আন্দোলননয়নতারা (উদ্ভিদ)উত্তম কুমারআব্বাসীয় স্থাপত্যপুলিশবেলি ফুলকাজী নজরুল ইসলামগর্ভধারণআলি🡆 More