যাকাত: ইসলামের পঞ্চস্তম্ভের একটি

যাকাত (الزكاة) (আরবি: زكاة zakāt, যা পরিশুদ্ধ করে, আরও আরবি: زكاة ألمال, সম্পদের যাকাত) হলো ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলমান নর-নারীকে প্রতি বছর স্বীয় আয় ও সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ, যদি তা ইসলামী শরিয়ত নির্ধারিত সীমা (নিসাব পরিমাণ) অতিক্রম করে তবে, গরীব-দুঃস্থদের মধ্যে বিতরণের নিয়মকে যাকাত বলা হয়। সাধারণত নির্ধারিত সীমার অধিক সম্পত্তি হিজরি ১ বছর ধরে থাকলে মোট সম্পত্তির ২.৫ শতাংশ (২.৫%) বা ১/৪০ অংশ বিতরণ করতে হয়। ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে হজ্জ্ব এবং যাকাত শুধুমাত্র শর্তসাপেক্ষ যে, তা সম্পদশালীদের জন্য ফরয বা আবশ্যিক হয়। পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে যাকাত শব্দের উল্লেখ এসেছে ৩২ বার। নামাজের পরে সবচেয়ে বেশি বার এটি উল্লেখ করা হয়েছে।

ব্যুৎপত্তি

যাকাত زكاة এটি একটি আরবি শব্দ যার অর্থ ‎‎ “পরিশুদ্ধকরণ, পবিত্র করা, বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া ইত্যাদি ”। যেমন কোরআনে বর্ণিত রয়েছে:

والزكاة بمعنى: المدح، قال الله تعالى: فلا تزكوا أنفسكم

যাকাত এর পরিভাষিক অর্থ:

নিজ অর্জিত ধন-সম্পদ থেকে আল্লাহ কর্তৃক সুনির্দিষ্ট ও ফরজকৃত অংশ দেওয়া। যেমন ফুকাহায়ে কেরাম বলেন:

والزكاة في اصطلاح علماء الفقه هي: حصة من المال يجب دفعه للمستحقين

أو: الجزء المخصص للفقير والمحتاج من أموال الغني أو

هي: تمليك المال من فقير مسلم غير هاشمي، ولا مولاه بشرط قطع المنفعة عن المملك من كل وجه لله تعالى

হাশিমী বংশের লোক ব্যতীত কোন গরিব মুসলমানকে মালের মালিক বানিয়ে দেওয়া। এবং মনিব গোলাম থেকে কোন উপকার নেওয়ার শর্ত করা ব্যতীত। একমাত্র আল্লাহকে রাজী-খুশী করার উদ্দেশ্যে।

যাকাতের শর্তসমূহ

স্বাধীন, পূর্ণবয়স্ক মুসলিম নর-নারীর কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে কতিপয় শর্তসাপেক্ষে তার উপর যাকাত ফরয হয়ে থাকে। যেমন:

    ১. সম্পদের উপর পূর্ণ মালিকানা
    সম্পদের উপর যাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হওয়া আবশ্যক। অর্থাৎ সম্পদ, মালিকের অধিকারে থাকা, সম্পদের উপর অন্যের অধিকার বা মালিকানা না থাকা এবং নিজের ইচ্ছামতো সম্পদ ভোগ ও ব্যবহার করার পূর্ণ অধিকার থাকা। যেসকল সম্পদের মালিকানা সুসস্পষ্ট নয়, সেসকল সম্পদের কোনো যাকাত নেই, যেমন: সরকারি মালিকানাধীন সম্পদ। অনুরূপভাবে জনকল্যাণমূলক কাজের জন্য ওয়ক্‌ফকৃত সম্পদের উপরেও যাকাত ধার্য হবে না। তবে ওয়াক্‌ফ যদি কোনো ব্যক্তি বা গোত্রের জন্য হয়, তবে তার উপর যাকাত দিতে হবে।
    ২. সম্পদ উৎপাদনক্ষম হওয়া
    যাকাতের জন্য সম্পদকে অবশ্যই উৎপাদনক্ষম, প্রবৃদ্ধিশীল হতে হবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবার যোগ্যতাই যথেষ্ট। যেমন: গরু, মহিষ, ব্যবসায়ের মাল, নগদ অর্থ ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রীত যন্ত্রপাতি ইত্যাদি মালামাল বর্ধনশীল। অর্থাৎ যেসকল মালামাল নিজের প্রবৃদ্ধি সাধনে সক্ষম নয়, সেসবের উপর যাকাত ধার্য হবে না, যেমন: ব্যক্তিগত ব্যবহারের মালামাল, চলাচলের বাহন ইত্যাদি।
    ৩. নিসাব পরিমাণ সম্পদ
    যাকাত ফরয হওয়ার তৃতীয় শর্ত হচ্ছে শরীয়ত নির্ধারিত সীমাতিরিক্ত সম্পদ থাকা। সাধারণ ৫২.৫ তোলা রূপা বা ৭.৫ তোলা স্বর্ণ বা উভয়টি মিলে ৫২.৫ তোলা রূপার সমমূল্যের সম্পদ থাকলে সে সম্পদের যাকাত দিতে হয়। পশুর ক্ষেত্রে এই পরিমাণ বিভিন্ন (বিস্তারিত: 'যাকাত প্রদানের নিয়ম' দ্রষ্টব্য)।
    ৪. মৌলিক প্রয়োজনাতিরিক্ত সম্পদ থাকা
    সারা বছরের মৌলিক প্রয়োজন মিটিয়ে যে সম্পদ উদ্ধৃত থাকবে, শুধুমাত্র তার উপরই যাকাত ফরয হবে। এপ্রসঙ্গে আল-কুরআনে উল্লেখ রয়েছে:

লোকজন আপনার নিকট (মুহাম্মদের [স.] নিকট) জানতে চায়, তারা আল্লাহর পথে কী ব্যয় করবে? বলুন, যা প্রয়োজনের অতিরিক্ত। আল্লাহ এভাবেই তোমাদের জন্য সুস্পষ্ট বিধান বলে দেন।

মুহাম্মদের সহচর আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন,

জনাব ইউসুফ আল কারযাভী'র মতে স্ত্রী, পুত্র, পরিজন, ও পিতামাতা এবং নিকটাত্মীয়দের ভরণ-পোষণও মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত।

    ৫. ঋণমুক্ততা
    নিসাব পরিমাণ সম্পদ হলেও ব্যক্তির ঋণমুক্ততা, যাকাত ওয়াজিব হওয়ার অন্যতম শর্ত। যদি সম্পদের মালিক এত পরিমাণ ঋণগ্রস্থ হন যা, নিসাব পরিমাণ সম্পদও মিটাতে অক্ষম বা নিসাব পরিমাণ সম্পদ তার চেয়ে কম হয়, তার উপর যাকাত ফরয হবে না। ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলেই কেবল যাকাত ওয়াজিব হয়। তবে এক্ষেত্রে দ্বিতীয় মতটি হলো: যে ঋণ কিস্তিতে পরিশোধ করতে হয় সে ঋণের ক্ষেত্রে যেবছর যে পরিমাণ ঋণ পরিশোধ করতে হয়, সেবছর সে পরিমাণ ঋণ বাদ দিয়ে বাকিটুকুর উপর যাকাত দিতে হয়। কিন্তু ঋণ বাবদ যাকাত অব্যাহতি নেয়ার পর অবশ্যই ঋণ পরিশোধ করতে হবে। অন্যথায় সে সম্পদের উপর যাকাত দিতে হবে।
    ৬. সম্পদ এক বছর আয়ত্তাধীন থাকা
    নিসাব পরিমাণ স্বীয় সম্পদ ১ বছর নিজ আয়ত্তাধীন থাকা যাকাত ওয়াজিব হওয়ার পূর্বশর্ত। তবে কৃষিজাত ফসল, খনিজ সম্পদ ইত্যাদির যাকাত (উশর) প্রতিবার ফসল তোলার সময়ই দিতে হবে। ব্যবসায়ী প্রতিষ্ঠানে ও কোম্পানীর ক্ষেত্রে বছর শেষে উদ্বর্তপত্রে (Balance Sheet) বর্ণিত সম্পদ ও দায়-দেনা অনুসারে যাকাতের পরিমাণ নির্ধারিত হবে।

বিশেষ ক্ষেত্রে যাকাত

  • অপ্রাপ্তবয়স্ক ও পাগলের যাকাত: সম্পদের মালিক অপ্রাপ্তবয়স্ক কিংবা পাগল হলে, তার যাকাত তার আইনানুগ অভিভাবককে আদায় করতে হবে।
  • যৌথ মালিকানাধীন সম্পত্তির যাকাত: কোনো সম্পদে যৌথ মালিকানা থাকলে সম্পদের প্রত্যেক অংশীদার তার স্ব স্ব অংশের উপরে যাকাত দিবেন, যদি তা নিসাব পরিমাণ হয় বা তার অতিরিক্ত হয়। অর্থাৎ সম্পদের স্বীয় অংশের মূল্য অন্যান্য সম্পদের সাথে যোগ করে হিসাব করে যদি দেখা যায় তা নিসাব পরিমাণ হয়েছে বা অতিক্রম করেছে, তবে যাকাত দিতে হবে।
  • নির্ধারিত যাকাত: যাকাত নির্ধারিত হওয়াসত্ত্বেয় পরিশোধের আগেই সম্পদের মালিকের মৃত্যু হলে তার উত্তরাধিকারগণ অথবা তার তত্ত্বাবধায়ক তার সম্পত্তি থেকে প্রথমে যাকাত বাবদ পাওনা ও কোনো ঋণ থাকলে তা পরিশোধ করবেন। এরপর অবশিষ্ট সম্পত্তি, উত্তরাধিকারীদের মধ্যে বন্টিত হবে।
  • তত্ত্বাবধায়কের দায়িত্বে ন্যস্ত সম্পদের যাকাত: মালিকের পক্ষ থেকে নিয়োগকৃত আইনানুগ তত্ত্বাবধায়কের কাছে সম্পত্তি ন্যস্ত থাকলে মালিকের পক্ষে উক্ত তত্ত্বাবধায়ক সে যাকাত পরিশোধ করবেন।
  • বিদেশস্থ সম্পদের যাকাত: যাকাত ওয়াজিব হবার জন্য সম্পত্তি নিজ দেশে থাকা শর্ত নয়। বরং সম্পত্তি অন্য দেশে থাকলেও তার উপর যাকাত দিতে হবে। তবে উক্ত দেশ ইসলামী রাষ্ট্র হলে এবং দেশের সরকার যাবতীয় সম্পদের উপর যাকাত দিলে তা আর আলাদা করে দিতে হবে না।

যাকাত বণ্টনের খাতসমূহ

পবিত্র কুরআনের সূরা আত-তাওবার ৬০ নাম্বার আয়াতে যাকাত বণ্টনে আটটি খাত আল্লাহ তায়ালা নির্ধারন করেছেন। । এই খাতগুলো সরাসরি কুরআন দ্বারা নির্দিষ্ট এবং যেহেতু তা আল্লাহর নির্দেশ, তাই এর বাইরে যাকাত বণ্টন করলে তা ইসলামী শরিয়তসম্মত হয় না।[ক]

  1. ফকির (যার কিছুই নেই)
  2. মিসকীন(যার নেসাব পরিমাণ সম্পদ নেই)
  3. যাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী (যার অন্য জীবিকা নেই)
  4. নওমুসলিমদের(আর্থিক সংকটে থাকলে)
  5. ক্রীতদাস(মুক্তির উদ্দেশ্যে)
  6. ধনী সম্পদশালী ব্যক্তি যার সম্পদের তুলনায় ঋণ বেশি
  7. (স্বদেশে ধনী হলেও বিদেশে) আল্লাহর পথে জিহাদে রত ব্যক্তি
  8. মুসাফির (যিনি ভ্রমণকালে অভাবে পতিত)

হাদিসমতে, এগুলো ফরয সাদকাহের খাত, এবং নফল সাদকাহ এই আট খাতেই সীমাবদ্ধ নয়, বরং এর পরিসর আরো প্রশস্ত।

যাকাত গণনার নিয়ম

যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ 
জর্ডানে রমজান মাস উদযাপনের জন্য একটি স্কোয়ারে অর্ধচন্দ্রটি রঙে সজ্জিত করে সুন্দরভাবে আলোকিত করা হয়।

ধর্মীয়ভাবে প্রতিজন মুসলমানকে তার যাবতীয় আয়-ব্যয়-সম্পদের পুঙ্খানুপুঙ্খ হিসাব সংরক্ষণ করতে হয়।[তথ্যসূত্র প্রয়োজন] হিসাব সংরক্ষণের ক্ষেত্রে বাৎসরিক ভিত্তি একটি মৌলিক ধারণা। অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট দিন থেকে পরবর্তি বছরের একটি নির্দিষ্ট দিন পর্যন্ত যাবতীয় আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখতে হয়। এই 'দিন' বাছাই করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে, কোন মাসে দিন নির্ধারণ করতে হবে। সাধারণত কেউ কেউ হিসাব সংরক্ষণের সুবিধার্থে হিজরি বছরের প্রথম মাস মহররমের কোনো দিন কিংবা অধিক পূণ্যের আশায় রমজান মাসের কোনো দিন বাছাই করে থাকেন। এই হিসাব সংরক্ষণ হতে হবে যথেষ্ট সূক্ষ্মতার সাথে। সংরক্ষিত হিসাবের প্রেক্ষিতে ইসলাম ধর্মের নিয়মানুযায়ী নিসাব পরিমাণ সম্পদ হলে তবেই উক্ত ব্যক্তির উপর যাকাত দেয়া বাধ্যতামূলক (ফরয) হয়, অন্যথায় যাকাত দিতে হয় না।

যাকাত প্রদানের নিয়ম

যাকাতের 'নিসাব পরিমাণ' বিভিন্ন দ্রব্যাদির ক্ষেত্রে বিভিন্ন হয়। নিচে এসংক্রান্ত বিস্তারিত দেয়া হলো:

বিষয় নিসাব (সর্বনিম্ন পরিমাণ) যাকাতের হার
নগদ অর্থ, ব্যাংক জমা এবং ব্যবসায়িক পণ্য ৫২.৫ তোলা রূপার মূল্যমান সম্পূর্ণ মূল্যের ২.৫%
স্বর্ণ, রৌপ্য কিংবা সোনা-রূপার অলংকার সোনা ৭.৫ তোলা এবং রূপা ৫২.৫ তোলা সম্পূর্ণ মূল্যের ২.৫%
কৃষিজাত দ্রব্য আবু হানিফার মতে, যেকোনো পরিমাণ;
অন্যান্যদের মতে, ৫ ওয়াসাক বা ২৬ মণ ১০ সের;
ইসলামিক ইকোলজিক্যাল রিসার্চ ব্যুরো'র মতে, ১৫৬৮ কেজি
বৃষ্টিতে উৎপাদিত দ্রব্যের ১০%
খনিজ দ্রব্য যেকোনো পরিমাণ দ্রব্যের ২০%
ভেড়া-ছাগল ৪০-১২০টি
১২১-২০০টি
২০১-৪০০টি
৪০০-৪৯৯টি
৫০০ বা ততোধিক
১টি ভেড়া বা ছাগল
২টি ভেড়া বা ছাগল
৩টি ভেড়া বা ছাগল
৪টি ভেড়া বা ছাগল
৫টি ভেড়া বা প্রতি শ'তে ১টি
গরু-মহিষ ৩০-৩৯টি
৪০-৪৯টি
৫০-৫৯টি
৬০-৬৯টি
৭০-৭৯টি
৮০-৮৯টি
৯০-৯৯টি
১০০-১১৯টি
১টি এক বছরের বাছুর
১টি দুই বছরের বাছুর
২টি দুই বছরের বাছুর
১টি তিন বছরের এবং ১টি দুই বছরের বাছুর
২টি তিন বছরের বাছুর
৩টি দুই বছরের বাছুর
১টি তিন বছরের এবং ২টি দুই বছরের বাছুর
দুই বছরের বাছুর -এভাবে ঊর্ধ্বে হিসাব হবে
উট ৫-৯টি
১০-১৪টি
১৫-১৯টি
২০-২৪টি
২৫-৩৫টি
৩৬-৪৫টি
৪৬-৬০টি
৬১-৭৫টি
৭৯-৯০টি
৯১-১২০টি
১২১-১২৯টি
১৩০-১৩৪টি
১৩৫-১৩৯টি
১৪০-১৪৪টি
১৪৫-১৪৯টি
১৫০ এবং তদুর্ধ্ব
১টি তিন বছরের খাশি অথবা ১টি এক বছরের বকরি
২টি এক বছরের বকরি
৩টি এক বছরের বকরি
৪টি এক বছরের বকরি
৪টি এক বছরের মাদী উট
২টি তিন বছরের মাদী উট
২টি চার বছরের মাদী উট
১টি পাঁচ বছরের মাদী উট
২টি তিন বছরের মাদী উট
২টি চার বছরের মাদী উট
২টি চার বছরের মাদী উট এবং ১টি ছাগল
২টি চার বছরের মাদী উট এবং ২টি ছাগল
২টি চার বছরের মাদী উট এবং ৩টি ছাগল
২টি চার বছরের মাদী উট এবং ৪টি ছাগল
২টি চার বছরের মাদী উট এবং ১টি দুই বছরের উট
৩টি ৪ বছরের মাদী উট এবং প্রতি ৫টিতে ১টি ছাগল
ঘোড়া (এক্ষেত্রে তিনটি মত পাওয়া যায়) যাকাত নেই
কিংবা সম্পূর্ণ মূল্যের ২.৫%
কিংবা প্রতিটি ঘোড়ার জন্য ১ দিনার পরিমাণ অর্থ
শেয়ার, ব্যাংক নোট, স্টক ৫২.৫ তোলা রূপার মূল্যমান সম্পূর্ণ মূল্যের ২.৫%, তবে কোম্পানী যাকাত দিলে ব্যক্তিগতভাবে যাকাত দিতে হবে না
অংশীদারী কারবার ও মুদারাবা ৫২.৫ তোলা রূপার মূল্যমান প্রথমে সম্পত্তির যাকাত দিতে হবে, মূলধনের নয়; এরপর লাভ বন্টিত হবে। যাকাত ব্যক্তিগতভাবে লাভের উপর হবে, একভাগ (২.৫%) দিবে মূলধন সরবরাহকারী এবং একভাগ (২.৫%) দিবে শ্রমদানকারী।

যাকাতমুক্ত সম্পদ

যাকাতমুক্ত সম্পদ সম্পর্কে ইসলাম ধর্মের বাণীবাহক [[মুহাম্মদ] সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন, বাসস্থানের জন্য নির্মিত ঘরসমূহ, ঘরে ব্যবহার্য দ্রব্যাদি, আরোহণের জন্য পশু, চাষাবাদ ও অন্যান্য আবশ্যকীয় কাজে ব্যবহৃত পশু ও দাস-দাসী, কাঁচা তরিতরকারিসমূহ এবং মৌসুমী ফলসমূহ যা বেশিদিন সংরক্ষণ করা যায় না, অল্পদিনে নষ্ট হয়ে যায়, এমন ফসলে যাকাত নেই। যদিও হানাফি মাযহাব অনুসারে নিজে নিজে উৎপন্ন দ্রব্যাদি, যথা বৃক্ষ, ঘাস এবং বাঁশব্যতীত অন্য সমস্ত শস্যাদি, তরিতরকারি ও ফলসমূহের যাকাত দিতে হয়। হাদিসের আলোকে যেসকল সম্পদসমূহকে যাকাত থেকে অব্যাহতি দেয়া হয়েছে, সেগুলো হলো: জমি ও বাড়িঘর; মিল, ফ্যাক্টরি, ওয়্যারহাউজ বা গুদাম ইত্যাদি; দোকান; এক বছরের কম বয়সের গবাদি পশু; ব্যবহার্য যাবতীয় পোশাক; বই, খাতা, কাগজ ও মুদ্রিত সামগ্রী; গৃহের যাবতীয় আসবাবপত্র, বাসন-কোসন ও সরঞ্জামাদি, তৈলচিত্র ও স্ট্যাম্প; অফিসের যাবতীয় আসবাব, যন্ত্রপাতি, সরঞ্জাম ও নথি; গৃহপালিত সকলপ্রকার মুরগী ও পাখি; কলকব্জা, যন্ত্রপাতি ও হাতিয়ার ইত্যাদি যাবতীয় মূলধনসামগ্রী; চলাচলের যন্তু ও গাড়ি; যুদ্ধাস্ত্র ও যুদ্ধ-সরঞ্জাম; ক্ষণস্থায়ী বা পঁচনশীল যাবতীয় কৃষিপণ্য; বপন করার জন্য সংরক্ষিত বীজ; যাকাতবর্ষের মধ্যে পেয়ে সেবছরই ব্যয়িত সম্পদ; দাতব্য বা জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সম্পদ, যা জনস্বার্থে নিয়োজিত; সরকারি মালিকানাধীন নগদ অর্থ, স্বর্ণ-রৌপ্য এবং অন্যান্য সম্পদ। যে ঋণ, ফেরত পাবার আশা নেই (স্থায়ী কুঋণ), তার উপর যাকাত ধার্য হবে না।

মুসলিম দেশে যাকাত অবস্থা

৫৭-টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির মধ্যে লিবিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, সৌদি আরব, সুদান এবং ইয়েমেন এই ছয়টি দেশে জাকাত বাধ্যতামূলক এবং রাষ্ট্র কর্তৃক সংগৃহীত।

দেশ অবস্থা
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  আফগানিস্তান কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  আলজেরিয়া কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  আজারবাইজান কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  বাহরাইন ঐচ্ছিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  বাংলাদেশ ঐচ্ছিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  বুর্কিনা ফাসো কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  চাদ কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  মিশর ঐচ্ছিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  গিনি কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  ইন্দোনেশিয়া ঐচ্ছিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  ইরান ঐচ্ছিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  ইরাক কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  জর্দান ঐচ্ছিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  কাজাখস্তান কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  কুয়েত ঐচ্ছিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  লেবানন ঐচ্ছিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  লিবিয়া আবশ্যিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  মালয়েশিয়া আবশ্যিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  মালি কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  মৌরিতানিয়া কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  মরক্কো কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  নাইজার কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  নাইজেরিয়া কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  ওমান কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  পাকিস্তান আবশ্যিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  কাতার কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  সৌদি আরব আবশ্যিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  সেনেগাল কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  সিয়েরা লিওন কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  সোমালিয়া কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  সুদান আবশ্যিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  সিরিয়া কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  তাজিকিস্তান কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  গাম্বিয়া কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  তিউনিসিয়া কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  তুরস্ক কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  তুর্কমেনিস্তান কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  সংযুক্ত আরব আমিরাত ঐচ্ছিক
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  উজবেকিস্তান কোন সরকারী ব্যবস্থা নেই
যাকাত: ব্যুৎপত্তি, যাকাতের শর্তসমূহ, যাকাত বণ্টনের খাতসমূহ  ইয়েমেন আবশ্যিক

পাদটীকা

তথ্যসূত্র

গ্রন্থসূত্র

  • "আর্থ-সামাজিক সমস্যা সমাধানে আল-হাদিসের অবদান: প্রেক্ষিত বাংলাদেশ", ড. মোহাম্মদ জাকির হুসাইন; গবেষণা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ঢাকা; আগস্ট ২০০৪ প্রকাশ; আইএসবিএন ৯৮৪-০৬-০৮৯৫-৯

Tags:

যাকাত ব্যুৎপত্তিযাকাত ের শর্তসমূহযাকাত বণ্টনের খাতসমূহযাকাত গণনার নিয়মযাকাত প্রদানের নিয়মযাকাত মুক্ত সম্পদযাকাত পাদটীকাযাকাত তথ্যসূত্রযাকাত গ্রন্থসূত্রযাকাতআরবি ভাষাআল কোরআনইসলামহজ্জ্ব

🔥 Trending searches on Wiki বাংলা:

ভাষাসৌরজগৎমিয়ানমারক্যান্সারশাহরুখ খাননেপালবৈদিক যুগফুটবলঅশোকওয়ালটন গ্রুপকামরুল হাসানশনি (দেবতা)মুহাম্মাদের সন্তানগণম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবমমতা বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহঅর্থ (টাকা)শিশ্ন বর্ধনগুগলরশ্মিকা মন্দানাইউটিউবসজনেউহুদের যুদ্ধনাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯পারমাণবিক শক্তিধর দেশের তালিকাচড়ক পূজাবিভিন্ন ধর্ম ও বিশ্বাসের তালিকাজেল হত্যা দিবসকৃত্তিবাস ওঝাইসলাম ও হস্তমৈথুনপশ্চিমবঙ্গ সরকারটাইটানিকনিরাপদ যৌনতাকাতারইস্তেখারার নামাজশবনম বুবলিওমানউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাফারহান আহমেদ জোভানশামসুর রাহমানজাতীয় স্মৃতিসৌধবঙ্গাব্দবাল্যবিবাহরঙের তালিকাজসীম উদ্‌দীনটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাদ্বিতীয় মুরাদইব্রাহিম রাইসিবাংলাদেশের শিক্ষামন্ত্রীসালাহুদ্দিন আইয়ুবিরবীন্দ্রনাথ ঠাকুররাসায়নিক সূত্রসূরা ফাতিহাবাংলা ব্যঞ্জনবর্ণইসলামের ইতিহাসওয়েবসাইটব্রিটিশ ভারতদৈনিক যুগান্তরনালন্দাকুষ্টিয়া জেলার‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নহাদিসমাযহাবজস বাটলারপশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডহানাফী (মাযহাব)বিজরী বরকতুল্লাহবাংলাদেশের মন্ত্রিসভাপলাশীর যুদ্ধলোকনাথ ব্রহ্মচারীখুলনা বিভাগদেশ অনুযায়ী ইসলামকৃত্রিম উপগ্রহলেবাননক্রিয়েটিনিনসাজেক উপত্যকাতাসনিয়া ফারিণহোমিওপ্যাথি🡆 More