মহীপাল

মহীপাল হল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ-এ অবস্থিত পালযুগের স্মৃতিবিজড়িত একটি প্রত্নস্থল। লোকপ্রবাদ অনুসারে, এখানে পালবংশের রাজা মহীপালের প্রাসাদ ছিল। এখন এখানে রাজভবনের কয়েকটি বিচ্ছিন্ন ভগ্নস্তূপ দেখা যায়। মুর্শিদাবাদের আজিমগঞ্জ-নলহাটি রেলওয়ের শাখালাইনে বাড়ালা রেলওয়ে স্টেশন থেকে শুরু করে ভাগীরথী তীরের গয়সাবাদ পর্যন্ত এই ধ্বংসাবশেষ বিস্তৃত।

প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও প্রামাণ্যতা

ভগ্নস্তূপের কাছে বড়-বড় পাথরের মূর্তিখন্ড পাওয়া যায়, এর মধ্যে কিছু 'অস্বাভাবিক' মূর্তিকে 'অসুরের দেহ' বলা হয়ে থাকে; দুটি শিংওয়ালা হস্তিসদৃশ এক মূর্তি দেখা যায়। এছাড়া, এখানকার একটি প্রাচীন জলাশয় থেকে দুপাশে দুজন সহচর ও তাদের পাশে দুটি স্ত্রী-মূর্তি যুক্ত একটি বিরাট দণ্ডায়মান দশভূজ পুরুষ মূর্তি পাওয়া গেছে। নিকটবর্তী আমলা গ্রামে রাজার আমলা-অমাত্যদের বাস ছিল বলে শোনা যায়। তবে এই মহীপাল দশম-একাদশ শতকের পালবংশের রাজা মহীপাল কিনা তার প্রামাণ্যতা মেলে নি।

তথ্যসূত্র

Tags:

পালবংশভাগীরথী নদীমুর্শিদাবাদ

🔥 Trending searches on Wiki বাংলা:

অশোকবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসূরা নাস২০২৪ বাংলাদেশ প্রিমিয়ার লিগবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়আরবি বর্ণমালাবেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশসিফিলিসঢাকা বিভাগদৈনিক প্রথম আলোচেক প্রজাতন্ত্রসালোকসংশ্লেষণনামাজের নিয়মাবলীতামান্না ভাটিয়াসংস্কৃতিমুস্তাফিজুর রহমানভারতের রাষ্ট্রপতিইসলামচীনপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাটুয়েন্টি২০ আন্তর্জাতিকের রেকর্ড তালিকাতাহাজ্জুদশব্দ (ব্যাকরণ)সার্বজনীন পেনশনইসরায়েল–হামাস যুদ্ধআবু বকরআয়াতুল কুরসিজনি সিন্সঈসাসংস্কৃত ভাষাবাঙালি সংস্কৃতিবাংলা উইকিপিডিয়াজিমেইলবুড়িমারী এক্সপ্রেসল্যাপটপমার্চবাংলাদেশের জনমিতিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টেলিটকমালাউইবাংলার শাসকগণসরকারসিদরাতুল মুনতাহাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পানিসোভিয়েত ইউনিয়নমহাভারতকালেমাবসন্ত উৎসবমোবাইল ফোনবাংলাদেশের ইউনিয়নশবনম বুবলিআকবরশাহরুখ খানবাংলাদেশের নদীর তালিকাপুনরুত্থান পার্বণভারতের সংবিধানবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলঢাকা বিশ্ববিদ্যালয়বেগম রোকেয়াসূরা নাসরশিয়া ইসলামমুহম্মদ জাফর ইকবালমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাপ্রথম বিশ্বযুদ্ধগুগলখুলনাপ্রীতিলতা ওয়াদ্দেদারতাজবিদকম্পিউটার কিবোর্ডঅ্যান্টিকিথেরা যন্ত্রকৌশলআমর ইবনে হিশামসাহাবিদের তালিকাশশাঙ্কসিকিমবাংলাদেশের জেলাপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০🡆 More