মধুসূদন রাও: ওড়িয়া কবি ও লেখক

মধুসূদন রাও(১৯ জানুয়ারি ১৮৫৩ - ২৮ ডিসেম্বর ১৯১২) ভারতের ওড়িয়া কবি ও লেখক ছিলেন।  তিনি ভক্তকবি নামে পরিচিত ছিলেন।

মধুসূদন রাও
মধুসূদন রাও: জীবন, সাহিত্যকর্ম, তথ্যসূত্র
জন্ম১৯ জানুয়ারি,১৮৫৩
মৃত্যু২৮ ডিসেম্বর,১৯১২
পেশাকবি,প্রাবন্ধিক
ভাষাওড়িয়া
জাতীয়তাভারতীয়
ধরনকাব্য
উল্লেখযোগ্য রচনাপ্রবন্ধমালা
সন্তানঅবন্তী রাও
আত্মীয়রেবা রায়

জীবন

মধুসূদন রাও ১৯ জানুয়ারি ১৮৫৩ সালের ২৯ জানুয়ারি ওড়িশার পুরীতে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর বাবা উড়িষ্যা রাজ্যের পুলিশ বিভাগের কর্মচারী ছিলেন এবং কর্মজীবনের সময় বিভিন্ন জায়গায় বদলি হয়েছিলেন। ফলস্বরূপ, মধুসূদন তাঁর স্কুলজীবনে ওড়িশার বিভিন্ন জায়গার স্কুলে পড়াশোনা করেছিলেন যেমন- গোপ, কটক, ভুবনেশ্বর এবং পুরীতে১৮৭১ সালে রাভেনশো কলেজ থেকে এফ.এ পাস করার পরে তিনি পড়াশোনা বন্ধ করে দিয়েছিলেন কারণ তখন পুরো ওড়িশায় বিএ পাশ দের কোনো সুযোগ-সুবিধা ছিল না । তিনি শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন ১৮৭১ সালে । তিনি বিভিন্ন জায়গায় শিক্ষকতা করেন । ১৮৯০ সালে তিনি শিক্ষা বিভাগের ডেপুটি ইন্সপেক্টর হন ।

১৯১২ সালের ২৮ ডিসেম্বরে মৃত্যু হয় মধুসূদন রাও এর।

সাহিত্যকর্ম

তিনি ওড়িয়া ভক্তকবি নামে খ্যাত এবং আধুনিক (পশ্চিমের লিরিক্যাল ফর্ম ব্যবহার করে) ওড়িয়া কবিতার জনক হিসাবে বিবেচিত হন।

রাধানাথ রায়ের সহযোগিতায় তিনি কবিতাবলির শিরোনামে কবিতা সংকলনের ১৮৭৩ এবং ১৮৭৪ সালে দুটি খণ্ড প্রকাশ করেছিলেন।  ওড়িয়া কবিতায় তিনি নতুন যুগের সূচনা করেছিলেন।  এই সংগ্রহে, রাও পুরাতন লিরিকাল ফর্মগুলি যেমন চৌটিসা, কোইলি, বলি, পদিয়া ইত্যাদির পরিবর্তে ওড, এলিগি, সনেট ইত্যাদির মতো পশ্চিমা লিরিকাল রূপগুলি প্রতিস্থাপন করেছিলেন ।

তাঁর অন্যান্য কাব্য সংকলন, যা গীতি-রচনা সমন্বয়ে গঠিত:

*ছন্দমালা (খণ্ড ১, ১৮৮; খণ্ড ২, ১৮৯৫),

*সংগীতমালা (১৮৯৪),

*বসন্ত গাথা (১৯১০),

*কুসুমাঞ্জলি (১৯০৩)

*উৎকলগথা (১৯০৮)।

১৮৮০ সালে প্রকাশিত প্রবন্ধমালা ওড়িয়ায় রচনা সংকলন।

প্রবন্ধ লেখার পাশাপাশি তিনি সংস্কৃত ও ইংরেজি থেকে কয়েকটি ওড়িয়া লেখার অনুবাদ করেছিলেন।  এগুলি সাহিত্য পত্রিকা উৎকল দর্পণে প্রকাশিত হয়েছিল।

তিনি দুটি ছোট গল্প লিখেছিলেন।

এছাড়া তিনি ভবভূতির উত্তররামচরিত কে ওড়িয়ায় অনুবাদ করেছিলেন।

শিশুসাহিত্যেও তাঁর অবদান ছিল ।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

মধুসূদন রাও সম্পর্কে বিস্তারিত তথ্য

Tags:

মধুসূদন রাও জীবনমধুসূদন রাও সাহিত্যকর্মমধুসূদন রাও তথ্যসূত্রমধুসূদন রাও বহিঃসংযোগমধুসূদন রাওওড়িয়া ভাষাভারত

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের জাতীয় প্রতীকহিজবুল্লাহকালো জাদুপ্রথম উসমানহরমোনমুহাম্মাদন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালকাশ্মীরপাবনা মানসিক হাসপাতালকাজলরেখাভারতইউরোপীয় ইউনিয়নবনলতা সেন (কবিতা)আল-আকসা মসজিদসৌদি আরবরামকিরগিজস্তানযিনালালবাগের কেল্লাওয়েব ধারাবাহিকশনি (দেবতা)হিন্দুধর্মের ইতিহাসকারিনা কাপুরচট্টগ্রাম বিভাগঋতুইমোনিউমোনিয়াইব্রাহিম রাইসিলেবাননপ্রেমমাথিশা পাথিরানাহিজড়া (ভারতীয় উপমহাদেশ)বাংলাদেশের জনমিতিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনজানাজার নামাজহিজরি সনব্রহ্মপুত্র নদদাইয়ুসযুক্তরাজ্যমানব দেহহেপাটাইটিস বিশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকারচনা বন্দ্যোপাধ্যায়আলী খামেনেয়ীশাবনূর২০২৩–২৪ ইন্ডিয়ান সুপার লিগবাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল চলচ্চিত্রসমূহের তালিকান্যায় (দর্শন)বাংলাদেশের সংস্কৃতিবাংলাদেশ সেনাবাহিনীর পদবিপশ্চিমবঙ্গ বিধানসভাআবুল খায়ের গ্রুপরাগ (সংগীত)কালীএকতা এক্সপ্রেসকক্সবাজারহানাফী (মাযহাব)কাবাসূরা নাসলালনবৃহস্পতি গ্রহপাহাড়পুর বৌদ্ধ বিহারমহেন্দ্র সিং ধোনিবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলচর্যাপদবাংলাদেশের রাষ্ট্রপতিথ্যালাসেমিয়াইরানে ইসলামমৌসুমীবন্ধুত্বসালমান খানআল্লাহভাষাক্যামেরাবাঙালি সংস্কৃতিপ্রথম বিশ্বযুদ্ধের কারণহার্ডিঞ্জ ব্রিজহস্তমৈথুনের ইতিহাস🡆 More