বাংলা ব্যঞ্জনবর্ণ

বাংলা ব্যঞ্জনবর্ণ হচ্ছে এমন কিছু বর্ণ যারা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। বিশ্বের প্রতিটি ভাষাতেই এধরনের কিছু বর্ণ রয়েছে। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা মোট ৩৯টি।

সংজ্ঞা

যেসব বাংলা বর্ণ উচ্চারিত হওয়ার সময় মুখগহ্বরের কোথাও না-কোথাও বাধাপ্রাপ্ত হয় তাদের বলা হয় বাংলা ব্যঞ্জনবর্ণ। ব্যঞ্জনবর্ণগুলো উচ্চারিত হতে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন হয়; এরা অন্যান্য বর্ণের সাহায্যে (মূলতঃ স্বরবর্ণের) উচ্চারিত হয়ে থাকে।

ব্যঞ্জনবর্ণসমূহ

বাংলা ভাষায় মোট ৩৯টি ব্যঞ্জনবর্ণ রয়েছে। এর মধ্যে অনেকে দুটো 'ব' ছেঁটে একটা করার কথা বলেন যা যুক্তিগ্রাহ্য না হওয়ায় করা হয়নি। এর কারণ নিচে বর্ণিত আছে। 'ক্ষ' (ক্ + ষ) নিয়ে একটি পৃথক স্বাধীন বর্ণ গঠনের মত দেওয়া হলেও তা গৃহীত হয়নি কারণ 'ক্ষ' অন্যান্য যুক্তাক্ষরের মতই; তাই স্বাধীন বর্ণ হিসাবে ধরা যাবে না। ৎ, ং, ঃ ঁ - এগুলির মধ্যে ঁ -কে বর্ণ হিসেবে ধরা হয় না যেহেতু তা উচ্চারণে বাকি তিনটির মত নতুন কিছু যোগ করে না, শুধু উচ্চারণের নাসিক্যভবণ ঘটায় আর তাই, সেটি ব্যঞ্জনবর্ণ নয়। সুতরাং, ৩৯ টি বর্ণ হল:

ব্যঞ্জনবর্ণ
য় ড় ঢ়

এর মধ্যে দুটো 'ব' দেখতে পাচ্ছেন। প্রথমটি বর্গীয় ব, শেষেরটি অন্তস্থ ব।

দুই ব এর উচ্চারণগত পার্থক্য: বর্গীয় ব এর উচ্চারণ স্পষ্ট অর্থাৎ, ওষ্ঠ বর্ণ হওয়ার কারণে এই ব উচ্চারণ করতে হবে ঠোঁট দুটো বন্ধ করার পর ফাঁক করার মাধ্যমে, তবে অন্তস্থ ব এর উচ্চারণ স্থান ভেদে ভিন্ন হয়।

যেমন: বিশ্ব: এর উচ্চারণ বিশ্শ! অর্থাৎ, অন্তস্থ ব কোনো ব্যঞ্জনবর্ণের পরে বসলে সেই ব্যঞ্জনবর্ণের দ্বৈতোচ্চারণ হয়। অনুরূপভাবে অশ্ব, অশ্বিনী ইত্যাদি।

তবে অন্তস্থ ব স্বাধীনভাবে বসলে তার উচ্চারণ বর্গীয় ব এর মতই হয়। যেমন: বিবমিষা, বিমুখ, বাবর্চি (প্রথমটা বর্গীয় আর দ্বিতীয়টা অন্তস্থ ব হলেও এখানে উচ্চারণ এক), বিবাদ (পূর্বানুরূপ) ইত্যাদি।

সংশোধক বর্ণ

সংশোধক
চিহ্ন চিহ্নের নাম কাজ
খণ্ড ত "ত" এর খণ্ড রূপ
অনুস্বার "ঙ" এর খণ্ড রূপ
বিসর্গ "হ্" এর আরেকটি রূপ, র এবং স বিলুপ্ত হয়ে বানানে বিসর্গ আসতে পারে, যেমন পুনর>পুনঃ, নমস> নমঃ
চন্দ্রবিন্দু অনুনাসিক স্বর

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

বাংলা ব্যঞ্জনবর্ণ সংজ্ঞাবাংলা ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণসমূহবাংলা ব্যঞ্জনবর্ণ আরও দেখুনবাংলা ব্যঞ্জনবর্ণ তথ্যসূত্রবাংলা ব্যঞ্জনবর্ণ বহিঃসংযোগবাংলা ব্যঞ্জনবর্ণবাংলাব্যঞ্জনবর্ণ

🔥 Trending searches on Wiki বাংলা:

মহাভারতসার্বজনীন পেনশনআইজাক নিউটনরাশিয়ারাষ্ট্রবিজ্ঞানগাণিতিক প্রতীকের তালিকাব্যাংকরাজস্থান রয়্যালসখালিদ বিন ওয়ালিদমুতাজিলাআন্তর্জাতিক শ্রমিক দিবসশামসুর রাহমানগৌতম বুদ্ধআশারায়ে মুবাশশারাউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাসূর্যক্লিওপেট্রাপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকাবাংলাদেশের প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের তালিকাঅরবরইবেগম রোকেয়াসৈয়দ সায়েদুল হক সুমনতাপপ্রবাহমানিক বন্দ্যোপাধ্যায়ভারতের স্বাধীনতা আন্দোলনসমকামিতাপ্রমথ চৌধুরীসানরাইজার্স হায়দ্রাবাদশরীয়তপুর জেলাব্যঞ্জনবর্ণপূবালী ব্যাংক পিএলসিঅ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদদিনাজপুর জেলাবায়ুদূষণবাংলাদেশের নদীর তালিকাইরানস্যাম কারেনদৌলতদিয়া যৌনপল্লিবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩নারীঅসমাপ্ত আত্মজীবনীসিরাজগঞ্জ জেলাসজনেধানপৃথিবীবাংলাদেশ সরকারি কর্ম কমিশনপ্রথম গোপালবাংলাদেশের ইউনিয়নকংসসৌরজগৎজাতিসংঘফুটবল ক্লাব বার্সেলোনাসুনীল গঙ্গোপাধ্যায়টুইটারপূর্ণিমা (অভিনেত্রী)কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টমুসলিম বিশ্বঅর্থ (টাকা)অর্থনীতিআফগানিস্তানরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রপ্রথম মুয়াবিয়াবিমান বাংলাদেশ এয়ারলাইন্সরাজশাহী বিশ্ববিদ্যালয়মহাস্থানগড়মুহাম্মাদের স্ত্রীগণদুধতক্ষকআসামহুদাইবিয়ার সন্ধিহনুমান (রামায়ণ)গরুবর্তমান (দৈনিক পত্রিকা)দেওয়ান🡆 More