বসনিয়ার যুদ্ধ

বসনিয়ার যুদ্ধ বা বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ হচ্ছে একটি আন্তর্জাতিক সামরিক যুদ্ধ। ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বসনিয়া ও হার্জেগোভিনায় এ যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বিভিন্ন পক্ষ সংশ্লিষ্ট ছিলো, যার মধ্যে রয়েছে, বসনিয়া ও হার্জেগোভিনা এবং সেখানে বসবাসকৃত স্বতন্ত্র পরিচয়দাবীকৃত বসনীয় সার্ব ও বসনীয় ক্রোয়েট গোষ্ঠী, রেপুব্লিকা স্পোর্সকা ও হার্জে-বসনিয়া, যারা ছিলো যথাক্রমে সার্বিয়া ও ক্রোয়েশিয়ার সহায়তাপুষ্ট।

বসনিয়ার যুদ্ধ
মে ১৯৯২-এ গোলন্দাজ বাহিনীর আক্রমণে সারায়েভোতে অবস্থিত এক্সিকিউটিভ কাউন্সিল ভবন জ্বলছে (বাঁয়ে); স্পোর্সকা সৈন্যদের সাথে রাটকো ম্লাদিভিচ (ডানে ওপরে); সারায়েভোতে জাতিসংঘ মিশনে কর্মরত একজন নরওয়েজীয় সৈনিক (ডানে নিচে)

এই যুদ্ধের ফলশ্রুতিতে যুগোস্লাভিয়া ভেঙে যায় ও সোশালিস্ট ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লাভিয়া ও সোশালিস্ট রিপালিক অফ বসনিয়া ও হার্জেগোভিনা নামের নতুন দুটো রাষ্ট্রের জন্ম হয়। এর মধ্যে বসনিয়া ও হার্জেগোভিনা ছিলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, যার মোট জনগোষ্ঠীর ৪৪% মুসলিম বসনীয়, ৩১% অথোর্ডক্স সার্বীয়, এবং ১৭% ক্রোয়েশীয় ক্যাথলিক। বসনিয়া ও হার্জেগোভিনা ২৯ ফেব্রুয়ারি, ১৯৯২-এ তাদের স্বাধীনতার ঘোষণা পাস করে। কিন্তু এই ঘোষণা বসনীয়-সার্ব রাজনৈতিক প্রতিনিধিরা প্রত্যাখান করে এবং নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করে। এর ফলে সার্বিয়ান সরকারের প্রধান স্লোবদান মিলসোভিচের সহায়তায় বসনীয়-সার্ব বাহিনী এবং যুগোস্লাভ পিপল’স আর্মি রাষ্ট্রটির সার্বীয় অংশ নিজেদের দখলে নিতে রিপাবলিক অফ বসনিয়া ও হার্জেগোভিনা আক্রমণ করে। এর পর খুব তাড়াতাড়িই সমগ্র বসনিয়া জুড়ে যুদ্ধ শুরু হয়, এবং বসনিয়ার বিভিন্ন অংশের (বিশেষ করে পূর্ব বসনিয়ার) জাতিগত জনগোষ্ঠী এই যুদ্ধে অংশগ্রহণ করে।

তথ্যসূত্র

Tags:

ক্রোয়েশিয়াবসনিয়া ও হার্জেগোভিনাসার্বিয়া

🔥 Trending searches on Wiki বাংলা:

কালো জাদুবিশ্বের মানচিত্রপশ্চিমবঙ্গ দিবসবাংলার শক্তিপীঠের তালিকান্যাটোমহেরা জমিদার বাড়িঢ়শাহ জালালইসলামে বহুবিবাহআল্লাহর ৯৯টি নামকুকি-চিন ন্যাশনাল ফ্রন্টবন্ধুত্ববাংলাদেশ জামায়াতে ইসলামীসূরা কাফিরুনঅশোকফিলিস্তিনের ইতিহাসমার্কিন ডলারজাকির নায়েকজন্ডিসশেখ হাসিনামমতা বন্দ্যোপাধ্যায়আলহামদুলিল্লাহক্লিওপেট্রাহুমায়ূন আহমেদঢাকা বিশ্ববিদ্যালয়খালেদা জিয়াতারাবীহহাসান রুহানিসালমান শাহখালিদ বিন ওয়ালিদযোহরের নামাজপ্রিমিয়ার লিগচিকিৎসককোকা-কোলামধুমতি এক্সপ্রেসবাংলা একাডেমিজলাতংককাজী নজরুল ইসলামআল-আকসা মসজিদসন্ধিবুর্জ খলিফাঢাকা বিভাগমুহাম্মাদের বংশধারাবাংলা লিপিবাংলাদেশের সরকারি ছুটির দিনমাহিয়া মাহিমারিস্কা এক্সবুন্দেসলিগাইসরায়েলের প্রধানমন্ত্রীবাংলা ব্যঞ্জনবর্ণআনন্দবাজার পত্রিকাইরান-ইসরায়েল বদলি সংঘাতব্রহ্মপুত্র নদইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতসানি লিওনটাইফয়েড জ্বরবাংলাদেশের জেলাসমূহের তালিকাপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকাহার্নিয়াআবহাওয়ামিঠুন চক্রবর্তীভারতীয় জনতা পার্টিপলাশীর যুদ্ধকাজী নজরুল ইসলামের রচনাবলিয়টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাইডেন গার্ডেন্সঅর্থ (টাকা)শার্দুল ঠাকুরধানস্পিন (পদার্থবিজ্ঞান)রক্তশূন্যতাপৃথিবীর বায়ুমণ্ডলবাংলাদেশ আওয়ামী লীগইরানবাংলাদেশী টাকাফিলিস্তিন🡆 More