বঙ্গীয় শিল্পকলা

বঙ্গীয় শিল্পকলা, যাকে সাধারণত বঙ্গীয় শিল্পরীতি বলে উল্লেখ করা হয়, একটি শিল্প আন্দোলন ও একটি ভারতীয় চিত্রকলা পদ্ধতি যেটি ব্রিটিশ শাসনকালে বিংশ শতাব্দির প্রথমার্দ্ধে বাংলায় বিকশিত হয়েছে, প্রাথমিকভাবে কলকাতা এবং শান্তিনিকেতনে, এবং পল্লবিত হয় সমগ্র ভারতীয় উপমহাদেশে। প্রথমদিকে এটি ভারতীয় ঘরানার চিত্রকলা হিসেবেও পরিচিতি পায়। অবনীন্দ্রনাথ ঠাকুরের (১৮৭১-১৯৫১)নেতৃত্বে এই চিত্রকলাশৈলী ভারতীয় জাতীয়তাবাদ ও (স্বদেশী আন্দোলনের) সঙ্গে সংযুক্ত হয় কিন্তু তা সাহায্য ও প্রসার পায় ই.বি.হ্যাভেলের মতো ব্রিটিশ শিল্প পরিচালকের। যিনি ১৮৯৬ সাল থেকে গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফট, কলকাতা অধ্যক্ষ ছিলেন; যা পরবর্তীকালে আধুনিক ভারতীয় চিত্রশৈলীতে উন্নীত হয়।

বঙ্গীয় শিল্পকলা
ভারত মাতা অবনীন্দ্রনাথ ঠাকুর ( ১৮৭১-১৯৫১) কৃত, রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, এবং ভারতীয় শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ

বঙ্গীয় শিল্পরীতি অনেকটা আভঁ-গার্দ বা পথিকৃৎ স্বরূপ। সেই সময় রাজা রবি বর্মার মতো কিছু ভারতীয় শিল্পী ও ব্রিটিশ শিল্পধারা দ্বারা উৎসাহিত শিক্ষায়তনিক শিল্পকর্ম এর বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন প্রতিক্রিয়া জানাচ্ছে। পাশ্চাত্যে ভারতীয় অধ্যাত্মিক প্রভাব অনুভব করে, ব্রিটিশ শিল্পকলা শিক্ষক আর্নেস্ট বিনফিল্ড হ্যাভেল, কলকাতা আর্ট স্কুলের ছাত্রদের মুঘল মিনিয়েচার অঙ্কন শিল্পকে অনুসরণ করতে অনুপ্রাণিত করেন। বিষয়টি তখন বিতর্কের সৃষ্টি করে। ছাত্ররা হরতাল শুরু করে, আঞ্চলিক সংবাদপত্র ও জাতীয়তাবাদীরা, যাঁরা মনে করেছিলেন এটি একটি পশ্চাতগত পদক্ষেপ, তারা অভিযোগ করতে শুরু করলেন। অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র, হ্যাভেলকে সমর্থন করলেন। অবনীন্দ্রনাথ মুঘল চিত্ররীতিকে অনুসরণ করে অনেকগুলি চিত্র আঁকলেন। তিনি এবং হ্যাভেল মনে করতেন, এই চিত্ররীতিতে ভারতীয় অধ্যাত্মিক বৈশিষ্ট যা পাশ্চাত্যের "বস্তুবাদ"এর বিপরীত, তা ধরা পড়ে। অবনীন্দ্রনাথের সর্বাধিক পরিচিত চিত্র "ভারত মাতা", যাতে চারটি হস্ত বিশিষ্ট হিন্দু দেবীর ন্যায় তরুণী মূর্তি অঙ্কিত হয়েছে, যিনি তার চারটি হাতে ভারতের জাতীয় কাঙ্ক্ষিত বস্তুগুলি ধারণ করে আছেন। এই চিত্রের নাম প্রথমে ‘বঙ্গমাতা’ ছিল যার নাম পরিবর্তিত হয়ে ১৯০৫ সালে ‘ভারতমাতা’ হয়। পরবর্তীকালে অবনীন্দ্রনাথ জাপানের শিল্পীদের সঙ্গে যোগাযোগে একটি প্যান-এশীয় শিল্পধারা গড়ে তোলার জন্য সচেষ্ট হন। "ভারত মাতা" চিত্রটি আঁকার মাধ্যমে অবনীন্দ্রনাথ, একটি জাতীয়তাবাদী ধারার প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গীয় শিল্পপ্রীতি শিল্পী ও চিত্রশিল্পীরা হলেন নন্দলাল বসু,এম.এ.আর.চুঘতাই, সুনয়নী দেবী (অবনীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী), মনীষী দে, মুকুল দে, কালিপদ ঘোষাল, অসিত কুমার হালদার, সুধীর খাস্তগীর,ক্ষিতীন্দ্রনাথ মজুমদার, সুঘ্রা রবাবি।

১৯২০ সালে আধুনিকতার প্রসারের সঙ্গে বঙ্গীয় শিল্পরীতির প্রভাব কমতে থাকে। ২০১২ সাল-এর হিসাব অনুযায়ী, বঙ্গীয় শিল্পরীতির প্রতি বিদ্বান ও গুণগ্রাহীদের মধ্যে আগ্রহের উচ্ছ্বাস দেখা যায়। .

বিমল শীল, অবনীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক ছিলেন। তিনি জলরঙে এঁকেছেন। তার আঁকাগুলি শুধুমাত্র ব্যক্তিগত সংরক্ষণেই পাওয়া যায়।

উত্তরাধিকার

আধুনিক ভারতে, বাংলা ক্রমাগত শ্রেষ্ঠ শিল্পীদের উপহার দিয়ে চলেছে। সরকারী শিল্প ও কারুশিল্প কলেজের একটি বিভাগ প্রায় শতাব্দী ধরে ছত্রছাত্রীদের প্রথাগত টেম্পেরা ও তুলিতে আঁকা কালো বা হলকা রঙের ছবি আঁকা পদ্ধতি শিখিয়ে চলেছে। এইসব ছাত্রছাত্রীরা বঙ্গীয় শিল্পরীতির শিল্পীদের উত্তরাধিকার বহন করছেন, যাঁরা গোড়ায় অবনীন্দ্রনাথের ঘরাকে অনুসরণ করেছেন ও তার নান্দনিক দৃষ্টিকে ভাগ করে নিয়েছেন। তাঁদের মধ্যে ধীরেন্দ্রনাথ ব্রহ্ম হলেন বঙ্গীয় শিল্পকলার প্রবাদ প্রতিম শিল্পী। তিনি হস্তলিপি শিল্পতে বিশারদ এবং তার অসংখ্য ছাত্রছাত্রী যারা বঙ্গীয় চিত্রশিল্প ধারাকে বহন করছেন। এঁদের মধ্যে বিখ্যাত চিত্রশিল্পীরা হলেন, অমিত সরকার, অজয় ঘোষ, শংকরলাল আইচ,অমল চাকলাদার, নরেন্দ্রনাথ দে সরকার, সুক্তিশুভ্র প্রধান, রতন আচার্য। সাম্প্রতিক বাংলায় সর্বাধিক পরিচিত শিল্পীরা হলেন যোগেন চৌধুরী, মৃণাল কান্তি দাস, গোপাল সান্যাল, গণেশ পাইন, মনীষী দে, শানু লাহিড়ী, গণেশ হালুই জহর দাশগুপ্ত, সমীর আইচ, বিকাশ ভট্টাচার্য,সুদীপ রায়, রামানন্দ বন্দ্যোপাধ্যায় এবং দেবজ্যোতি রায়। বঙ্গীয় শিল্পরীতির শেষ জীবিত পথ প্রদর্শক হলেন সনৎ চ্যাটার্জী। তিনি অসিত কুমার হালদারের কাছে প্রায় পনের বছর শিক্ষা লাভ করেছেন।

আর. শিব কুমারের মতপার্থক্য

আর.শিব কুমার, '৮০র দশকের প্রথমদিকে শান্তিনিকেতনের শিল্পীশ্রেষ্ঠদের কাজ ও কর্মপ্রণালী নিয়ে পড়াশোনা করছিলেন। তিনি নন্দলাল বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায় প্রমুখ শিল্পীদের বঙ্গীয় শিল্পরীতির অন্তর্ভুক্তির যুক্তি সহকারে বিরোধিতা করেছেন। শিব কুমারের মতে, 'আগের লেখকরা, এই শিল্পীদের অঙ্কনশৈলী, বিশ্বের প্রতি দৃষ্টিভঙ্গি, শিল্পচর্চার পরিপ্রেক্ষিত বিবেচনার থেকে শিক্ষানবিশী অনুসারে কুলজিনামা তৈরী করার প্রতি মনোযোগী ছিলেন।"

তার এই বিষয়ের প্রতি যে ধারণা, তা সূত্রাকারে প্রদর্শনীর বিবরণীতে তালিকাভুক্ত করেছেন। শান্তিনিকেতন: দ্য মেকিং অফ কন্টেক্সচুয়াল মর্ডানিসম

আরও দেখুন

  • কনটেক্সচুয়াল মর্ডানিসম
  • মর্ডান ইন্ডিয়ান পেইন্টিং
  • প্রগ্রেসিভ আর্টিস্টস গ্রুপ
  • তাঞ্জোর পেইন্টিং
  • রাজপুত পেইন্টিং
  • মধুবনী পেইন্টিং

অতিরিক্ত পাঠ্য

তথ্যাদি

বহিঃসংযোগ

Tags:

বঙ্গীয় শিল্পকলা উত্তরাধিকারবঙ্গীয় শিল্পকলা আর. শিব কুমারের মতপার্থক্যবঙ্গীয় শিল্পকলা আরও দেখুনবঙ্গীয় শিল্পকলা অতিরিক্ত পাঠ্যবঙ্গীয় শিল্পকলা তথ্যাদিবঙ্গীয় শিল্পকলা বহিঃসংযোগবঙ্গীয় শিল্পকলাঅবনীন্দ্রনাথ ঠাকুরআর্নেস্ট বিনফিল্ড হ্যাভেলকলকাতাগভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফট, কলকাতাবঙ্গব্রিটিশ ভারতভারতীয় উপমহাদেশভারতীয় জাতীয়তাবাদভারতীয় শিল্পকলাশান্তিনিকেতনস্বদেশী আন্দোলন

🔥 Trending searches on Wiki বাংলা:

প্রথম বিশ্বযুদ্ধের কারণবাংলাদেশি কবিদের তালিকারামজান্নাতআমাশয়ট্রাভিস হেডইউক্রেনআসসালামু আলাইকুমআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপপ্রথম ওরহানঅশ্বত্থআশারায়ে মুবাশশারাপূরণবাচক সংখ্যা (ভাষাতত্ত্ব)জোট-নিরপেক্ষ আন্দোলনলালনশ্রীলঙ্কাবাংলাদেশের স্বাধীনতা দিবসইউএস-বাংলা এয়ারলাইন্সবুর্জ খলিফাগোলাপউপজেলা পরিষদডায়ানা, প্রিন্সেস অব ওয়েলসব্যাংকসার্বিয়ালিঙ্গ উত্থান ত্রুটিবাগদাদপশ্চিমবঙ্গের জেলাফারাক্কা বাঁধবিমান বাংলাদেশ এয়ারলাইন্সটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকনডমগাজীপুর জেলাদুর্নীতি দমন কমিশন (বাংলাদেশ)বিশ্ব ব্যাংকবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহবাংলাদেশী টাকাদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকোকা-কোলাস্ক্যাবিসবাংলাদেশের তৈরি পোশাক শিল্পতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের জাতিগোষ্ঠীবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাদীন-ই-ইলাহিখুলনাআসামওপেকরামায়ণপথের পাঁচালী (চলচ্চিত্র)ধানআমরাশিয়ামিঠুন চক্রবর্তীবিদীপ্তা চক্রবর্তীদেব (অভিনেতা)পদ্মা নদীবাংলাদেশের বন্দরের তালিকাব্রিটিশ রাজের ইতিহাসকাঠগোলাপকলকাতাপহেলা বৈশাখতাপ সঞ্চালনবিদ্রোহী (কবিতা)বিজ্ঞানআরব্য রজনীনোরা ফাতেহিনারী খৎনাজওহরলাল নেহেরুরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)সমাজবিজ্ঞানঅলিউল হক রুমির‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নমেঘনাদবধ কাব্যউসমানীয় সাম্রাজ্যের সুলতানদের তালিকাজেরুসালেমপুলিশহরপ্পাবাংলাদেশের সংবিধান🡆 More