পল্লী সঞ্চয় ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংক বাংলাদেশের বিশেষায়িত একটি ক্ষুদ্রঋণ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান যেটি মূলতঃ সমবায় পদ্ধতিতে পরিচালিত। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন মোঃ আকরাম-আল-হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ মো: জামিনুর রহমান। দেশের ৪৯০টি উপজেলায় ব্যাংকটির ৪৯০টি শাখা আছেে।

পল্লী সঞ্চয় ব্যাংক
ধরনরাষ্ট্রীয় মালিকানাধীন একটি বিশেষায়িত ব্যাংক
শিল্পক্ষুদ্রঋণ, আর্থিক পরিসেবা
প্রতিষ্ঠাকাল৮ জুলাই ২০১৪
সদরদপ্তর৭১-৭২, ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা, বাংলাদেশ
প্রধান ব্যক্তি
চেয়ারম্যান-
মোঃ আকরাম-আল-হোসেন,
ব্যবস্থাপনা পরিচালক-
শেখ মো:জামিনুর রহমান
পণ্যসমূহসমবায়
ফাইন্যান্স ও বীমা
ক্ষুদ্রঋণ
যৌথ ব্যাঙ্কিং
ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং
বিনিয়োগ ব্যবস্থাপন
ওয়েবসাইটপল্লী সঞ্চয় ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংক ক্ষুদ্র সঞ্চয়ের ওপর গুরুত্ব দেয়। ব্যাংকটি প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে সরকার থেকে বলা হয়েছে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন “একটি বাড়ি একটি খামার” শীর্ষক প্রকল্প দেশের গ্রামাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা, তাদের দক্ষতা বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে। এছাড়া গ্রাম সংগঠন সৃজন, তাদের প্রশিক্ষণ প্রদান, তহবিলের জোগান এবং ঋণদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনেও এটি উল্লেখযোগ্য অবদান রাখছে। আর এ কার্যক্রমের প্রাতিষ্ঠানিক রূপদান এবং তাদের সঞ্চয় ও অর্জিত লেনদেন ও রক্ষণাবেক্ষণের জন্য ঋণ ও অগ্রিম প্রদান এবং বিনিয়োগের জন্য বিশেষায়িত পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।

পরিচালনা পদ্ধতি

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় পরিশোধিত মূলধন আদায়ের লক্ষ্যে সমিতি পর্যায়ে শেয়ার বণ্টন নিয়ে নানা সিদ্ধান্ত নেয়া হয়। পল্লী সঞ্চয় ব্যাংকের আইনানুযায়ী, পরিশোধিত শেয়ার মূলধনের ৪৯ শতাংশ সমিতি কর্তৃক ৯৮ কোটি টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গঠিত গ্রাম উন্নয়ন সমিতির সব সদস্যকে এ টাকা পরিশোধ করতে হবে। সিদ্ধান্ত মোতাবেক, ৯৮ কোটি টাকা সংস্থানের জন্য সদস্যরা ১০০ টাকা মূল্যের সর্বনিম্ন ২ টি এবং অনধিক ৬ টি অর্থাৎ ২-৬ টি শেয়ার কেনার সুযোগ পাবেন। এছাড়া প্রতি সদস্যকে বাধ্যতামূলক প্রতি বছর ১০০ টাকা মূল্যের একটি শেয়ার কিনতে হবে। এক্ষেত্রে সদস্যদের বেশকিছু শর্ত পালন করতে হবে। শর্তগুসমূহঃ সমিতিভুক্ত একজন সদস্য অন্য একজন নিয়মিত সদস্যের কাছে অথবা সমিতির কাছে শেয়ার বিক্রি ও হস্তান্তর করতে পারবেন। কোনো অবস্থাতেই অনিয়মিত সদস্য বা সমিতির বাইরে কোনো ব্যক্তির কাছে শেয়ার বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না। একই সঙ্গে কোনো সদস্য পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১০টির বেশি শেয়ার ক্রয় বা অর্জন করতে পারবেন না। ঋণ খেলাপি, নিয়মিত সঞ্চয় না দেয়া, ঋণ নিয়ে খামার করা হয়নি ইত্যাদি অনিয়মে জড়িত সদস্য ব্যাংকের সদস্য শেয়ার কিনতে পারবেন না।

বিশেষায়িত পল্লী সঞ্চয় ব্যাংক ১ হাজার কোটি টাকা অনুমোদিত ও ২০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে প্রাথমিকভাবে ক্ষুদ্রঋণ মডেলের আদলে যাত্রা শুরু করে। ব্যাংক সময়ে সময়ে সরকারের অনুমোদনক্রমে সরকারি গেজেট ও প্রজ্ঞাপন দ্বারা অনুমোদিত মূলধন অপরিবর্তিত রেখে পরিশোধিত মূলধন বাড়াতে পারবে। পরিশোধিত মূলধনের ২০০ কোটি টাকার মধ্যে ৫১ শতাংশ হবে সরকারের আর বাকি ৪৯ শতাংশ থাকবে প্রকল্পের আওতায় গঠিত ঋণ গ্রহীতা শেয়ার হোল্ডারদের। অনুমোদিত মূলধন ১০০ টাকা মূল্যমানের ১০ কোটি শেয়ারে বিভক্ত থাকবে। ব্যাংক পরিচালনায় ১৫ সদস্যের বোর্ড রয়েছে। এর মধ্যে ৮ জন সরকার কর্তৃক মনোনীত হবেন। বাকি ৭ জন সদস্য নির্বাচিত হবেন প্রশাসনিক বিধি দ্বারা সদস্য শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হিসেবে। সরকার কর্তৃক নিযুক্ত পরিচালকদের থেকে একজন চেয়ারম্যান হবেন। পরিচালকদের মেয়াদ হবে সর্বোচ্চ ৩ বছর। ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে বোর্ড কর্তৃক নিযুক্ত হবেন। এক নাগাড়ে দুই মেয়াদ পর্যন্ত পরিচালকরা তাদের দায়িত্ব পালন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে ব্যাংকের বোর্ড ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে পারবে। ব্যবস্থাপনা পরিচালক সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরিতে বহাল থাকতে পারবেন। পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও ওই তহবিল থেকে পরিবারগুলো অর্থনৈতিক কর্মকা- চালিয়ে যেতে পারবে। এসব পরিবার পল্লী সঞ্চয় ব্যাংকে তাদের সঞ্চয় জমা রাখতে পারবে, ঋণও নিতে পারবে। এটি বিশেষায়িত ব্যাংক হিসেবে সমিতি ও সমিতির সাধারণ সদস্যদের বৈদেশিক মুদ্রা লেনদেনের ব্যবসা ব্যতীত গৃহায়নসহ সব ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড, নির্ধারিত মেয়াদ এবং শর্তসাপেক্ষে জামানতসহ বা ব্যতীত নগদ বা বস্তুগত ঋণ প্রদান, সঞ্চয়ে উৎসাহিত করা, সঞ্চয় জমা রাখা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃষি, কৃষিজাত ও কুটির শিল্পে বিনিয়োগে উদ্বুদ্ধকরণসহ অর্থায়নসংক্রান্ত কার্যক্রম চালাবে।

পরিচালনা পর্ষদ

নাম পদ সূত্র
মোঃ আকরাম-আল-হোসেন চেয়ারম্যান
আঃ গাফ্‌ফার খান পরিচালক
মোঃ হারুনুর রশীদ পরিচালক
ড. মোহাম্মদ মহিউদ্দিন পরিচালক
মাকছুমা আকতার বানু পরিচালক
মাহতাব জাবিন পরিচালক
গোলাম সারওয়ার পরিচালক
শেখ মোঃ জামিনুর রহমান ব্যবস্থাপনা পরিচালক

বিস্তৃতি

পল্লী সঞ্চয় ব্যাংক দেশের সকল জেলার সকল উপজেলায় প্রতিটি ইউনিয়নে এবং প্রায় প্রতিটি গ্রামে সমিতিভিত্তিক কার্যক্রম চলমান রয়েছে। ব্যাংকটির একটি করে শাখা উপজেলা চত্বরে অবস্থিত।

অর্জন ও পুরস্কার

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

পল্লী সঞ্চয় ব্যাংক পরিচালনা পদ্ধতিপল্লী সঞ্চয় ব্যাংক পরিচালনা পর্ষদপল্লী সঞ্চয় ব্যাংক বিস্তৃতিপল্লী সঞ্চয় ব্যাংক অর্জন ও পুরস্কারপল্লী সঞ্চয় ব্যাংক আরও দেখুনপল্লী সঞ্চয় ব্যাংক তথ্যসূত্রপল্লী সঞ্চয় ব্যাংক বহিঃসংযোগপল্লী সঞ্চয় ব্যাংকক্ষুদ্রঋণবাংলাদেশমোঃ আকরাম-আল-হোসেনসমবায়

🔥 Trending searches on Wiki বাংলা:

ঈদুল ফিতরদক্ষিণ এশিয়াও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদবাংলাদেশ নৌবাহিনীর পদবিসাহারা মরুভূমিমদিনার সনদসমাজতন্ত্ররবীন্দ্রনাথ ঠাকুরখালেদা জিয়াজলবায়ু পরিবর্তনের প্রভাবসিলেটজনগণমন-অধিনায়ক জয় হেনিপুণ আক্তারহিন্দুধর্মের ইতিহাসরামমোহন রায়জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)শাবনূরজান্নাতইহুদিসজনেবাঙালি জাতিমুহাম্মদ ইকবালপিরামিডনগররাষ্ট্রভাইরাসআনু মুহাম্মদচড়ক পূজাএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)জাতীয় বিশ্ববিদ্যালয়১৮৫৭ সিপাহি বিদ্রোহম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবইন্ডিয়ান সুপার লিগজলবায়ুখাদ্যবাংলাদেশ জামায়াতে ইসলামীআতিকুল ইসলাম (মেয়র)বাংলার ইতিহাসআশারায়ে মুবাশশারাআবু হানিফাধরিত্রী দিবসজীববৈচিত্র্যমানব শিশ্নের আকারঢাকা জেলাচৈতন্য মহাপ্রভুমীর মশাররফ হোসেনকাতারনামাজবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশসিরাজউদ্দৌলাগৌতম বুদ্ধওয়েস্ট হ্যাম ইউনাইটেড ফুটবল ক্লাবভোটবিরাট কোহলিহৃৎপিণ্ডপথের পাঁচালীইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনগোপাল ভাঁড়কুরআনের সূরাসমূহের তালিকাকানাডাথাইল্যান্ডজানাজার নামাজক্রোমোজোমযোনিতারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়বাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাঢাকা বিভাগবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকারাজনীতিসানরাইজার্স হায়দ্রাবাদঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনময়মনসিংহ বিভাগসুনীল নারাইনমেটা প্ল্যাটফর্মসঅপারেশন সার্চলাইটসিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডসমূহহরমোনবাংলাদেশ সরকারি কর্ম কমিশনদৈনিক যুগান্তর🡆 More