নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ

নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ (আরবি: نواف الأحمد الجابر الصباح Nawāf al-ʾAḥmad al-Jābir aṣ-Ṣabāḥ; জন্ম ২৫ জুন ১৯৩৭ - ১৬ ডিসেম্বর ২০২৩) ছিলেন কুয়েতের আমির ও কুয়েত সামরিক বাহিনীর সেনাধিপতি। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর তার অর্ধ-ভ্রাতা সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর তিনি সিংহাসনে আসীন হন। নাওয়াফ ৭ ফেব্রুয়ারি ২০০৬ সালে ক্রাউন প্রিন্স হিসেবে মনোনীত হন।

নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
২০১৮ সালের ডিসেম্বরে নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
কুয়েতের আমির
রাজত্ব২৯ সেপ্টেম্বর ২০২০ – ১৬ ডিসেম্বর ২০২৩
পূর্বসূরিসাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ
প্রধানমন্ত্রীসাবাহ আল-খালিদ আল-সাবাহ
জন্ম(১৯৩৭-০৬-২৫)২৫ জুন ১৯৩৭
কুয়েত সিটি, কুয়েত
মৃত্যু১৬ ডিসেম্বর ২০২৩(2023-12-16) (বয়স ৮৬)
দাম্পত্য সঙ্গীশরিফা সুলাইমান আল-জাসেম
বংশধরআহমাদ
ফয়সাল
আব্দুল্লাহ
সালেম
শায়খা
আরবিنواف الأحمد الجابر الصباح
রাজবংশহাউজ অব সাবাহ
পিতাআহমেদ আল-জাবের আল-সাবাহ
মাতাইয়ামামা

প্রাথমিক জীবন ও শিক্ষা

শেখ নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ ১৯৩৭ সালের ২৫ জুন জন্মগ্রহণ করেন। তিনি কুয়েতের দশম শাসক শেখ আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর পুত্র। তিনি কুয়েতের বিভিন্ন স্কুলে পড়াশোনা করেন।

ক্যারিয়ার

শেখ নাওয়াফ সাবাহ হাউসের সবচেয়ে সিনিয়র সদস্যদের একজন এবং ৫৮ বছরেরও বেশি সময় ধরে কুয়েতের বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। ১৯৬২ সালের ২১ ফেব্রুয়ারি ২৫ বছর বয়সে তিনি হাওয়ালির গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং ১৯ মার্চ ১৯৭৮ পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৮ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৮৮ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। উপসাগরীয় যুদ্ধে কুয়েতের স্বাধীনতার পর শেখ নাওয়াফ ১৯৯১ সালের ২০ এপ্রিল শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী হিসেবে নিযুক্ত হন এবং ১৯৯২ সালের ১৭ অক্টোবর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।

১৯৯৪ সালের ১৬ অক্টোবর শেখ নাওয়াফ কুয়েত ন্যাশনাল গার্ডের উপপ্রধান হিসেবে নিযুক্ত হন এবং ২০০৩ সাল পর্যন্ত এই পদে ছিলেন। একই বছর শেখ নাওয়াফ স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পুনরায় গ্রহণ করেন যতক্ষণ না ২০০৩ সালের ১৬ অক্টোবর আমিরি ডিক্রি জারি করা হয়। তখন তাকে কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। উপসাগরীয় ও আরব দেশগুলোর আরব রাষ্ট্রসমূহের সহযোগিতা কাউন্সিলের মধ্যে জাতীয় ঐক্যকে সমর্থন কারী কর্মসূচীকে সমর্থন করতে শেখ নাওয়াফ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০০৬ সালের ২৯ জানুয়ারি কুয়েতের নেতৃত্বে শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর উত্থানের সাথে সাথে ২০০৬ সালের ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শেখ নাওয়াফকে যুবরাজ হিসেবে মনোনীত করে একটি আমিরি ডিক্রি জারি করা হয়। এটি ছিল আল-সাবাহ পরিবারের ঐতিহ্যের পরিপন্থী। পারিবারিক ঐতিহ্য অনুসারে আমীর ও যুবরাজের কার্যালয় আল-জাবের এবং আল-সালেম শাখার মধ্যে বিকল্প হওয়ার কথা।

শেখ সাবাহ ২৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে মারা যান এবং জাতীয় সংসদের এক সভায় নাওয়াফকে কুয়েতের আমীর হিসেবে ঘোষণা করা হয়।

ব্যক্তিগত জীবন

শেখ নাওয়াফ সুলাইমান আল-জাসেম আল-ঘানিমের কন্যা শরিফা সুলাইমান আল-জাসেম আল-ঘানিমকে বিয়ে করেন। তাদের চার ছেলে ও দুই মেয়ে আছে।

২৯ নভেম্বর ২০২৩ তারিখে, নাওয়াফকে একটি জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ১৬ ডিসেম্বর মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

উপাধি, আখ্যান ও সম্মাননা

সম্মাননা ও পদক

  • স্পেন:
    • নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ  নাইট গ্র‍্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব সময় সিভিল মেরট (২৩ মে ২০০৮)
  • আর্জেন্টিনা:
    • নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ  নাইট গ্র‍্যান্ড ক্রস অব দ্য অর্ডার অব দ্য লিবারেটর জেনারেল সান মার্টিন (১ অগাস্ট ২০১১)

তথ্যসূত্র

Tags:

নাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ প্রাথমিক জীবন ও শিক্ষানাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ ক্যারিয়ারনাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ ব্যক্তিগত জীবননাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ উপাধি, আখ্যান ও সম্মাননানাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ তথ্যসূত্রনাওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহআরবি ভাষাসাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ

🔥 Trending searches on Wiki বাংলা:

সবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাপুঁজিবাদজিমেইলমৌর্য সাম্রাজ্যভারতের ভূগোলবাংলাদেশ বিমান বাহিনীশ্রীকৃষ্ণকীর্তনঢাকাদোলোর ই গ্লোরিয়াভারতের জাতীয় পতাকাদক্ষিণ এশিয়াহুমায়ূন আহমেদইসলামে যৌনতাইসলাম ও অন্যান্য ধর্মহৃৎপিণ্ডজননীতিস্নায়ুতন্ত্রইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন২০২৩ ক্রিকেট বিশ্বকাপসূরা ইখলাসইজিও অডিটরে দা ফিরেনজেকালেমাসালেহ আহমদ তাকরীমডিএনএইলন মাস্কইউক্রেনবাঙালি হিন্দু বিবাহলাঙ্গলবন্দ স্নানশরৎচন্দ্র চট্টোপাধ্যায়আফতাব শিবদাসানিউমাইয়া খিলাফতগায়ত্রী মন্ত্রবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২সূরা মাউনমুজিবনগর সরকারআর্-রাহীকুল মাখতূমফোর্ট উইলিয়াম কলেজইসলাম ও হস্তমৈথুনবিড়ালগঙ্গা নদীসৌদি আরবের ইতিহাসদোয়াবিভিন্ন দেশের মুদ্রাইন্দিরা গান্ধীকলা (জীববিজ্ঞান)ছয় দফা আন্দোলনদীপু মনিভরিলোহিত রক্তকণিকাঅনুসর্গস্বাস্থ্যের উপর তামাকের প্রভাববাংলাদেশ নৌবাহিনীশর্করাটেনিস বলমার্কসবাদজার্মানিনামাজের বৈঠকসন্ধিভেষজ উদ্ভিদশিখধর্মপদার্থবিজ্ঞানকুমিল্লাসিংহমাহরামভিটামিনইউটিউবশীতলাতুরস্কচট্টগ্রামখ্রিস্টধর্মসূরা ফালাকপাখিনিউমোনিয়ানোরা ফাতেহিমিয়োসিসঋতুঅ্যামিনো অ্যাসিডকালিদাস🡆 More