ডায়না হেইডেন: ভারতীয় অভিনেত্রী

ডায়ানা হেডেন (জন্ম ১লা মে ১৯৭৩) একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং মিস ওয়ার্ল্ড ১৯৯৭ -এর বিজয়ী। তিনি মিস ওয়ার্ল্ডের খেতাব অর্জনকারী তৃতীয় ভারতীয় মহিলা। প্রতিযোগিতার সময় তিনি তিনটি উপ-উপাধিও জিতেছিলেন এবং তিনিই একমাত্র মিস ওয়ার্ল্ড যিনি এমনটা করতে পেরেছিলেন। ২০০৮ সালে তিনি বিগ বস রিয়েলিটি শোতে একজন সেলিব্রিটি প্রতিযোগী ছিলেন।

ডায়ানা হেডেন
ডায়না হেইডেন: জীবনের প্রথমার্ধ, পেশা, ব্যক্তিগত জীবন
২০১৭ সালে
জন্ম (1973-05-01) ১ মে ১৯৭৩ (বয়স ৫০)
হায়দ্রাবাদ, ভারত
শিক্ষাসেন্ট আনস হাই স্কুল, সেকান্দারবাদ
মাতৃশিক্ষায়তনরয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্ট,
লন্ডন, ইংল্যান্ড
পেশামডেল, অভিনেত্রী
উচ্চতা১.৭৯ মিটার (৫ ফুট ১০+ ইঞ্চি)
উপাধিমিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ১৯৯৭
মিস ওয়ার্ল্ড ১৯৯৭
দাম্পত্য সঙ্গীকলিন ডিক (বি. ২০১৩)
সন্তান
সুন্দরী প্রতিযোগিতায় শিরোপাধারী
প্রধান
প্রতিযোগিতা
ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৯৭ (প্রথম রানারআপ)
মিস ওয়ার্ল্ড ১৯৯৭ (বিজয়ী) (মিস ওয়ার্ল্ড এশিয়া ও ওশেনিয়া) (মিস ফটোজেনিক) (স্পেক্টাকুলার সুইমওয়্যার)

জীবনের প্রথমার্ধ

ডায়ানার জন্ম হয়েছিল ভারতের তেলঙ্গানার হায়দ্রাবাদে একটি অ্যাংলো-ইন্ডিয়ান খ্রিস্টান পরিবারে। তিনি সেকেন্দ্রাবাদে অবস্থিত সেন্ট অ্যান হাই স্কুলে পড়াশোনা করেছেন।

মডেলিং শুরু করার আগে, তিনি এনকোর নামক একটি অনুষ্ঠান ব্যবস্থাপনা (ইভেন্ট ম্যানেজমেন্ট) সংস্থার হয়ে কাজ করেছেন। তারপর তিনি বিএমজি ক্রিসেন্ডো কোম্পানিতে জনসংযোগ আধিকারিক হিসাবে কাজ করেছেন। সেখানে তিনি আনাইদা এবং মেহনাজ হোসাইনের পেশাগত জীবন ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়তা করতেন ।

সৌন্দর্য প্রতিযোগিতায় হেডেনের যাত্রা শুরু হয়েছিল ২৩ বছর বয়সে, যখন তাঁর এক বন্ধু তাকে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের পরামর্শ দেন। তারপরে তাঁকে ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৯৭ প্রতিযোগিতায় বাছাই তালিকাভুক্ত করা হয়েছিল। তিনি দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন এবং মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড খেতাব অর্জন করেছিলেন। তিনি সেচেলসের বেই লাজারে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৪৭তম সংস্করণে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। মোট ৮৬ জন প্রতিনিধির মধ্যে প্রতিযোগিতা করেছিলেন এবং ইভেন্টটি শেষে হেডেনকে মিস ওয়ার্ল্ড ১৯৯৭ মুকুটে ভূষিত করা হয়েছিল। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার সময় তাঁকে "মিস ওয়ার্ল্ড - এশিয়া এবং ওশেনিয়া" হিসাবেও ভূষিত করা হয়েছিল। এছাড়াও, হেডেন মিস ফটোজেনিক এবং স্পেকটাকুলার সুইমওয়্যার খেতাব অর্জন করেছিলেন। প্রতিযোগিতা চলাকালীন তিনটি সাবটাইটেল জেতা মিস ওয়ার্ল্ডের একমাত্র শিরোপা ধারী হলেন হেডেন। ১৯৬৬ সালে রীতা ফারিয়া এবং ১৯৯৪ সালে ঐশ্বর্যা রাইয়ের পরে মিস ওয়ার্ল্ড বিজয়ী তিনি তৃতীয় ভারতীয় মহিলা।

মিস ওয়ার্ল্ড বিজয়ের পর তিনি ভারতের ল 'অরিয়াল, কোলগেট এবং চপার্ড কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করেন। তিনি চাইল্ড রাইটস অ্যান্ড ইউ (সিআরওয়াই ), গ্রিনপিস, পেটা এবং স্প্যাসটিক সোসাইটি অব ইন্ডিয়া সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি ক্যান্সার এবং এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার বিভিন্ন কারণকে সমর্থন করেন।

পেশা

মিস ওয়ার্ল্ড সংস্থার বৈশ্বিক প্রতিনিধি হিসাবে তাঁর কার্যকাল সমাপ্ত করার পরে, হেডেন লন্ডনে চলে যান এবং রয়্যাল একাডেমি অফ ড্রামাটিক আর্টে অভিনয় অধ্যয়ন করেন। তিনি ড্রামা স্টুডিও লন্ডনেও অধ্যয়ন করেন, যেখানে তিনি শেক্সপিয়ারের কাজগুলিতে মনোনিবেশ করেছিলেন এবং স্টুডিও থেকে সেরা অভিনেত্রীর মনোনয়ন অর্জন করেছিলেন। ২০০১ সালে, দক্ষিণ আফ্রিকায় শেক্সপিয়ারের ওথেলোর চলচ্চিত্র সংস্করণে তিনি পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন।

তিনি লেবাননে জুলিয়েন লেপার্সের সাথে মিস লেবানন ১৯৯৭ সহ দু'বার মিস ইউরোপ হোস্ট করেছিলেন, ২০০১ ও ২০০২ সালে। ডায়ানা ২০০৬ সালে আভালন একাডেমির মুখপাত্র হিসাবে চুক্তি স্বাক্ষর করেছিলেন এবং বর্তমানে বিমান সংস্থা কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচির জন্য একজন সেলিব্রিটি অতিথি প্রভাষক হিসাবে কাজ করছেন।

২০০৮ সালে, ভারতীয় টিভি শো বিগ বসের দ্বিতীয় মরসুমে তাঁর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয়েছিল। ১৩তম সপ্তাহে তিনি বিগ বসের ভোট পেয়েছিলেন।

ডায়না হেইডেন: জীবনের প্রথমার্ধ, পেশা, ব্যক্তিগত জীবন 
ডায়ানা তার নিজের একটি বইয়ের সুন্দর সত্য বইটি চালু করেছে

তিনি এ বিউটিফুল ট্রুথ নামে একটি বই লিখেছেন যেটি "সাজগোজের উপর এনসাইক্লোপিডিয়া এবং ব্যক্তিত্ব বিকাশ ও আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রেও কাজ করে"। বইটি সম্পূর্ণ করতে তিনি দুই বছর সময় নিয়েছিলেন, এবং সেটি আগস্ট ২০১২ এ প্রকাশিত হয়েছিল।

ব্যক্তিগত জীবন

হেইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের জনস্বাস্থ্য পেশাদার কলিন ডিককে বিয়ে করেছেন। তিনি একটি আন্তর্জাতিক এনজিওর জন্য মুম্বাইয়ে কাজ করছিলেন। একটি সাক্ষাৎকারে, হেডেন বলেছিলেন যে, তাঁর অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার জন্য যখন কলিন সম্ভাব্য ভাড়াটে হিসাবে এসেছিলেন তখন তাঁর সাথে প্রথম দেখা হয়েছিল। ২০১৩ সালের ১৩ই সেপ্টেম্বর, তাঁরা একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন যেখানে তাঁদের পরিবার এবং নিকটতম বন্ধুরা উপস্থিত ছিলেন। লাস ভেগাসের একটি দেশীয় ক্লাবে এই বিয়ে হয়েছিল।

২০১৬ সালে, তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ৮ বছর আগে হিমায়িত করা একটি ডিম্বাণু থেকে হেডেন শিশুটির জন্ম দিলেন। নভেম্বর ২০১৭ সালে, হেইডেন নিশ্চিত করেছেন যে, তিনি দ্বিতীয়বার গর্ভবতী হয়েছেন। ২০১৮ সালের মার্চে, তিনি যমজ সন্তানের জন্ম দিয়েছেন, একটি ছেলে এবং একটি মেয়ে।

অভিনয়ের তালিকা

চলচ্চিত্র

চলচ্চিত্র বছর ভূমিকা মন্তব্য সূত্র।
তেহজীব ২০০৩ শিনা রায় প্রথম সিনেমা
আব .. বাস! ২০০৪ সোমিয়া মাথুর হিন্দি ফিল্ম
ওথেলো: এ সাউথ আফ্রিকান টেইল ২০০৬ এমিলিয়া
অল এলোন ২০০৬ ক্ষুদ্রাভিনয়
লরি ২০১২ অভিনেত্রী হিন্দি ফিল্ম

টিভি

চলচ্চিত্র বছর ভূমিকা মন্তব্য সূত্র।
ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৯৭ ১৯৯৭ নিজেকে - প্রতিযোগী
মিস ওয়ার্ল্ড ১৯৯৭ ১৯৯৭ নিজেকে - প্রতিযোগী
উইজডেন ক্রিকেটার অফ দ্য সেঞ্চুরি ২০০০ নিমন্ত্রণকর্তা
মিস ইউরোপ ২০০২ ২০০২ নিমন্ত্রণকর্তা
হলবি সিটি ২০০৩ নাট হুসেন ক্ষুদ্রাভিনয়
ডায়ানা হেডেনের সাথে জীবনী ২০০৫ নিমন্ত্রণকর্তা ইতিহাস টিভি ১৮ তিন মাসের সিরিজ।
মিস ওয়ার্ল্ড ২০০৫ ২০০৫ বিচারক
বিগ বস ২ ২০০৮ সেলিব্রিটি প্রতিযোগী
ফেমিনা মিস ইন্ডিয়া ২০০৯ ২০০৯ বিচারক ওয়াইল্ড কার্ড বৃত্তাকার
অ্যাড এশিয়া পুরস্কার ২০১১ নিমন্ত্রণকর্তা
লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০১২ নিমন্ত্রণকর্তা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

পুরস্কার ও স্বীকৃতি
পূর্বসূরী
{{{before}}}
বিশ্ব সুন্দরী উত্তরসূরী
{{{after}}}
পূর্বসূরী
{{{before}}}
মিস ওয়ার্ল্ড এশিয়া ও ওশেনিয়া উত্তরসূরী
{{{after}}}
পূর্বসূরী
{{{before}}}
মিস ওয়ার্ল্ড ফটোজেনিক উত্তরসূরী
{{{after}}}
পূর্বসূরী
{{{before}}}
ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড
{{{years}}}
উত্তরসূরী
{{{after}}}

Tags:

ডায়না হেইডেন জীবনের প্রথমার্ধডায়না হেইডেন পেশাডায়না হেইডেন ব্যক্তিগত জীবনডায়না হেইডেন অভিনয়ের তালিকাডায়না হেইডেন তথ্যসূত্রডায়না হেইডেন বহিঃসংযোগডায়না হেইডেনবিগ বসমিস ওয়ার্ল্ড

🔥 Trending searches on Wiki বাংলা:

গোপাল ভাঁড়কুরআনের সূরাসমূহের তালিকাবাবরআব্বাসীয় খিলাফতসংস্কৃত ভাষাবাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিজায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)শিশ্ন বর্ধন২৬ এপ্রিলসালোকসংশ্লেষণচৈতন্য মহাপ্রভুপ্রথম বিশ্বযুদ্ধকলা৬৯ (যৌনাসন)এইচআইভি/এইডসগীতাঞ্জলিবাংলাদেশের শিক্ষামন্ত্রীখুলনা বিভাগভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০জাযাকাল্লাহদৈনিক ইত্তেফাকবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়শর্করাসৈয়দ সায়েদুল হক সুমনকাজী নজরুল ইসলামব্যঞ্জনবর্ণপরিমাপ যন্ত্রের তালিকাবাংলাদেশের জনমিতিহেপাটাইটিস বিবাংলা ভাষা আন্দোলনআরসি কোলাইউরোপবইবাংলা ব্যঞ্জনবর্ণমুহাম্মাদের স্ত্রীগণমাটিপ্রাণ-আরএফএল গ্রুপগ্রামীণ ব্যাংকমহাত্মা গান্ধীআশালতা সেনগুপ্ত (প্রমিলা)মিয়ানমাররঙের তালিকাধানসমাজবিজ্ঞানজান্নাতদৈনিক যুগান্তরশেখমৌলিক পদার্থফারাক্কা বাঁধতুরস্কঅস্ট্রেলিয়াপশ্চিমবঙ্গবাংলাদেশের জাতীয় পতাকান্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালশিয়া ইসলামের ইতিহাসবাংলা ভাষাইউরো২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরএল নিনোশেখ মুজিবুর রহমানপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১বাংলাদেশের বন্দরের তালিকাভারতের স্বাধীনতা আন্দোলনভারতের সংবিধানশ্রীকৃষ্ণকীর্তননেপালপৃথিবীর বায়ুমণ্ডলসজনেআতিকুল ইসলাম (মেয়র)শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়উমাইয়া খিলাফতদক্ষিণবঙ্গবাংলাদেশের ইউনিয়নের তালিকাউপসর্গ (ব্যাকরণ)জিএসটি ভর্তি পরীক্ষাবেদ🡆 More