জাযাকাল্লাহ

জাযাকাল্লাহ্(উ) (আরবি: جَزَاكَ ٱللَّٰهُ) অথবা জাযাকাল্লাহু খায়রান (আরবি: جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا) একটি তাৎপর্যপূর্ণ ইসলামি বাক্য; যার অনেকগুলো অর্থ রয়েছে। তবে এই বাক্যের প্রধান/মূল অর্থ হলোঃ- আল্লাহ্ আপনাকে উত্তম পুরস্কার/প্রতিদান দিন। জাযাকাল্লাহ্(উ) বাক্যাংশটি অসমাপ্ত, কারণ এতে আছে 'আল্লাহ্' (অর্থাৎ সৃষ্টিকর্তা) এবং 'জাযাক্(আ/ই)' অর্থাৎ পুরস্কার প্রদান করা, কিন্তু এতে 'খায়রান' অন্তর্ভুক্ত নেই যার অর্থ হল 'উত্তম'। জাযাকাল্লাহু খায়রান বললে কি পুরস্কারের/ প্রতিদানের কথা বলা হল তার অনুমান দরকার পড়ে না কারণ 'খায়রান' শব্দটি দ্বারা এটা নির্দিষ্ট হয়ে যায়।

যদিও ধন্যবাদ জানানোর পরিচিত আরবি শব্দটি হল 'শুকরান', জাযাকাল্লাহু খায়রান বাক্যটি মুসলিমরা ব্যবহার করে এই বিশ্বাসে যে, একজন মানুষ অন্যজনকে পর্যাপ্ত বিনিময় দান করতে পারে না, বরং আল্লাহ্ই সর্বোত্তম পুরস্কার/ প্রতিদান দান করতে সক্ষম।

জাযাকাল্লাহু খায়রান এর জবাবে ওয়া-ইয়্যাক (একজনকে), বা ওয়া-ইয়্যাকুম (একের অধিককে) ব্যবহৃত হয়, যার অর্থ "এবং আপনার/ আপনাদের প্রতিও)"। তবে বেশি প্রচলিত জবাব হল: ওয়া-আনতুম ফা-জাযাকুমুল্লাহু খায়রান, যার অর্থ "এবং আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দিন"।

তথ্যসূত্র

Tags:

আরবি ভাষাইসলাম

🔥 Trending searches on Wiki বাংলা:

সুকান্ত ভট্টাচার্যবিজ্ঞাপনহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরমহিবুল হাসান চৌধুরী নওফেলরাম মন্দির, অযোধ্যাবর্ডার গার্ড বাংলাদেশগৌতম বুদ্ধশিশ্ন বর্ধন২০২৪সৌদি আরবের জলবায়ুবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাডেঙ্গু জ্বরসূর্য (দেবতা)ভারতের রাষ্ট্রপতিসাবমেরিন কমিউনিকেশন্স ক্যাবলনোরা ফাতেহিও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদইতিহাসচট্টগ্রাম বিভাগগুগলবাঘআনন্দবাজার পত্রিকাবাঙালি জাতিচট্টগ্রাম জেলাদেশ অনুযায়ী ইসলামসুকুমার রায়সিলেটজায়েদ খান (বাংলাদেশী অভিনেতা)মুঘল সাম্রাজ্যবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকাপাগলা মসজিদউয়ারী-বটেশ্বরপাবনা জেলামহুয়া মৈত্রগর্ভধারণসিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ডসমূহবাংলাদেশের জলবায়ুহেপাটাইটিস বিশ্রীকৃষ্ণকীর্তনপানিপাঞ্জাব কিংসগায়ত্রী মন্ত্রকুব্বাতুস সাখরামহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাসিফফিনের যুদ্ধএস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুডিজেলসংস্কৃত ভাষাগর্ভপাতপাহাড়পুর বৌদ্ধ বিহারচাঁদঅনাভেদী যৌনক্রিয়াঅশ্বত্থবাংলাদেশের সংবিধানক্যান্সারপ্রথম মুয়াবিয়াহিন্দুধর্মের ইতিহাসসাদ্দাম হুসাইনবঙ্গভঙ্গ (১৯০৫)জনপ্রশাসন মন্ত্রণালয় (বাংলাদেশ)মহাত্মা গান্ধীসূর্য সেনভীমরাও রামজি আম্বেদকরবেদগঙ্গা নদীবাংলাদেশের নদীর তালিকাসাদিকা পারভিন পপিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলহরমোনবাস্তুতন্ত্রবায়ুদূষণসৌরজগৎবৈষ্ণব পদাবলিসিঙ্গাপুরউসমানীয় সাম্রাজ্যবাংলা সাহিত্যের ইতিহাস🡆 More