জাতীয় বীমা দিবস: জাতীয় দিবস

জাতীয় বীমা দিবস বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। জাতীয় বিমা দিবস ১ মার্চ। বীমা শিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশ সরকার এটি প্রবর্তন করে।

পালনকারীবাংলাদেশ
ধরনজাতীয়
তারিখ১লা মার্চ
সংঘটনপ্রতিবছর

ইতিহাস

শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মাস এটি প্রথম দিবস হিসেবে পালিত হয়।

কর্মসূচি

বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে বীমাশিল্পের উন্নয়ন, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে শোভাযাত্র, বীমামেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়।

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

শিয়া ইসলামছারপোকাওয়ালাইকুমুস-সালামইন্দ্র (দেবতা)মুসাফিরের নামাজহানাফী (মাযহাব)বাংলাদেশের জেলাসমূহের তালিকাবাংলাদেশের ইউনিয়নগোপাল ভাঁড়কোকা-কোলাবিরাট কোহলিপারমাণবিক অস্ত্রআন্তর্জাতিক মাতৃভাষা দিবসপ্রীতম হাসানমেয়েসুন্দরবনইসলামে বিবাহসৌরজগৎঅসমাপ্ত আত্মজীবনীবাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকাআব্বাসীয় খিলাফতগঙ্গা নদীসূরা ইখলাসসূর্যগ্রহণবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়রাবণজামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়াউয়েফা চ্যাম্পিয়নস লিগদিল্লি ক্যাপিটালসবঙ্গাব্দআসসালামু আলাইকুমখুলনা বিভাগহিন্দি ভাষাতাপপ্রবাহতামান্না ভাটিয়াআমরবি (কোম্পানি)বাংলাদেশের ভূগোলকাজী নজরুল ইসলামের রচনাবলিহিজবুল্লাহশিয়া ইসলামের ইতিহাস০ (সংখ্যা)গোত্র (হিন্দুধর্ম)ইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাব্রিটিশ রাজের ইতিহাসএ. পি. জে. আবদুল কালামদেশ অনুযায়ী ইসলামহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরদ্বিতীয় বিশ্বযুদ্ধজর্ডানভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাভারতের রাষ্ট্রপতিমাহরামযক্ষ্মাকলকাতাপারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাজবাচট্টগ্রামতানজিন তিশালালবাগের কেল্লান্যাটোইউএস-বাংলা এয়ারলাইন্সকোষ বিভাজনঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসীতাতাপমাত্রাকাবানদীবিহীন দেশগুলির তালিকাবাংলাদেশের পদমর্যাদা ক্রমদৈনিক প্রথম আলোবাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাহরমুজ প্রণালিসাজেক উপত্যকাগজলবিষ্ণুউসমানীয় খিলাফতপ্রেমপ্রাণ-আরএফএল গ্রুপ🡆 More