জন সি. উডস

জন ক্লারেন্স উডস (৫ জুন ১৯১১ – ২১ জুলাই ১৯৫০) ছিলেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন মাস্টার সার্জেন্ট। ১৯৪৬ সালের ১৬ অক্টোবর তিনি ও জোসেফ মাল্টা উভয়ে নুরেমবার্গ‌ বিচারে মৃত্যুদন্ডপ্রাপ্ত থার্ড রাইখের দশজন শীর্ষ নেতার ফাঁসির সময় জল্লাদের দায়িত্বপালন করেছেন।

জন ক্লারেন্স উডস
জন সি. উডস
জন্ম(১৯১১-০৬-০৫)৫ জুন ১৯১১
উইচিটা, কানসাস
মৃত্যু২১ জুলাই ১৯৫০(1950-07-21) (বয়স ৩৯)
এনিওয়েটক, মার্শাল দ্বীপপুঞ্জ
সমাধি
টরন্টো টাউনশিপ সেমেট্রি, টরন্টো, কানসাস
আনুগত্যজন সি. উডস যুক্তরাষ্ট্র
সেবা/শাখাজন সি. উডস মার্কিন সেনাবাহিনী
কার্যকাল১৯৪৩–১৯৫০
পদমর্যাদামাস্টার সার্জেন্ট
ইউনিট
  • ৩৭তম ইঞ্জিনিয়ার কমব্যাট ব্যাটেলিয়ন
  • ৭ম ইঞ্জিনিয়ার ব্রিগেড
যুদ্ধ/সংগ্রামদ্বিতীয় বিশ্বযুদ্ধ

উডস কানসাসের উইচিটায় জন্মগ্রহণ করেন। ১৯২৯ সালের ৩ ডিসেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে যোগ দেন। কয়েকমাস পর তিনি ছুটি না নিয়ে অনুপস্থিত ছিলেন। কোর্ট মার্শালে তিনি দোষী সাব্যস্ত হন এবং ১৯৩০ সালের ২৩ এপ্রিল একটি সাইকিয়াট্রিক বোর্ড তাকে পরীক্ষা করে। এরপর তিনি চাকরিচ্যুত হন। ১৯৪৩ সালের আগস্টে সেনাবাহিনীতে যোগ দেয়ার পূর্বে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছেন। এছাড়াও ১৯৪০ সালে সিলেক্টিভ সার্ভিসে কাজ করার সময় কানসাসের ইউরেকায় একটি দোকানে খন্ডকালীন চাকরি করেছেন। তিনি হেজেল উডস নামক এক নার্সকে বিয়ে করেছিলেন। তবে তাদের কোনো সন্তান ছিল না।

ডি-ডে'র পূর্বে ইউরোপীয় রণাঙ্গনে ফাঁসির মাধ্যমে মার্কিন সামরিক মৃত্যুদন্ডগুলি শুধু ইংল্যান্ডে কার্যকর হত এবং বেসামরিক জল্লাদ থমাস পিয়েরপয়েন্ট, তার সহকারী আলবার্ট পিয়েরপয়েন্ট ও অন্যান্য ব্রিটিশ ব্যক্তিরা এগুলি কার্যকর করতেন। ১৯৪৪ সালের হেমন্তে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ফ্রান্সে স্থানান্তর করা হয়। এসমন সেনাবাহিনী জল্লাদের দায়িত্বের জন্য স্বেচ্ছাসেবক অনুসন্ধান করে। এসময় উডস এতে যোগ দেন। তিনি টেক্সাসে দুইটি ও ওকলাহোমায় দুইটি ফাঁসির অভিজ্ঞতা আছে বলে মিথ্যা তথ্য দিয়েছিলেন। সেনাবাহিনী তার দাবি যাচাইয়ের চেষ্টা করেছিল এমন কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায় না। তাছাড়া যুদ্ধের পূর্বে জল্লাদ হিসেবে তার কাজের কোনো প্রমাণ তার ছিল না। এইসময় উডস ছিলেন একজন প্রাইভেট এবং ৩৭তম ইঞ্জিনিয়ার কমব্যাট ব্যাটেলিয়নের সদস্য। তিনি মাস্টার সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান এবং প্যারিস ডিসিপ্লিনারি ট্রেনিং সেন্টারে বদলি হন। ১৯৪৪-১৯৪৫ সালের মধ্যে ফ্রান্সের বিভিন্ন স্থানে তিনি ৩৪ জন মার্কিন সৈনিককে ফাঁসিতে ঝোলানোর সময় প্রধান জল্লাদ হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কমপক্ষে তিনটি ভিন্ন ফাঁসিতে সহযোগী জল্লাদ ছিলেন।

এর পাশাপাশি উডস রেইনবাক, ব্রুকসাল, ল্যান্ডসবার্গ‌ ও নুরেমবার্গ‌সহ বিভিন্ন স্থানে প্রায় ৪৫জন যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝুলিয়েছেন।

নুরেমবার্গ‌ের মৃত্যুদণ্ডের পর উডস বলেছেন:

"আমি ঐ দশজন নাৎসিকে ফাঁসিতে ঝুলিয়েছি... এবং আমি এজন্য গর্বিত... আমি নার্ভাস ছিলাম না.... একজন সহকর্মী এই কাজে নার্ভাস থাকতে পারে না.... যারা আমাকে সাহায্য করেছে সেসব জি.আই.দের জন্য আমি ভালো কিছু বলতে চাই... তারা সবাই খুব ভালো করেছে.... আমি তাদের পদোন্নতির চেষ্টা করছি.... আমি ফাঁসি দেয়ার কাজকে এভাবে দেখি, কাউকে এটা করতেই হত। অনেক বছর আগে আমি দুর্ঘটনাবশত এতে জড়িয়ে পড়ি...."

১৯৫০ সালের ২১ জুলাই মার্শাল দ্বীপপুঞ্জে ৭ম ইঞ্জিনিয়ার ব্রিগেডের সদস্য থাকাবস্থায় ইঞ্জিনিয়ার লাইটিং সেট মেরামতের চেষ্টা করার সময় উডস দুর্ঘটনাবশত বিদ্যুতপৃষ্ট হয়ে মারা যান। কানসাসের টরন্টোতে অবস্থিত টরন্টো টাউনশিপ সেমেট্রিতে তাকে দাফন করা হয়।

সামরিক সম্মাননা

  • গুড কন্ডাক্ট মেডেল
  • মার্কিন ক্যাম্পেইন মেডেল
  • ইউরোপিয়ান-আফ্রিকান-মিডল ইস্টার্ন ক্যাম্পেইন মেডেল
  • ওয়ার্ল্ড ওয়ার টু ভিক্টরি মেডেল
  • আর্মি অব ওকুপেশন মেডেল
  • ন্যাশনাল ডিফেন্স সার্ভিস মেডেল (মরণোত্তর)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

নুরেমবার্গ বিচার

🔥 Trending searches on Wiki বাংলা:

সেহরিবাংলা উইকিপিডিয়াইসবগুলবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়বিশেষ্যবাজিমৌলিক সংখ্যাআধারমৌলিক পদার্থপারাবাংলাদেশ জাতীয় ফুটবল দলকারকসিলেটখালিস্তানচোখন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালদক্ষিণ চব্বিশ পরগনা জেলাথ্যালাসেমিয়াবঙ্গবন্ধু টানেলঅ্যান্টিবায়োটিক তালিকাসুন্দরবনকার্বনআল্লাহর ৯৯টি নামবাংলাদেশ জাতীয়তাবাদী দলফোর্ট উইলিয়াম কলেজভারতদিনাজপুর জেলা২৮ মার্চপ্রাণ-আরএফএল গ্রুপসংস্কৃত ভাষাইসলামি সহযোগিতা সংস্থাচট্টগ্রাম জেলাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহআহসান মঞ্জিলশিক্ষাবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষহিমোগ্লোবিনশ্রীকৃষ্ণকীর্তনপরীমনিনৈশকালীন নির্গমনগঙ্গা নদীখালিদ বিন ওয়ালিদবাংলাদেশের স্বাধীনতার ঘোষকপল্লী সঞ্চয় ব্যাংকবীরাঙ্গনাতরমুজমহাসাগরটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রামিয়ানমারলিওনেল মেসিচতুর্থ শিল্প বিপ্লবরোমান সাম্রাজ্যকুরাকাওসূরা নাসসেশেলস জাতীয় ফুটবল দলকুরআনের ইতিহাসইসলামের ইতিহাসবিবাহভূগোলক্রোয়েশিয়াভারতের সংবিধানইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাজীববৈচিত্র্যবাংলার ইতিহাসমুজিবনগরডিএনএশ্রীবিজয়া এয়ার ফ্লাইট ১৮২বিদায় হজ্জের ভাষণসিঙ্গাপুরমানব মস্তিষ্কইব্রাহিম (নবী)গ্রীন-টাও থিওরেমফেসবুকআয়াতুল কুরসিখোজাকরণ উদ্বিগ্নতামাটিবাস্তুতন্ত্র🡆 More