জন্ডিস

জন্ডিস (ইংরেজি: Jaundice) যা ইক্টেরাস (icterus) নামেও পরিচিত, আসলে কোন রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক,স্ক্লের বা চোখের সাদা অংশ ও অন্যন্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। রক্তে বিলিরুবিনের ঘনত্ব 1.2 mg/dL এর নিচে থাকে (25 µmol/L এর নিচে)। 3 mg/dL বা 50 µmol/L এর বেশি হলে জন্ডিস হয়। jaundice শব্দটি ফরাসি শব্দ jaunisse, থেকে এসেছে যার অর্থ হলুদাভ।

জন্ডিস
জন্ডিস
বিশেষত্বঅন্তররোগ চিকিৎসাবিজ্ঞান, সংক্রামক রোগ, রক্তবিজ্ঞান, পাকান্ত্রবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জন্ডিস
Microscopy of cholestatic liver showing bilirubin pigment, H&E stain

রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। আমাদের রক্তের লোহিত কণিকাগুলো একটা সময়ে স্বাভাবিক নিয়মেই ভেঙ্গে গিয়ে বিলিরুবিন তৈরি করে যা পরবর্তীতে লিভারে প্রক্রিয়াজাত হয়ে পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিন বেড়ে যায় আর দেখা দেয় জন্ডিস। এই রোগে চামড়া পাণ্ডুর বা ফ্যাকাশে দেখায় বলে একে আগে পাণ্ডুরোগ বলা হত।

উপসর্গ

জন্ডিস 
A 4-year-old boy with jaundiced (yellowish) scleras which later proved to be a manifestation of hemolytic anemia due to G6PD deficiency following fava bean consumption.
জন্ডিসকে ব্যাখ্যা করা হয়েছে

জন্ডিস হলে চোখ হলুদ হয়। তবে হেপাটাইটিস রোগে জন্ডিসের পাশাপাশি ক্ষুদামন্দা, অরুচি, বমি ভাব, জ্বর জ্বর অনুভূতি কিংবা কাঁপানি দিয়ে জ্বর আসা, মৃদু বা তীব্র পেট ব্যথা ইত্যাদি হতে পারে। এ সব উপসর্গ দেখা দিলে তাই অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত। চিকিৎসক শারীরিক লক্ষণ এবং রক্ত পরীক্ষার মাধ্যমে জন্ডিসের তীব্রতা ও কারণ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশনা দিয়ে থাকেন।

এই ভয়ানক প্রচলিত রোগের কারণ এবং প্রতিকার সম্পর্কে আজ আপনক্কম্নাদের জানানো হলো-

কারণ

জন্ডিস 
জন্ডিসের প্রকারভেদ
জন্ডিস 
Biliary tract dilation due to obstruction as seen on CAT scan
জন্ডিস 
Biliary tract dilation due to obstruction

লিভারের রোগ জন্ডিসের প্রধান কারণ। আমরা যা কিছুই খাই না কেন তা লিভারে প্রক্রিয়াজাত হয়। লিভার নানা কারণে রোগাক্রান্ত হতে পারে। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাসগুলো লিভারে প্রদাহ সৃষ্টি হয় যাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। আমাদের দেশসহ সারা বিশ্বেই জন্ডিসের প্রধান কারণ এই হেপাটাইটিস ভাইরাসগুলো। তবে উন্নত দেশগুলোতে অতিরিক্ত মধ্যপান জন্ডিসের একটি অন্যতম কারণ।

এ ছাড়া অটোইমিউন লিভার ডিজিজ এবং বংশগত কারণসহ আরও কিছু অপেক্ষাকৃত বিরল ধরনের লিভার রোগেও জন্ডিস হতে পারে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়ও অনেক সময় জন্ডিস হয়। তা ছাড়া থ্যালাসিমিয়া ও হিমোগ্লোবিন ই-ডিজিজের মত যে সমস্ত রোগে রক্ত ভেঙ্গে যায় কিংবা পিত্তনালীর পাথর বা টিউমার এবং লিভার বা অন্য কোথাও ক্যান্সার হলেও জন্ডিস হতে পারে। তাই জন্ডিস মানেই লিভারের রোগ এমনটি ভাবা ঠিক নয়।

রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে জন্ডিস দেখা দেয়। এই ঘটনার প্রেক্ষিতে যেসব কারণ জানা গেছে তা জেনে নিই।

১. লিভার প্রদাহ: লিভার প্রদাহে বিলিরুবিনের উৎপাদন বেড়ে যায়। ফলশ্রুতিতে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস সৃষ্টি হয়। ২. পিত্তনালীর প্রদাহ: পিত্তনালীর প্রদাহে বিলিরুবিন শোষণ ব্যাহত হয়। ফলে বিলিরুবিন বৃদ্ধি পেতে থাকে। ৩. পিত্তনালীর ব্লকঃ পিত্তনালীতে ব্লক হলে লিভার বিলিরুবিন সরাতে ব্যর্থ হয়। বেড়ে যায় জন্ডিসের সম্ভাবনা। ৪. গিলবার্ট’স সিনড্রোম: এই অবস্থায় এনজাইমের কার্যক্ষমতা কমে যায়। এর ফলে পিত্তের রেচনতন্ত্রে সমস্যা হয় এবং বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়। ৫. ডুবিন-জনসন সিনড্রোম: এই বংশগত রোগে লিভার থেকে বিলিরুবিন শোষণ হতে বাঁধা দেয়। ফলশ্রুতিতে জন্ডিস হওয়ার সম্ভাবনা বাড়ে।

প্রতিরোধ

চিকিৎসা সাধারণত নির্ভর করে ঠিক কি কারণে জন্ডিস হলো তার উপর। তবে জন্ডিস থেকে বেঁচে থাকতে আমাদের কিছু করণীয় আছে। জন্ডিস প্রতিরোধে সে সম্পর্ক জেনে নেওয়া দরকার।

১. হেপাটাইটিস-এ ও ই খাদ্য ও পানির মাধ্যমে সংক্রমিত হয়। আর বি, সি এবং ডি দূষিত রক্ত, সিরিঞ্জ এবং আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। তাই সব সময় বিশুদ্ধ খাদ্য ও পানি খেতে হবে। শরীরে রক্ত নেয়ার দরকার হলে অবশ্যই প্রয়োজনীয় স্ক্রিনিং করে নিতে হবে। ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করাটাও খুবই জরুরী। ২. মদ্য পান থেকে বিরত থাকুন। ৩. কল কারখানার রাসায়নিক পদার্থ থেকে দূরে থাকুন। ৪. নেশাদ্রব্য গ্রহণ করা থেকে বিরত থাকুন। ৫. ব্যবহারকৃত ইনজেকশন কিংবা নাক-কান ফোঁড়ানোর সুই ব্যবহার করবেন না। যারা সেলুনে সেভ করেন, তাদের খেয়াল রাখতে হবে যেন আগে ব্যবহার করা ব্লেড বা ক্ষুর আবারো ব্যবহার করা না হয়। ৬. নিরাপদ যৌনমিলন করুন। ৭. হেপাটাইটিস এ এবং বি হওয়ার আশঙ্কা মুক্ত থাকতে হেপাটাইটিস এ এবং বি এর ভ্যাকসিন গ্রহণ করুন।

জন্ডিস অনেক ক্ষেত্রেই মৃত্যুর কারণ হতে পারে। তাই এই রোগ থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

তথ্যসূত্র

  • জন্ডিস  উইকিঅভিধানে jaundice-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।
  • জন্ডিস  উইকিমিডিয়া কমন্সে জন্ডিস সম্পর্কিত মিডিয়া দেখুন।


Tags:

জন্ডিস উপসর্গজন্ডিস কারণজন্ডিস প্রতিরোধজন্ডিস তথ্যসূত্রজন্ডিস বহিঃসংযোগজন্ডিসwikt:jauneইংরেজি ভাষাবিলিরুবিন

🔥 Trending searches on Wiki বাংলা:

যশোর জেলাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনরামযৌনপল্লিফাতিমানিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলজাতীয় স্মৃতিসৌধও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদচৈতন্য মহাপ্রভুমোশাররফ করিমদেশ অনুযায়ী ইসলামবনলতা সেন (কবিতা)কাজী নজরুল ইসলামসাইবার অপরাধঢাকা মেট্রোরেলমহিবুল হাসান চৌধুরী নওফেলভূমিকম্পক্বিবলা পরিবর্তনআতিফ আসলামএস এম সুলতানকচুজীবনানন্দ দাশকাশ্মীরবাংলাদেশের রাষ্ট্রপতিখালেদা জিয়াচণ্ডীদাসদৈনিক প্রথম আলোক্লিওপেট্রামক্কা বিজয়প্রীতি জিনতাদৈনিক ইনকিলাববাংলাদেশ ছাত্রলীগপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাপ্রধান পাতাতুরস্ককৃত্তিবাসী রামায়ণইসলামের ইতিহাসবৃষ্টিবেল (ফল)দীপু মনিবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রমৈমনসিংহ গীতিকাআয়াতুল কুরসিমিশরলালবাগের কেল্লাবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়প্রাক-ইসলামি আরবের নারীমধুমতি এক্সপ্রেসসমাজসেবা অধিদফতরবাংলা লিপিটেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাঈদুল ফিতরজগদীশ চন্দ্র বসুন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাললা লিগাউসমানীয় সাম্রাজ্যবুড়িমারী এক্সপ্রেসডিএনএআন্দ্রে রাসেলমুখমৈথুনজবাওমানতাসনিয়া ফারিণবাংলা সাহিত্যের ইতিহাসনাটকহামকারকপ্রথম গোপালশব্দ (ব্যাকরণ)অ্যাস্টন ভিলা ফুটবল ক্লাবঅণুজীববাংলাদেশের জনমিতিরামপ্রসাদ সেনবল্লাল সেনচাকমাবিদ্যালয়🡆 More