গ্রিনহাউজ গ্যাস

বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে।এটি গ্রিনহাউস প্রভাবের মৌলিক কারণ। পৃথিবীর বায়ুমন্ডলে প্রাথমিক গ্রিনহাউস গ্যাস গুলোর মধ্যে আছে জলীয় বাষ্প,কার্বন ডাই অক্সাইড,মিথেন,নাইট্রাস অক্সাইড এবং ওজোন।গ্রিনহাউস গ্যাস ছাড়া পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা হত -১৮ °C (0 °F), যা বর্তমানে ১৫ °C(৫৯ °F) সৌর জগতের বিভিন্ন গ্রহ যেমন শুক্র ,মঙ্গল ইত্যাদির বায়ুমন্ডলেও বিভিন্ন গ্রিনহাউস গ্যাস রয়েছে।

গ্রিনহাউজ গ্যাস
শক্তির উৎস (সূর্য), পৃথিবীর উপরিভাগ, পৃথিবীর বায়ুমণ্ডলমহাশূন্যের মধ্যে শক্তির ক্রমসঞ্চালনের একটি উপস্থাপনা।

১৭৫০ সালের দিকে শিল্প বিপ্লবের পর ২০১৭ সাল পর্যন্ত মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ুমন্ডলে ৪০% কার্বন ডাই অক্সাইড গ্যাস বৃদ্ধি করেছে। কার্বন ডাই অক্সাইডেরর এই বৃদ্ধির বেশীর ভাগই ঘটেছে মূলত জীবাশ্ম জ্বালানি ,কয়লা ,তেল ,প্রাকৃতিক গ্যাস পোড়ানোর ফলে। এছাড়াও বন ঊজার ,ভূমি ব্যবহারে পরিবর্তন ,ভূমিক্ষয় ও কৃষিও দ্বায়ি। ধারণা করা হয় ,বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাস নির্গত হচ্ছে তা যদি অব্যাহত থাকে তাহলে ২০৪৭ সালের মধ্যে বাস্তু তন্ত্র(Ecosystem) ও জীববৈচিত্র সহ বিভিন্ন প্রাণি ও মানুষের উপড় এর মারাত্মক খারাপ প্রভাব পড়বে। সাম্প্রতিক পর্যবেক্ষণে বর্তমান নিঃসরণ হার ২০৩৬ সালের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ২ °C (ডিগ্রী সেলসিয়াস) পর্যন্ত বাড়তে পারে।

পৃথিবীর বায়ুমন্ডলে গ্যাস সমূহ

গ্রিনহাউজ গ্যাস 
তড়িৎ-চৌম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্যের যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যে বায়ুমন্ডলিয় শোষণ ও বিচ্ছুরণ ঘটে.

গ্রিনহাউস গ্যাসগুলো

বায়ুমন্ডলের যে সকল গ্যাস তাপীয় অবলোহিত সীমার মধ্যে বিকিরিত শক্তি শোষণ ও নির্গত করে সে সকল গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলে।এটি গ্রিনহাউস প্রভাবের মৌলিক কারণ। যেসকল গ্রিনহাউস গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে প্রচুর পরিমানে পাওয়া যায়ঃ

  • জলীয় বাষ্প (H
    2
    O
    )
  • কার্বন ডাই অক্সাইড (CO
    2
    )
  • মিথেন (CH
    4
    )
  • নাইট্রাস অক্সাইড (N
    2
    O
    )
  • ওজোন (O
    3
    )
  • ক্লোরো ফ্লোরো কার্বন সমূহ(CFCs)
  • হাইড্রোফ্লুরো কার্বন সমূহ( HCFCs and HFCs সহ)

বায়ু মন্ডলে গ্রিনহাউস গ্যাস এর ঘনত্ব মূলত এর উৎস(প্রাকৃতিকভাবে এবং মানুষের কর্মকন্ডের দ্বারা নির্গত) ও ব্যবহৃত হয়ে যাওয়ার(বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগে রুপান্তরের) পরিমাণ এর উপর নির্ভর করে। নির্গত গ্যাসের যে অংশ বায়ুমন্ডলে থেকে যায় তাকে 'বায়ুবাহিত ভগ্নাংশ' বা "airborne fraction" (AF) বলে।২০০৬ সালে কার্বন ডাই অক্সাইডের জন্য এটি ছিল ০.৪৫। ১৯৫৯ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাৎসরিক 'বায়ুবাহিত ভগ্নাংশ' বা "airborne fraction" বৃদ্ধি পেয়েছিল প্রতিবছর ০.২৫ ± ০.২১%।.

গ্রিনহাউস গ্যাস নয় যে গ্যাস সমূহ

বায়ুমন্ডলের প্রধান উপাদান সমূহ যেমন-নাইট্রোজেন(N
2
),অক্সিজেন(O
2
),এবং আর্গন(Ar) গ্রিনহাউস গ্যাস নয়।কারণ তারা অবলোহিত রশ্মি শোষণ করেনা।আবার মনো অক্সাইড]] অথবা হাইড্রোজেন ক্লোরাইড অবলোহিত রশ্মি শোষণ করলেও তাদের সক্রিয়তা ও দ্রবণীয়তার জন্য তারা বায়ু মন্ডলে অতি স্বল্প সময়ের জন্য থাকতে পারে।সেজন্য,গ্রিনহাউস প্রতিক্রিয়া তে তাদের তাৎপর্যপূর্ণ অংশগ্রহণ না থাকায় গ্রিনহাউস গ্যাস হিসাবে বিবেচনা করে থাকে না।

বিকিরণের পরোক্ষ প্রতিক্রিয়া

গ্রিনহাউজ গ্যাস 
এই চিত্রের মেকি বর্ণ দ্বারা বায়ুমন্ডলের নিম্ন স্তরের কার্বন মনো অক্সাইডের ঘনত্ব দেখানো হচ্ছে যার সীমা ৩৯০ পিপিবি(বাদা্মী কালো),থেকে ২২০ পিপিবি(লাল),থেকে ৫০ পিপিবি(নীল)।

তথ্যসূত্র

Tags:

গ্রিনহাউজ গ্যাস পৃথিবীর বায়ুমন্ডলে গ্যাস সমূহগ্রিনহাউজ গ্যাস তথ্যসূত্রগ্রিনহাউজ গ্যাসকার্বন ডাই অক্সাইডগ্যাসনাইট্রাস অক্সাইডশক্তি

🔥 Trending searches on Wiki বাংলা:

বাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাফিলিস্তিনমুঘল সম্রাটউমর ইবনে আবদুল আজিজছোটগল্পসিঙ্গাপুরখাদ্য২০২৪ কোপা আমেরিকাওয়ার্ল্ড ওয়াইড ওয়েবআল্লাহহিলফুল ফুজুলডিপজলইন্ডিয়ান সুপার লিগদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ সেনাবাহিনীসাইবার অপরাধবুর্জ খলিফাঢাকা মেট্রোরেলপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)বাংলাদেশের প্রশাসনিক অঞ্চলজীববৈচিত্র্যউমর ইবনুল খাত্তাবসাদিয়া জাহান প্রভামিশকাতুল মাসাবীহহার্নিয়াআব্দুল সামাদজন্ডিসমুর্শিদাবাদ জেলাভারতের নামসমূহবিজ্ঞাপনসূরা নাসযৌনপল্লিমাহিয়া মাহিরবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)ইউটিউববাংলাদেশের জাতিগোষ্ঠীজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলাদেশের উপজেলার তালিকাসালাহুদ্দিন আইয়ুবিবাংলাদেশ সেনাবাহিনীর কর্মরত জেনারেলদের তালিকামৌলিক পদার্থের তালিকাধর্মদারুল উলুম দেওবন্দভিয়েতনাম যুদ্ধবৃষ্টিমাজলচর পাখিভালোবাসাআব্বাসীয় খিলাফতনীল বিদ্রোহবর্তমান (দৈনিক পত্রিকা)চেন্নাই সুপার কিংসজয়নুল আবেদিনশাবনূর অভিনীত চলচ্চিত্রের তালিকা২০২৪বিন্দুবাংলাদেশ সরকারি কর্ম কমিশনঅ্যান্টিবায়োটিক তালিকাআর্দ্রতামহাসাগরভারতের সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ব্যাকটেরিয়ামানব শিশ্নের আকারমুহাম্মাদের স্ত্রীগণমধুমতি এক্সপ্রেসঅণুজীবগ্রীষ্মহিট স্ট্রোকবাংলাদেশের জেলাসমূহের তালিকাদোয়া কুনুতপুদিনামমতা বন্দ্যোপাধ্যায়পৃথিবীধর্মীয় জনসংখ্যার তালিকাভাষা আন্দোলন দিবসকবিতাপ্রথম বিশ্বযুদ্ধের কারণসিন্ধু সভ্যতা🡆 More