গজেন্দ্রকুমার মিত্র

গজেন্দ্রকুমার মিত্র (জন্ম: ১১ নভেম্বর ১৯০৮ - মৃত্যু: ১৬ অক্টোবর ১৯৯৪) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক। রবীন্দ্র-শরৎ উত্তর বাংলা সাহিত্যে বিভূতিভূষণ-তারাশঙ্করের পর বাঙালী মধ্যবিত্ত সমাজকে উপজীব্য করে যে সকল কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে গজেন্দ্রকুমার মিত্র অন্যতম।

গজেন্দ্রকুমার মিত্র
জন্ম১১ নভেম্বর ১৯০৮
কলকাতা, বৃটিশ ভারত
মৃত্যু১৬ অক্টোবর ১৯৯৪
কলকাতা,ভারত
পেশাসাহিত্যিক ও প্রকাশক
ভাষাবাংলা
জাতীয়তাভারত
নাগরিকত্বভারতীয়
উল্লেখযোগ্য রচনাকলকাতার কাছেই, পৌষ ফাগুনের পালা
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্য অকাদেমী পুরস্কার, রবীন্দ্র পুরস্কার
সক্রিয় বছর১৯০৮-১৯৯৪
দাম্পত্যসঙ্গীপ্রতিমা মিত্র
সন্তাননাই
আত্মীয়মহেন্দ্রকুমার মিত্র(পিতা)
সুধীরাবালা দেবী(মাতা)

গজেন্দ্রকুমার মিত্র সাহিত্য প্রবেশদ্বার

জন্ম ও শিক্ষাজীবন

গজেন্দ্রকুমার মিত্রের জন্ম ১৯০৮ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর বৃটিশ ভারতের কলকাতা শহরে। বাল্যশিক্ষা শুরু হয় কাশীর এংলো-বেঙ্গলী স্কুলে। কলকাতায় ফিরে এসে ঢাকুরিয়া অঞ্চলে গজেন্দ্রকুমার বসবাস শুরু করেন এবং বালিগঞ্জ জগদ্বন্ধু ইনস্টিটিউশনে ভর্তি হন। স্কুল জীবন অতিক্রম করে অতঃপর তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। আই.এসসি পড়া অসমাপ্ত রেখে বই এর ব্যবসায় যোগ দেন। ১৯৩৬ খ্রিস্টাব্দে বন্ধু সুমথনাথ ঘোষের সঙ্গে কলকাতায় "মিত্র ও ঘোষ" নামক বিখ্যাত প্রকাশনা সংস্থা স্থাপন করেন। ১৯৪০ সাল পর্যন্ত্ বই বিক্রি করেছেন গজেন্দ্রকুমার।

কর্মজীবন

স্কুল শিক্ষা সমাপ্তির কিছু পরেই বন্ধু সুমথনাথের সঙ্গে মাসিক সাহিত্যিক পত্রিকা 'কথাসাহিত্য' শুরু করেন। গজেন্দ্রকুমারের প্রথম প্রকাশিত উপন্যাস 'মনে ছিল আশা', গল্পগ্রন্থ 'স্ত্রিয়াশ্চরিত্রম' | ১৯৫৯ সালে তার 'কলকাতার কাছেই' উপন্যাস সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হয়। 'কলকাতার কাছেই', 'উপকন্ঠে', 'পৌষ-ফাগুনের পালা'-এই ট্রিলজিকে (ত্রয়ী উপন্যাস) আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস বলে গণ্য করা হয়। পৌষ-ফাগুনের পালা ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কার পায়। গজেন্দ্রকুমারের লেখনীর বিচরণক্ষেত্র বিরাট ও ব্যাপক, সামাজিক উপন্যাস, পৌরানিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, ছোট গল্প.কিশোর সাহিত্য-সর্বত্র তার অবাধ গতি। সুদীর্ঘ ষাট বছরের অধিককাল ধরে তার কয়েক হাজার ছোটগল্প ও পঞ্চাশটিরও বেশি উপন্যাস প্রকাশিত হয়েছে। অন্যান্য উপন্যাস গ্রন্থ গুলি হল -

  • 'রাত্রির তপস্যা' (১৯৫০)
  • 'পাঞ্চজন্য'(১৯৭৯)
  • 'বহ্নিকন্যা'(১৯৬০)
  • 'রাই জাগো রাই জাগো' প্রভৃতি। উল্লেখযোগ্য ছোটগল্প গ্রন্থ হল -
  • 'কথা কল্পনা কাহিনী'
  • 'স্বর্ণমৃগ'

ছোটদের জন্য 'রামায়ণ'

আত্মজীবনীমূলক গ্রন্থ-

  • 'আদি আছে অন্ত নেই'

পুরস্কার

মৃত্যু

১৯৯৪ সালের ১৬ অক্টোবর তার তিরোধান ঘটে।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

গজেন্দ্রকুমার মিত্র জন্ম ও শিক্ষাজীবনগজেন্দ্রকুমার মিত্র কর্মজীবনগজেন্দ্রকুমার মিত্র পুরস্কারগজেন্দ্রকুমার মিত্র মৃত্যুগজেন্দ্রকুমার মিত্র আরও দেখুনগজেন্দ্রকুমার মিত্র তথ্যসূত্রগজেন্দ্রকুমার মিত্র বহিঃসংযোগগজেন্দ্রকুমার মিত্রভারত

🔥 Trending searches on Wiki বাংলা:

মহাদেশআল্লাহবিশ্ব ম্যালেরিয়া দিবসবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাকুমিল্লা জেলাআশালতা সেনগুপ্ত (প্রমিলা)মানব দেহমাটিচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানঢাকা বিশ্ববিদ্যালয়ইসলামমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাসুকুমার রায়মৈমনসিংহ গীতিকাওয়ালটন গ্রুপরাজ্যসভারঙের তালিকাসূরা ফাতিহাটিকটকআমাশয়বাংলাদেশের শিক্ষামন্ত্রীঅভিস্রবণমুস্তাফিজুর রহমানআবহাওয়াঊষা (পৌরাণিক চরিত্র)মাহরামতুলসীইস্তেখারার নামাজকবিতাআমবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাবাগদাদ অবরোধ (১২৫৮)বাল্যবিবাহবাণাসুরইউরোপীয় ইউনিয়নফিলিস্তিনক্রিয়েটিনিনমৌসুমীপথের পাঁচালী (চলচ্চিত্র)অক্ষয় তৃতীয়াভারতীয় জাতীয় কংগ্রেসরবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মরুমানা মঞ্জুরচীনজাযাকাল্লাহবাংলাদেশ সরকারপ্রথম বিশ্বযুদ্ধের কারণনকশীকাঁথা এক্সপ্রেসকানাডাআব্বাসীয় খিলাফতসূরা ফালাকমামুনুল হকদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনইতিহাসছয় দফা আন্দোলনই-মেইলসমরেশ মজুমদারঅমর্ত্য সেনবাংলাদেশ সিভিল সার্ভিসনিজামিয়া মাদ্রাসাইস্ট ইন্ডিয়া কোম্পানিইন্দোনেশিয়াআন্তর্জাতিক শ্রমিক দিবসভরিহুমায়ূন আহমেদবাংলাদেশ আওয়ামী লীগচট্টগ্রামজোট-নিরপেক্ষ আন্দোলনজওহরলাল নেহেরুপান (পাতা)দ্বিতীয় মুরাদবাংলাদেশের মন্ত্রিসভান্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালবিসমিল্লাহির রাহমানির রাহিমউপসর্গ (ব্যাকরণ)সজনে🡆 More