খালিস্তান

খালিস্তান (পাঞ্জাবি: ਖ਼ਾਲਿਸਤਾਨ , বিশুদ্ধ ভূমি, হিন্দি: ख़ालिस्तान, উর্দু: خالصتان‎‎, ইংরেজি: Khalistan) দক্ষিণ এশিয়ার পাঞ্জাব অঞ্চলে জাতীয়তাবাদের ভিত্তিতে প্রস্তাবিত একটি স্বতন্ত্র ও সার্বভৌম দেশ। প্রস্তাবিত রাষ্ট্রকে ভূখণ্ডগতভাবে ভারতীয় পাঞ্জাব রাজ্য থেকে শুরু করে বৃহত্তর পাঞ্জাব অঞ্চল পর্যন্ত অথবা অনেক সময় এর প্রতিবেশী ভারতীয় রাজ্যসমূহকেও অন্তর্ভুক্ত করে সংজ্ঞায়িত করা হয়। পাঞ্জাব অঞ্চল শিখদের ঐতিহ্যগত মাতৃভূমি। ইংরেজ দ্বারা অধিকৃত হবার আগে পাঞ্জাব শিখদের দ্বারা ৮২ বছর শাসিত হয়; ১৭৬৭ থেকে ১৭৯৯ সাল পর্যন্ত সমগ্র পাঞ্জাব শিখ মিসল (সার্বভৌম শিখ রাষ্ট্র) সমূহের অধীন ছিল, তারপর মহারাজা রণজিৎ সিং শিখ মৈত্রী সঙ্ঘকে শিখ সাম্রাজ্যের মাঝে একীভূত করেন। তবে সেখানে শিখদের পাশাপাশি অনেক হিন্দু ও মুসলিমও বসবাস করত, এবং ১৯৪৭ সালের আগে শিখরা ব্রিটিশ অখণ্ড পাঞ্জাব রাজ্যের শুধুমাত্র লুধিয়ানা জেলায় সংখ্যাগরিষ্ঠ ছিল। ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের মাধ্যমে মুসলিম লীগ যখন মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবী জানায়, তখন কিছু শিখ নেতা উদ্বিগ্ন হয়ে পড়েন যে হিন্দু ও মুসলিমের ভিত্তিতে ভারত বিভাজিত করলে শিখ সম্প্রদায়ের কোন স্বাধীন মাতৃভূমি থাকবে না। তারা তখন বৃহত্তর পাঞ্জাব অঞ্চলে বিস্তৃত খালিস্তান নামক একটি ধর্মরাষ্ট্র সৃষ্টির ধারণা পেশ করেন।

খালিস্তান
খালিস্তান রাষ্ট্রের একটি প্রস্তাবিত পতাকা।

ইতিহাস

শিখ বিচ্ছিন্নতাবাদীরা দাবী করেন যে শিখরা বরাবরই একটি পৃথক ও সার্বভৌম জাতি ছিল, এবং দক্ষিণ এশিয়ার শিখ অধ্যুষিত এলাকাগুলো দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হবার পূর্ব পর্যন্ত বহু শতাব্দী ধরে স্বাধীন ছিল। ১৮৪৮-১৮৪৯ খ্রিষ্টাব্দে সংঘটিত এ যুদ্ধের ফলে শিখ সাম্রাজ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হয়, পাঞ্জাব অঞ্চল কোম্পানি শাসনের অন্তর্ভুক্ত হয় এবং তা পরবর্তীতে উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে পরিণত হয়। অনেক শিখ বিশ্বাস করেন যে ১৯৪৭ সালে ভারত বিভাজনের সময়, হিন্দু-মুসলিমদের পাশাপাশি শিখদেরকেও একটি পূর্ণ সার্বভৌম অথবা পাকিস্তানের অধীনে একটি অর্ধ সার্বভৌম রাষ্ট্রের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, পরবর্তীতে রাজনৈতিক অদূরদর্শিতার কারণে যা থেকে শিখরা বঞ্চিত হয় এবং পাঞ্জাব রাজ্য ভারত-পাকিস্তানের মাঝে বিভাজিত হয়।

শিখ ধর্ম

উৎপত্তি

শিখ সাম্রাজ্য

খালিস্তান 
মহারাজা রণজিৎ সিং এর অধীনে শিখ সাম্রাজ্য।

ব্রিটিশ ভারত

খালিস্তান 
১৯০৯ সালে ব্রিটিশ পাঞ্জাব প্রদেশ

স্বাধীন ভারতে বৈষম্যের প্রাথমিক অভিযোগ

পাঞ্জাবী সুবাহ

ভাষা সমস্যা

খালিস্তান 
দক্ষিণ এশিয়ায় পাঞ্জাবী ভাষার বিস্তার।

নদী জলের বিতর্ক

হরমন্দির সাহেবে ১৯৫৫ সালের হামলা

অকালি দলের দাবী

খালিস্তান জাতীয় পরিষদ

লালা ভগত রাও

ব্লু স্টার অভিযান

ইন্দিরা গান্ধীকে গুপ্তহত্যা ও শিখদের গণহত্যা

এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৮২

চরমপন্থা হ্রাস

ভারতের বাহির হতে সমর্থন

কানাডীয় শিখ প্রবাসী

যুক্তরাজ্যের শিখ প্রবাসী

পাকিস্তান

আন্তর্জাতিক রাজনৈতিক সমর্থন

যুক্তরাষ্ট্রে এই ধারণার রাজনৈতিক সমর্থনকারীদের মধ্যে রয়েছেন রাজনীতিবিদ ড্যান বার্টন, জেসি হেল্মস এবং এডলফাস টাউনস। অন্যান্য সহানুভূতিশীলদের মাঝে রয়েছেন যুক্তরাজ্যের রাজনীতিবিদ এরিক লাবক, এভবরীর ৪র্থ ব্যারন, নাজির আহমেদ, ব্যারন আহমেদ, এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাবেক প্রধান ও পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত মুহাম্মাদ জিয়া-উল-হক, যিনি জন্মসূত্রে একজন ভারতীয় পাঞ্জাবী এবং তার বিরুদ্ধে ভারত সরকার থেকে ব্লু স্টার অভিযানের সময় শিখ জঙ্গীদের কাছে অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয় কিন্তু তিনি জঙ্গীদের সাথে সম্পৃক্ততার দায় অস্বীকার করেন।

রাজিব-লঙ্গোয়াল সন্ধিচুক্তি

বর্তমান অবস্থা

শিখ গণভোট ২০২০

স্বর্ণমন্দির অবরোধের ৩০ বছর পূর্তি উপলক্ষে ৬ জুন ২০১৪ সালে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসী শিখদের একটি বড় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সমাবেশের উদ্যোক্তারা প্রবাসী শিখদের জন্য ২০২০ সালের মাঝে একটি গণভোট আয়োজনের ঘোষণা দেন, যার উদ্দেশ্য "শিখরা পাঞ্জাবের আদিবাসী জনগোষ্ঠী, তাদের একটি ঐতিহাসিক স্বদেশ, পৃথক ধর্ম এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, এর ভিত্তিতে আমি ভারত অধিকৃত পাঞ্জাবে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অভিলাষী" (ইংরেজি: “I aspire for the formation of a sovereign and independent country in Indian occupied Punjab, on the basis that Sikhs are the indigenous people of Punjab, have a historical homeland, a separate religion and have the right to self-determination”) এই বিবৃতির পরিপ্রেক্ষিতে প্রবাসী শিখদের মতামত গ্রহণ করা। ২৫ সেপ্টেম্বর ২০১৫ সালে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেকসই উন্নয়ন বিষয়ে জাতিসংঘের বিশেষ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকালে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে শিখ ও পতিদার (প্যাটেল) সম্প্রদায়ের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করে। শিখস ফর জাস্টিস (এসএফজে) ব্যানারতলে বিক্ষোভকারীরা ভারতবিরোধী ও মোদীবিরোধী স্লোগান দেয় এবং পাঞ্জাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে একটি পৃথক খালিস্তান রাষ্ট্রের জন্য ২০২০ সালে গণভোট দাবি করে।

আরও দেখুন

তথ্যসূত্র

আরও পড়ুন

বহিঃসংযোগ

Tags:

খালিস্তান ইতিহাসখালিস্তান উৎপত্তিখালিস্তান পাঞ্জাবী সুবাহখালিস্তান অকালি দলের দাবীখালিস্তান জাতীয় পরিষদখালিস্তান ব্লু স্টার অভিযানখালিস্তান ইন্দিরা গান্ধীকে গুপ্তহত্যা ও শিখদের গণহত্যাখালিস্তান ভারতের বাহির হতে সমর্থনখালিস্তান রাজিব-লঙ্গোয়াল সন্ধিচুক্তিখালিস্তান বর্তমান অবস্থাখালিস্তান শিখ গণভোট ২০২০খালিস্তান আরও দেখুনখালিস্তান তথ্যসূত্রখালিস্তান আরও পড়ুনখালিস্তান বহিঃসংযোগখালিস্তানইংরেজি ভাষাউর্দু ভাষাজাতীয়তাবাদধর্মরাষ্ট্রপাঞ্জাব (ভারত)পাঞ্জাব অঞ্চলপাঞ্জাবি ভাষাভারত বিভাজনমুসলিম লীগলাহোর প্রস্তাবলুধিয়ানাশিখশিখ সাম্রাজ্যহিন্দি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

বঙ্গাব্দক্রিকেটএ. পি. জে. আবদুল কালামপাল সাম্রাজ্যঅস্ট্রেলিয়ারবীন্দ্রনাথ ঠাকুরের জীবন (১৮৬১–১৯০১)পর্নোগ্রাফিচর্যাপদের কবিগণএল নিনোময়মনসিংহ জেলাপ্রথম উসমানমুম্বইমিশরএকচেটিয়া বাজারহানিফ সংকেতমালয়েশিয়ার ইতিহাসস্বামী বিবেকানন্দবাংলাদেশী টাকারবীন্দ্রসঙ্গীতমৌলিক পদার্থবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাবাংলাদেশের ইতিহাসবাংলাদেশের ইউনিয়নের তালিকাচট্টগ্রামবিশ্বায়নকারকনিউটনের গতিসূত্রসমূহস্মার্ট বাংলাদেশযোগান ও চাহিদাকবিতাবিশ্ব পরিবেশ দিবসরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)গরুমানব শিশ্নের আকারজান্নাতুল ফেরদৌস পিয়াসন্ধিকৃত্রিম বুদ্ধিমত্তাডেঙ্গু জ্বরসৈয়দ সায়েদুল হক সুমনওমানভারতীয় জনতা পার্টিসামুদমাইটোকন্ড্রিয়াসালাহুদ্দিন আইয়ুবিমাইকেল মধুসূদন দত্তপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ)ঢাকাসূরা ফাতিহাহনুমান জয়ন্তীপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদভূমণ্ডলীয় উষ্ণতা বৃদ্ধিআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকাচাহিদাফুটবল ক্লাব বার্সেলোনাআতিফ আসলামপৃথিবীমুসাফিরের নামাজ২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (এপ্রিল ২০২৩)হার্নিয়াব্যবসাচণ্ডীমঙ্গলপ্রাকৃতিক ভূগোলজবাপাকিস্তানের সাধারণ নির্বাচন, ১৯৭০পেশাকোকা-কোলাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়গ্লান লিঙ্গইস্তেখারার নামাজবাংলাদেশ রেলওয়েবাংলাদেশ সেনাবাহিনীর প্রধান২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (ডিসেম্বর ২০২২)সুকুমার রায়বাংলাদেশ বিমান বাহিনীকুমিল্লা জেলাব্যাকটেরিয়াসোনাশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড🡆 More