করিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাব

করিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাব (ব্রাজিলীয় পর্তুগিজ: ; ইংরেজি: Sport Club Corinthians Paulista; ব্রাজিলের অত্যন্ত জনপ্রিয় ফুটবল ক্লাব। সচরাচর এটি তিমাও (আইপিএ: ) বা (), করিঙ্গাও (আইপিএ: ) কিংবা করিন্থিয়ান্স নামেই বিশ্বব্যাপী পরিচিত। দলটি ২০১২ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করে। সাও পাউলোভিত্তিক বহুক্রীড়ায় অংশগ্রহণকারী দলটি রাজ্য বিভাগে ক্যাম্পিওনাতো পলিস্তা এবং ব্রাজিলের শীর্ষ জাতীয় লীগ ক্যাম্পিওনাতো ব্রাজিলিইরোতে নিয়মিতভাবে অংশগ্রহণ করে। করিন্থিয়ান্স শীর্ষস্থানীয় ব্রাজিলের ফুটবল ক্লাবের সমন্বয়ে গড়া ক্লাব দোস ১৩-এর প্রতিষ্ঠাকালীন সদস্য।

করিন্থিয়ান্স
করিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাব
পূর্ণ নামস্পোর্ট ক্লাব করিন্থিয়ান্স পলিস্তা
ডাকনামতিমাও (বিগ টিম/হেম)
টাইম দো পোভো (দ্য পিপল'স ক্লাব)
করিঙ্গাও
তোদো পোদারোজো (অলমাইটি)
প্রতিষ্ঠিতসেপ্টেম্বর ১, ১৯১০; ১১৩ বছর আগে (September 1, 1910)
মাঠআরেনা করেনথাস (২০১৪ থেকে)
ধারণক্ষমতা৪৯,২০৫
সভাপতিমারিও গব্বি
প্রধান কোচতিতে
লিগক্যাম্পিওনাতো ব্রাসিলেইরো সিরি এ
২০২০২য়
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
করিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাব বর্তমান মৌসুম

ইতিহাস

১৯১০ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবটি বেশ কয়েকবার তাদের ডাক নাম পরিবর্তন করেছে। তন্মধ্যে - তিমাও (অর্থ - বড় দল) নামটি সবিশেষ উল্লেখযোগ্য যা ব্রাজিলে তাদের জনপ্রিয়তার নিদর্শন বহন করে আসছে। ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে গবেষণা প্রতিষ্ঠান আইবোপ, ডাটা ফোহা এবং সিএনটি/সেন্সাস নামীয় তিনটি পৃথক জনমত জরীপ কার্য পরিচালনা করে। ফলাফলে দেখা গেছে যে, ১৩.২% থেকে ১৪% ব্রাজিলীয় জনগোষ্ঠী করিন্থিয়ান্সকে পছন্দ করে। জনসংখ্যার আকারে তা আনুমানিক ২৪ থেকে ২৬ মিলিয়ন সমর্থক এ দলের পক্ষে গেছে। গ্যাভিওজ ডা ফায়েল, ক্যামিসা ১২, কোরিঙ্গাও চপ, প্যাভিলহাও ৯ এবং এস্তোপিম ডা ফায়েল নামে অনেকগুলো করিন্থিয়ান্স সমর্থকগোষ্ঠী গড়ে উঠেছে।

করিন্থিয়ান্স ক্লাবটি এ মুহুর্তে ব্রাজিলের সর্বাপেক্ষা ধনী দল হিসেবে স্বীকৃত। ২০১১ সালে তাদের বার্ষিক আয় R$২৯৩ মিলিয়ন ব্রাজিলীয় রিয়াল (€১১৮ মিলিয়ন ইউরো / $১৪৫ মিলিয়ন ডলার)। দেশের সর্বাপেক্ষা দামী ক্লাব হিসেবে ২০১২ সালে আয় করেছিল R$১.০০৫ বিলিয়ন ব্রাজিলীয় রিয়াল (€৪০৪ মিলিয়ন ইউরো / $৪৯৬ মিলিয়ন ডলার)।

তিমাও'রা তাদের নিজ খেলাগুলো প্যাকেইম্বুতে খেলে থাকে। এ মাঠে সর্বোচ্চ ৪০,১৯৯ জন দর্শকের অংশগ্রহণের রেকর্ড ধারণ করা হয়েছে। ২০১৩ সালে নিজস্ব মাঠ এরিনা করিন্থিয়াসে খেলবে। এতে দর্শক সংখ্যার ধারণ ক্ষমতা থাকবে ৪৮,০০০।

সাদা শার্ট, কালো প্যান্ট এবং সাদা মোজা সহযোগে ১৯২০ সাল থেকে মাঠে নামছে। নাইকি তাদের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

সাফল্যগাঁথা

প্রাদেশিক চ্যাম্পিয়নশীপে তারা রেকর্ডসংখ্যক ২৬বার জয়ী হয়। ক্যাম্পিওনাতো ব্রাসিলেইরো সিরি এ প্রতিযোগিতায় ৫বার বিজয়ী হয়েছিল। তন্মধ্যে ১৯৯৮/৯৯ মৌসুমে ডাবল এবং কোপা দো ব্রাসিল ৩বার জয় করে। বর্তমানে করিন্থিয়ান্স ২০১২ সালের কোপা লিবারতাদোরেজ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জয় করে। দলটি ২০০০ সালে নিজ মাঠে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল।

এছাড়াও, দলটি ২০০০ সালের কোপা লিবারতাদোরেজের সেমি-ফাইনাল, ২০০৫ সালে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনাল এবং ১৯৯৪ সালে কোপা কনমেবলের সেমি-ফাইনাল পর্বে উঠেছিল।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

করিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাব ইতিহাসকরিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাব সাফল্যগাঁথাকরিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাব তথ্যসূত্রকরিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাব বহিঃসংযোগকরিন্থিয়ান্স পলিস্তা স্পোর্ট ক্লাবইংরেজি ভাষাউইকিপিডিয়া:বাংলা ভাষায় পর্তুগিজ শব্দের প্রতিবর্ণীকরণফিফা ক্লাব বিশ্বকাপফুটবল ক্লাবব্রাজিলসাও পাউলো

🔥 Trending searches on Wiki বাংলা:

নারী খৎনাবাংলাদেশবাবর২০২২ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফরইডেন গার্ডেন্সহিন্দুধর্মমৃত্যু পরবর্তী জীবনবাংলাদেশ ছাত্রলীগলালবাগের কেল্লারামআরবি বর্ণমালাআলিঈদুল ফিতর৬৯ (যৌনাসন)রক্তের গ্রুপওয়ালটন গ্রুপযতিচিহ্নশ্রাবন্তী চট্টোপাধ্যায়প্রবাসী বাংলাদেশীক্রিস্তিয়ানো রোনালদোভূগোলহিমেল আশরাফচাকমাপাবনা জেলামালয়েশিয়াবাংলাদেশ পুলিশবাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তালিকাবাংলাদেশের উপজেলার তালিকাবাংলা সাহিত্যনৃত্যআন্তর্জাতিক শ্রমিক দিবসইহুদি গণহত্যাশরীয়তপুর জেলাজেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রসন্ধিচর্যাপদের কবিগণমহিবুল হাসান চৌধুরী নওফেলপাহাড়পুর বৌদ্ধ বিহারযোগাসনমিয়া খলিফাবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রসৌদি আরবের ইতিহাসবাঙালি হিন্দু বিবাহজানাজার নামাজরাইবোজোমবিরাট কোহলিহৃৎপিণ্ডশরৎচন্দ্র চট্টোপাধ্যায়শনি (দেবতা)দেশ অনুযায়ী ইসলামজনসংখ্যা অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাবাংলাদেশের নদীবন্দরের তালিকাবাঙালি জাতিইসরায়েল–হামাস যুদ্ধআবু হানিফাইব্রাহিম (নবী)জনি সিন্সফোর্ট উইলিয়াম কলেজবাংলাদেশের কোম্পানির তালিকাকলকাতা নাইট রাইডার্সভারতীয় জনতা পার্টিগুগলবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশমৌলিক বলএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)মানবজমিন (পত্রিকা)বাংলা শব্দভাণ্ডাররাজীব গান্ধী২০২১–২২ ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরআতিকুল ইসলাম (মেয়র)বৃষ্টিবল্লাল সেনঅস্ট্রেলিয়াফিল সল্টইসলামে যৌনতাকৃষ্ণচূড়া🡆 More