ওড়িশার ইতিহাস

ওড়িশা নামটি দ্বারা ভারতবর্ষের একটি রাজ্যকে বোঝায়। ইতিহাসে বিভিন্ন সময় এই রাজ্যটি ও রাজ্যের অংশগুলি বিভিন্ন নামে পরিচিত ছিল। অঞ্চলটির সীমান্তও অতীতে বহুবার বদলেছে।

ওড়িশার ইতিহাস
প্রাচীন কলিঙ্গ সাম্রাজ্যের অন্তর্গত অঞ্চলগুলি ধূসর রঙ দিয়ে দেখানো হয়েছে।

ওড়িশায় মানব ইতিহাসের শুরু ধরা হয় পূর্ব পুরাপ্রস্তর যুগে, কারণ সেই যুগের কিছু অ্যাকিউলীয় অস্ত্র ওড়িশার কিছু কিছু অঞ্চলে পাওয়া গেছে। ওড়িশার প্রাচীন ইতিহাসের কথা মহাভারত, মহা গোবিন্দ সূত্র ও কিছু পুরাণে পাওয়া গেছে। ২৬১ খ্রিস্টাব্দে মৌর্য বংশের সম্রাট অশোক কুখ্যাত কলিঙ্গের যুদ্ধে, যা অধুনা ভুবনেশ্বরের কাছে দয়া নদীর ধারে লড়া হয়েছিল, অঞ্চলটি দখল করেন। কিন্তু যুদ্ধটির ফলে অসংখ্য প্রাণনাশ ও রক্তক্ষয় অশোকের ওপরে গভীর প্রভাব ফেলে, ও তিনি শান্তিবাদী হয়ে যান। একটি জনপ্রিয় মতে ও কিছু বিশেষজ্ঞদের মতে এর পরেই তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেন ও ভারতীয় উপমহাদেশে বৌদ্ধধর্ম প্রচারে মন দেন।

এই অঞ্চলটি সম্পর্কে পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের বহু রাজ্যও অবহিত ছিল, মূলত নৌবাণিজ্যিক সম্পর্কের কারণে।

১৫৬৮ খ্রিস্টাব্দ অঞ্চলটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সাল ধরা হয়। ১৫৬৮ সালে আইকনোক্লাস্ট কালাপাহাড়ের নেতৃত্বে শাহী বাংলার সৈন্যদল অঞ্চলটি দখল করে। ওড়িশা তার রাজনৈতিক পরিচয় ও স্বাধীনতা হারিয়ে ফেলে। ১৭৫১ সালের পরে প্রায় অর্ধশতাব্দী ধরে অঞ্চলটি মারাঠাদের দখলে থাকে। ১৮০৩ থেকে ওড়িশা ব্রিটিশ সাম্রাজ্যের দখলে থাকে। ১৮৩৬ সালে ওড়িয়া-ভাষী জেলাগুলি নিয়ে ওড়িশা প্রদেশটি তৈরি করা হয়।

ওড়িশার ঐতিহাসিক নামগুলি

অধুনা ওড়িশার অন্তর্গত অঞ্চলগুলি ইতিহাস জুড়ে একই নামে পরিচিত ছিল না। অঞ্চলটি ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন নামে পরিচিত ছিল।

তথ্যসূত্র

Tags:

ওড়িশাভারত

🔥 Trending searches on Wiki বাংলা:

ইস্ট ইন্ডিয়া কোম্পানিপাকিস্তানের আত্মসমর্পণের দলিলবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাভারতীয় জাতীয় কংগ্রেসমিজানুর রহমান আজহারীআল্লাহর ৯৯টি নামকৃষ্ণচন্দ্র রায়বাংলা স্বরবর্ণতরমুজএম. এ. চিদম্বরম স্টেডিয়ামকীর্তি আজাদলালনআল-মামুনখেজুরমুসাসূর্য সেনবাংলাদেশের স্থল বন্দরসমূহের তালিকাশ্রাবন্তী চট্টোপাধ্যায়সূরা ইখলাসমিশনারি আসনতক্ষকবাংলাদেশের ইউনিয়নঈদুল ফিতরফরাসি বিপ্লববাংলার ইতিহাসমানুষআবহাওয়াসার্বজনীন পেনশনও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদহোলিকাসাতই মার্চের ভাষণসাঁওতাল বিদ্রোহক্রোমোজোমমূলদ সংখ্যাইউরোপধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরাবাংলা শব্দভাণ্ডারআগরতলা ষড়যন্ত্র মামলাফ্রান্সসংস্কৃত ভাষাতাহাজ্জুদনেপোলিয়ন বোনাপার্টশুভাশিষ মুখোপাধ্যায়জরায়ুনাগরিকত্ব (সংশোধন) আইন, ২০১৯নামাজের সময়সমূহমুখমৈথুনধানচাঁদপুর জেলাবাংলাদেশের একাডেমিক গ্রেডিং পদ্ধতিবাংলার প্ৰাচীন জনপদসমূহডাইনোসরঅসহযোগ আন্দোলন (১৯৭১)কাজী নজরুল ইসলামের রচনাবলিবহুমূত্ররোগফাতিমা২৭ মার্চক্যান্সারজীবনানন্দ দাশইন্দিরা গান্ধীপ্রাণ-আরএফএল গ্রুপশীর্ষে নারী (যৌনাসন)বাংলাদেশের জনমিতিইসলামের পঞ্চস্তম্ভনিউমোনিয়াকোকা-কোলাবাংলাদেশের শিক্ষামন্ত্রী১৯৬০শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডবিশ্ব থিয়েটার দিবসবাংলাদেশের সংস্কৃতিসূরা ক্বদরবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাশর্করাই-মেইলদারাজবুর্জ খলিফা🡆 More