উলাই চণ্ডী

উলাই চণ্ডী হলেন নদিয়া জেলার উলা-বীরনগর গ্রামের একজন লৌকিক হিন্দু দেবী। তার উৎসব ও জনপ্রিয়তা একসময় এই অঞ্চলের অন্যান্য সমস্ত দেবদেবীর থেকে বেশি ছিল। প্রাক-বৌদ্ধযুগের বাংলার লোকায়ত ধর্মাচরণের সঙ্গে এই দেবীর গভীর সম্পর্ক আছে। প্রতি বছর বৈশাখী পূর্ণিমায় দেবীর বারোয়ারি বা সার্বজনীন বার্ষিক পূজা হয়ে থাকে।

দেবীর ঐতিহাসিকত্ব

বাংলায় বৌদ্ধযুগ তথা প্রাক-বৌদ্ধ আমলে বৈশাখী পূর্ণিমার রাতে হাড়ি জাতির অধিবাসীরা প্রথমে শুয়োর বলি দিয়ে বটবৃক্ষমূলে শিলাখণ্ডে চণ্ডীদেবীর পূজা দিত। পরবর্তীকালে ব্রাহ্মণরা ও জমিদাররা বহু মন্দির ও দেবদেবী প্রতিষ্ঠা করলেও লোকায়ত এই দেবীর পূজাকে নির্মূল করতে পারেননি।

বারোয়ারি যুগের পূজা

১২২৬ বঙ্গাব্দের (১৮১৯ খ্রিষ্টাব্দ) ২৭শে বৈশাখ 'সমাচার দর্পণ' পত্রিকায় প্রকাশিত উলাই চণ্ডীর বিবরণী:

২৮ বৈশাখ ৯ মে রবিবারে বৈশাখী পূর্ণিমাতে মোং উলাগ্রামে উলাই চ্ণ্ডীতলানামে একস্থানে বার্ষিক চণ্ডীপূজা হইবেক।.....অন্য ২ স্থানে বারোয়ারি পূজা হইয়া থাকে কিন্তু এইক্ষণে উলার তুল্য কোথাও হয় না।

এইসময় উলা-বীরনগরে একাধিক বারোয়ারি বা সার্বজনীন পূজা প্রচলিত হয়। যেমনঃ বিন্ধ্যবাসিনী পূজা, মহিষমর্দিনী পূজা, গণেশজননী পূজা ইত্যাদি। বৈশাখী পূর্ণিমা থেকে যাত্রা, তরজা, ঝুমুর গান প্রভৃতি বিনোদনের ব্যবস্থা থাকত। স্থানীয় ধনীদের পোষকতায় ময়ূরপঙ্খী সঙ্ বার করে ব্যাঙ্গাত্মক গান গেয়ে গ্রাম পরিক্রমা চলত একদল অন্যদলকে হেয় প্রতিপন্ন করতে। তবে উলাই চণ্ডীর সংস্কৃতি লোপ পায় নি। ১৮২৪-২৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত উলার দুর্গাপ্রসাদ মুখোপাধ্যায়ের 'গঙ্গাভক্তিতরঙ্গিনী' কাব্যে আছে:

অম্বিকা পশ্চিম পারে, শান্তিপুর পূর্বাধারে,
                   রাখিল দক্ষিণে গুপ্তিপাড়া,
উল্লাসে উলায় গতি, বটমূলে ভগবতী,
                   চণ্ডিকা নহেন যথা ছাড়া।
বৈশাখেতে যাত্রা হয়, লক্ষ লোক কম নয়,
                   পূর্ণিমা তিথিতে পুণ্যচয়,
নৃত্য গীত নানা নাট, দ্বিজ করে চণ্ডিপাঠ,
                   মানে যে, মানস সিদ্ধ হয়।

তথ্যসূত্র

Tags:

নদিয়া জেলাবীরনগর

🔥 Trending searches on Wiki বাংলা:

জীববৈচিত্র্যবাল্যবিবাহফরাসি বিপ্লবজব্বারের বলীখেলামাহিয়া মাহিতরমুজইহুদি ধর্মআরবি ভাষারাধাক্লিওপেট্রাবাংলাদেশের নদীবন্দরের তালিকাদিল্লী সালতানাতসহীহ বুখারীমৌলিক পদার্থের তালিকাট্রাভিস হেডঅশ্বত্থবিরাট কোহলিপাবনা জেলাঅক্ষয় তৃতীয়া২৬ এপ্রিলকিরগিজস্তানটুইটারপলিসিস্টিক ওভারি সিন্ড্রোমমাতৃভাষীর সংখ্যা অনুসারে ভাষাসমূহের তালিকালোকনাথ ব্রহ্মচারীমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাসার্বজনীন পেনশনআবু হানিফাবাংলাদেশজেরুসালেমক্রিয়েটিনিনসৌদি রিয়ালঅসহযোগ আন্দোলন (ব্রিটিশ ভারত)ইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাশব্দ (ব্যাকরণ)মাদারীপুর জেলাযতিচিহ্নস্বাস্থ্যের উপর তামাকের প্রভাবগোপালগঞ্জ জেলাবিশ্ব দিবস তালিকাহোয়াটসঅ্যাপবুর্জ খলিফাআলাউদ্দিন খিলজিঋতুপেশানেপালকাঠগোলাপনাটকরামকৃষ্ণ পরমহংসইহুদি গণহত্যাবক্সারের যুদ্ধমহাস্থানগড়ভারত২৫ এপ্রিলআলিফ লায়লাবিভিন্ন দেশের মুদ্রালোকসভামাইকেল মধুসূদন দত্তঅর্থনীতিক্রিকেটঈদুল আযহাপৃথিবীশাহবাজ আহমেদ (ক্রিকেটার)ইশার নামাজসালোকসংশ্লেষণদৌলতদিয়া যৌনপল্লিসিঙ্গাপুরদ্বিতীয় মুরাদদোয়া কুনুতইউটিউবসাঁওতালরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)বঙ্গবন্ধু-২আল্লাহতুলসীপাহাড়পুর বৌদ্ধ বিহারআওরঙ্গজেব🡆 More