ইস্তিগফার

ইস্তিগফার (আরবি: استغفار istiġfār), হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটি ইসলামে ইবাদতের একটি অত্যাবশ্যক অংশ হিসেবে বিবেচিত হয়।

শব্দতত্ত্ব

ইসতিগফার শব্দটি গফর 'গইন-ফা-র' (غ-ف-ر) ধাতুমূল হতে উৎসরিত, যার অর্থ কোন কিছুকে ঢেকে রাখার পর্দা যা তাকে ধুলোময়লা থেকে রক্ষা করে।

সাইয়িদুল ইসতিগফার বা শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা

নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সায়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সায়্যিদুল ইস্তিগফার পড়ে সে যদি সকাল হওয়ার আগে মারা যায়, তবে জান্নাতে প্রবেশ করবে। -সহিহ বোখারি: ৬৩০৬

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আনতা রাব্বি। লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা। ওয়া ওয়া’দিকা মাসতাতা’তু। আউজু বিকা মিন শাররি মা-সানা’তু। আবুয়ু লাকা বিনি’মাতিকা আলাইয়্যা। ওয়া আবুয়ু লাকা বি জাম্বি। ফাগফিরলী। ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনবা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ! একমাত্র আপনিই আমাদের প্রতিপালক। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট হতে আপানার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উপর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। কেননা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।


আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

ইস্তিগফার শব্দতত্ত্বইস্তিগফার সাইয়িদুল ইসতিগফার বা শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনাইস্তিগফার আরও দেখুনইস্তিগফার তথ্যসূত্রইস্তিগফারআরবি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

ফিলিস্তিনশাকিব খানপাকিস্তানদৈনিক যুগান্তরক্যালসিয়ামমিশকাতুল মাসাবীহইমাম বুখারীমোহাম্মদ সাহাবুদ্দিনফারহান আহমেদ জোভানক্ষুদিরাম বসুমালদ্বীপের ইতিহাসকিরগিজস্তানভূমি পরিমাপআসসালামু আলাইকুমবৃহত্তম মরুভূমির তালিকাহিমালয় পর্বতমালাসুন্দরবনদীনবন্ধু মিত্রব্রহ্মপুত্র নদডিএনএগাজওয়াতুল হিন্দসতীদাহডেঙ্গু জ্বরযৌনাসনহিন্দুধর্মযুক্তফ্রন্টহরে কৃষ্ণ (মন্ত্র)মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তররঙের তালিকাজাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালভাইরাসমানব দেহবিসমিল্লাহির রাহমানির রাহিমদারুল উলুম দেওবন্দকোষ বিভাজনদেব (অভিনেতা)রাজশাহী বিভাগশরৎচন্দ্র চট্টোপাধ্যায়মাইকেল মধুসূদন দত্তপুদিনাপারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রসমূহের তালিকাবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাশীর্ষে নারী (যৌনাসন)দৌলতদিয়া যৌনপল্লিবাঘমুহাম্মাদহার্নিয়াভারতের প্রধানমন্ত্রীদের তালিকানাটকস্কয়ার ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেডনিউমোনিয়াউসমানীয় খিলাফতসিরাজগঞ্জ জেলাআবুল কাশেম ফজলুল হকজাতিসংঘের মহাসচিবতাজউদ্দীন আহমদভিটামিনপৃথিবীর বায়ুমণ্ডললক্ষ্মণসেনদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনসাতই মার্চের ভাষণগরুসূরা নাসশারীরিক ব্যায়ামমিল্ফরক্তপায়ুসঙ্গমবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডচট্টগ্রামনিপুণ আক্তারছয় দফা আন্দোলনজগদীশ চন্দ্র বসুবাঙালি জাতিবসিরহাট লোকসভা কেন্দ্রকলা🡆 More