ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ই মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি যৌথ বিনিয়োগে প্রতিষ্ঠিত বাণিজ্যিক ব্যাংক যার ৩৬.৯১% স্থানীয় এবং ৬৩.০৯% বিদেশি বিনিয়োগ রয়েছে। মোট ৬২৩ টি শাখা নিয়ে এই ব্যাংকটি দেশের সরকারি ও বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে সর্ববৃহৎ ব্যাংক হিসেবে স্থান পেয়েছে। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মূলধনি প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতে দেশের সবচেয়ে লাভজনক ব্যাংক। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানের অনুমোদিত মূলধন ২০,০০০ মিলিয়ন টাকা এবং পরিশোধিত মূলধন ১৬,৬৩৬.২৮ মিলিয়ন টাকা। যুক্তরাজ্য ভিত্তিক শতাব্দী পুরাতন অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ‘দ্য ব্যাংকার’ এ প্রকাশিত প্রতিবেদনে ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৯ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে বিশ্বের ১,০০০ শীর্ষ ব্যাংকের তালিকায় একমাত্র ও প্রথম বাংলাদেশী ব্যাংক হিসেবে অন্তর্ভুক্ত করে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
ধরনবেসরকারি বাণিজ্যিক ব্যাংক
শিল্পব্যাংকিং, অর্থনৈতিক সেবা
প্রতিষ্ঠাকালঢাকা, বাংলাদেশ (১৩ মার্চ, ১৯৮৩)
সদরদপ্তর
৪০, দিলকুশা, ঢাকা
,
বাণিজ্য অঞ্চল
বাংলাদেশ ও বহির্বিশ্ব
প্রধান ব্যক্তি
আহসানুল আলম মারুফ
(চেয়ারম্যান)
মুহাম্মদ মুনিরুল মওলা
(ব্যবস্থাপনা পরিচালক)
পণ্যসমূহব্যাংকিং সেবা,
এটিএম সেবা,
গ্রাহক ব্যাংকিং,
ব্যবসায়িক ব্যাংকিং,
বিনিয়োগ ব্যাংকিং
আয়বৃদ্ধি ৮৮.৭৪ বিলিয়ন (২০১৯)
সুদ ও করপূর্ব আয়
বৃদ্ধি ৪৩.৭৯.৭৪ বিলিয়ন (২০১৯)
নীট আয়
হ্রাস ৫.৪৮ বিলিয়ন (২০১৯)
মোট সম্পদবৃদ্ধি ১,১৪২.১৮ বিলিয়ন (২০১৯)
মোট ইকুইটিবৃদ্ধি ৭৯.৮০ বিলিয়ন (২০১৯)
কর্মীসংখ্যা
২০,৮৭৮
ওয়েবসাইটইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড

ইতিহাস

১৯৭৯ সালে নভেম্বরে [[সংযুক্ত আরব আমিরাত|সংযুক্ত আরব আমিরাতে]] নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মহসিন দুবাই ইসলামি ব্যাংকের অনুরূপ বাংলাদেশে একটি ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার জন্য পররাষ্ট্র সচিবের কাছে লেখা এক চিঠিতে সুপারিশ করেন। এর পরপরই ডিসেম্বর মাসে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং উইং বাংলাদেশে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের অভিমত জানতে চায়। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে তৎকালীন গবেষণা পরিচালক এ এস এম ফখরুল আহসান ১৯৮০ সালে ইসলামি ব্যাংকগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য দুবাই ইসলামি ব্যাংক, মিসরের ফয়সাল ইসলামি ব্যাংক, নাসের সোশ্যাল ব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামী ব্যাংক সমিতির কায়রো অফিস পরিদর্শন করেন। ১৯৮১ সালে তিনি বাংলাদেশে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার সুপারিশ করে একটি প্রতিবেদন পেশ করেন।

১৯৮০ সালের ১৫-১৭ ডিসেম্বর ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরোর উদ্যোগে ঢাকায় ইসলামি ব্যাংকিংয়ের ওপর একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৯৮১ সালের মার্চে ওআইসিভূক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সম্মেলন সুদানের রাজধানী খার্তুমে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পেশকৃত এক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বাংলাদেশে ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ১৯৮১ সালে এপ্রিল মাসে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে লেখা এক পত্রে পাকিস্তানের অনুরূপ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর শাখাগুলোতেও পরীক্ষামূলকভাবে পৃথক ইসলামি ব্যাংকিং কাউন্টার চালু করে এ জন্য পৃথক লেজার রাখার পরামর্শ দেওয়া হয়। ১৯৮১ সালের ২৬ অক্টোবর থেকে সোনালী ব্যাংক স্টাফ কলেজে ইসলামি ব্যাংকিংয়ের ওপর এক মাস স্থায়ী সার্বক্ষণিক আবাসিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এ কোর্সে বাংলাদেশ ব্যাংক, সব রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বিআইবিএম ও প্রস্তাবিত ঢাকা আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড (বর্তমানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড)-এর ৩৭ কর্মকর্তা অংশ নেন।

১৯৮২ সালে নভেম্বর মাসে ইসলামী উন্নয়ন ব্যাংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেন। এ সময় তারা বাংলাদেশে বেসরকারি খাতে যৌথ উদ্যোগে একটি ইসলামি ব্যাংক প্রতিষ্ঠায় আইডিবির অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে ইসলামি ব্যাংকিং প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি করার ব্যাপারে ‘ইসলামী অর্থনীতি গবেষণা ব্যুরো’ (আইইআরবি) এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক সমিতি (বিবা) অগ্রণী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বহুমাত্রিক চেষ্টার ফলস্বরূপ ১৯৮৩ সালের ১৩ মার্চ ঢাকায় আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড নামে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম শরীয়াভিত্তিক ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। ১৯৮৩ সালের ২৮ মার্চ পর্যন্ত ঢাকা আন্তর্জাতিক ইসলামী ব্যাংক লিমিটেড নামে বাংলাদেশের প্রথম ইসলামী ব্যাংকের প্রস্তুতিমূলক কাজ করা হয় এবং এ নামেই তখন পর্যন্ত ব্যাংকের সাইনবোর্ড ও প্রচার-পুস্তিকা ব্যবহার করা হয়। মফিজুর রহমান ২৯ মার্চ পর্যন্ত ব্যাংকের প্রকল্প পরিচালক ছিলেন। এরপর ৩০ মার্চ থেকে এ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নামে কার্যক্রম শুরু করে। বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মীর কাশেম আলী সহ ১৯জন বাংলাদেশি ব্যক্তিত্ব, ৪টি বাংলাদেশি প্রতিষ্ঠান এবং আইডিবিসহ মধ্যপ্রাচ্যইউরোপের ১১টি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা এবং সৌদি আরবের দু’জন বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠায় উদ্যোক্তারূপে এগিয়ে আসেন। ব্যাংকের মনোগ্রাম তৈরি করেন শিল্পী ও ক্যালিগ্রাফার সবিহউল আলম।

দ্য ইকোনমিস্ট-এর মতে, "ইসলামী ব্যাংক চীনের বাইরে পোশাক শিল্পের প্রধান উৎপাদন ভিত্তি হিসেবে বাংলাদেশের উত্থানকে অর্থায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিল।

২০১৭ সালের হিসাব অনুসারে, ইসলামী ব্যাংক বাংলাদেশে ইসলামী ব্যাংকিং সম্পদ এবং আমানতের ৯০% পরিচালনা করে থাকে, সামগ্রিকভাবে দেশের বৃহত্তম বেসরকারী ঋণদাতা, যার ১২ মিলিয়ন আমানতকারী এবং ১০ বিলিয়ন ডলারের ব্যালেন্স শীট রয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটি জামায়াত নিয়ন্ত্রিত ব্যাংক হিসেবে পরিচিত ছিল। ২০১৭ সালে, বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালকদের অপসারণ করে এবং পরিচালনা পর্ষদ ও মালিকানাতে পরিবর্তন আসে। তাদের পরিবর্তে সরকারের ঘনিষ্ঠ লোকদের নিয়ে আসা হয়। এরপর ব্যাংকটির বড় অংশের শেয়ার ও মালিকানা চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের অধীনে চলে যায়। তারপর থেকে, ব্যাংকটি আর্থিক সংকটে পড়ে।

ব্যবসায়িক তথ্য

প্রধান অংশীদারগণ

  • ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)
  • জর্ডান ইসলামীক ব্যাংক, জর্ডান
  • ইসলামীক ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ কর্পোরেশন, দোহা, কাতার
  • বাহরাইন ইসলামীক ব্যাংক, বাহরাইন
  • ইসলামীক ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল হোল্ডিং এস.এ.
  • মুদ্রা বিনিময় ও বাণিজ্যের জন্য আল-রাজি কোম্পানি
  • শেখ আহমেদ সালাহ জমজুম, জেদ্দা, কেএসএ
  • ফুয়াদ আব্দুলহামিদ আল-খতিব (প্রয়াত), কে.এস.এ
  • দুবাই ইসলামী ব্যাংক
  • দ্য পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি, সাফাত
  • কুয়েত ফিন্যান্স হাউস
  • কুয়েতের তিনটি মন্ত্রণালয়

ব্যাংকটির ৬৩.০৯% শেয়ার উপরিউক্ত বিদেশী অংশীদারগণের আর বাকি ৩০.৯১% এর মালিকানা বাংলাদেশের ৬০,০০০ শেয়ারহোল্ডারগণ।

ডিজিটাল সেবা

  1. আই ব্যাংকিং।
  2. সেলফিন।
  3. এসএমএস ব্যাংকিং।
  4. মোবাইল ব্যাংকিং।
  5. এটিএম সেবা।
  6. এজেন্ট ব্যাংকিং সেবা।
  7. সিআরএম/সিডিএম সেবা।

পুরস্কার

  • দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ‘সার্ক অ্যানিভ্যার্সারি এওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স’ এর প্রথম পুরস্কারে ভূষিত করে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ত্রৈমাসিক পত্রিকা ‘গ্লোবাল ফাইন্যান্স’, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ১৯৯৯, ২০০০, ২০০৪, ২০০৫ এবং ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংক হিসেবে ভূষিত করে।
  • দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় বা বৈদেশিক রেমিট্যান্স আসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। দেশে ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের পুরস্কারস্বরূপ সেন্টার ফর এনআরবি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে ২০১৯, ২০২০, ২০২১ এবং ২০২২ সালে গোল্ড রেমিট্যান্স অ্যাওয়ার্ড প্রদান করে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০১৯ ও ২০২০ সালের রেমিট্যান্স পুরস্কার পেয়েছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
  • দ্য এশিয়ান ব্যাংকার’ কর্তৃক ২০২২ সালে ‘বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক’ হিসেবে স্বীকৃতি লাভ।

সামাজিক কল্যাণমূলক কার্যক্রম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। বৃহৎ পরিসরে সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকটি ৩৮ মিলিয়ন টাকা ফান্ডের ইসলামী ব্যাংক ফাউন্ডেশন নামে পৃথক একটি ফাউন্ডেশন গঠন করেছে। প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর পক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সামাজিক কল্যাণ, শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে আসছে।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সামাজিক কল্যাণমূলক কার্যক্রমসমূহ মধ্যে রয়েছে:

  • ইসলামী ব্যাংক হাসপাতাল
  • ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ রাজশাহী
  • কমিউনিটি হাসপাতাল
  • মনোরোম: ইসলামী ব্যাংক নৈপুণ্য ও ফ্যাশন ঘর
  • সেবা কেন্দ্র
  • ইসলামী ব্যাংক প্রযুক্তি ইন্সটিটিউট
  • ইসলামী ব্যাংক আন্তর্জাতিক স্কুল ও কলেজ
  • ইসলামী ব্যাংক ফিজিথেরাপী ও পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্র
  • উন্নয়ন আলোচনা কেন্দ্র
  • বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র

বিতর্ক

২০২২ সালের নভেম্বর মাসে দৈনিক প্রথম আলো পত্রিকায় ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ শিরোনামে প্রকাশিত সংবাদে ইসলামী ব্যাংক থেকে ভুয়া নথিপত্র ও ঠিকানা ব্যবহার করে একাধিক কোম্পানি সর্বমোট ৭ হাজার ২৪৬ কোটি টাকা ঋণ তুলে নেওয়ার বিষয় উঠে আসে। একই মাসের ২৭ তারিখ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত পৃথক সংবাদে আরজেএসসি থেকে রেজিস্ট্রেশনের ১৪ দিন পর ভুয়া ঠিকানা ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে ৯০০ কোটি টাকা ঋণ নেয় অন্য একটি কোম্পানি। ৩০ নভেম্বর একাধিক পত্রিকায় প্রকাশিত সংবাদে, এস আলম গ্রুপ ব্যাংকটি থেকে বিভিন্ন সময়ে ৩০ হাজার কোটি টাকা ঋণ তুলে নেয়, যেখানে নিয়মানুসারে গ্রুপটি ২১৫ কোটি টাকা ঋণ নেওয়ার অধিকার রাখে। ২০২০ সালের মার্চ মাসে, ইসলামি ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক সরিয়ে নেওয়ার বিষয়েও প্রশ্ন উঠে। ইসলামি ব্যাংকের উক্ত ঘটনাবলির প্রেক্ষিতে তদন্তের জন্য এসব কোম্পানিকে নতুন করে ঋণ ছাড় বন্ধ রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক এবং রিট আবেদন করার পরামর্শ দেয় হাইকোর্ট।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ইতিহাসইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যবসায়িক তথ্যইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধান অংশীদারগণইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ডিজিটাল সেবাইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পুরস্কারইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সামাজিক কল্যাণমূলক কার্যক্রমইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিতর্কইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আরও দেখুনইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তথ্যসূত্রইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বহিঃসংযোগইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিইসলামী ব্যাংকিংচট্টগ্রাম স্টক এক্সচেঞ্জটাকাঢাকা স্টক এক্সচেঞ্জদক্ষিণ এশিয়াদ্য ব্যাংকারবাংলাদেশব্যাংকমিলিয়নমূলধনশরিয়াহ১৩

🔥 Trending searches on Wiki বাংলা:

আগ্নেয়গিরিসহীহ বুখারীবাংলাদেশবিজয় দিবস (বাংলাদেশ)বাংলাদেশী জাতীয় পরিচয় পত্রভূমি পরিমাপহৃৎপিণ্ডবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনবৃত্তঅমর্ত্য সেনমলাশয়ের ক্যান্সারযৌনসঙ্গমযৌতুকবেদান্তসারআয়তন অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহের তালিকালক্ষ্মীপুর জেলাবাংলাদেশ ব্যাংকভারতের প্রধানমন্ত্রীদের তালিকাবিভিন্ন দেশের মুদ্রাশিয়া ইসলামের ইতিহাসপ্রতিপাদ স্থানদৈনিক ইত্তেফাকরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)জান্নাতচৈতন্যচরিতামৃতগুগলদিনাজপুর জেলাপৃথিবীর বায়ুমণ্ডলমুসা১৮৫৭ সিপাহি বিদ্রোহমাশাআল্লাহমালদ্বীপকালোজিরাঢাকা বিশ্ববিদ্যালয়ঐশ্বর্যা রাইআডলফ হিটলারতাইওয়ানইহুদি গণহত্যাবাংলাদেশের রাষ্ট্রপতিদের তালিকাহার্নিয়াকালো জাদুবাংলাদেশের অর্থনীতিস্মার্ট বাংলাদেশচীনসন্ধিইন্সটাগ্রামবঙ্গবন্ধু সেতুকণাদক্যান্সারহুমায়ূন আহমেদগুলঞ্চহিন্দুআকিজ গ্রুপভারতীয় গণ্ডারহারুনুর রশিদইউটিউবলিওনেল মেসিঅর্থ মন্ত্রণালয় (বাংলাদেশ)ইমাম বুখারীজবাদুর্গাপূজাসৌদি আরবপুলিশসংযুক্ত আরব আমিরাতবিদ্যালয়বাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২ক্রোমোজোমসৌদি রিয়ালহোমিওপ্যাথিবাংলাদেশের রাজনৈতিক দলসমূহের তালিকাঅমর সিং চমকিলাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মএম. এ. চিদম্বরম স্টেডিয়ামপ্রযুক্তিমিজানুর রহমান আজহারীবাংলাদেশ জামায়াতে ইসলামীইতালি🡆 More