আয়নিকরণ শক্তি: মৌলকে আয়নিত করার শক্তি

আয়নিকরণ শক্তি (ইংরেজি: Ionization energy) বা আয়নিকরণ বিভব হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে একটি করে ইলেকট্রন অসীম দূরত্বে অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তার পরিমাণ।।

      X + শক্তি → X+ + e-

অথবা: গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে ঐ মৌলের আয়নিকরণ শক্তি বলে।

আয়নিকরণ বিভব শব্দটি অতীতে ব্যাপকভাবে ব্যবহৃত হলেও বর্তমানে ব্যবহৃত হয় না। আয়নিকরণ বিভব এর একক হল kilojoules পার মোল (kJ/mol) or kilocalories পার মোল (kcal/mol). এটি Ei দ্বারা সূচিত হয়। আয়নিকরণ শক্তি একক বিজ্ঞানের শাখাভেদে পরিবর্তিত হয়। পদার্থবিজ্ঞানে এর একক ইলেকট্রন ভোল্ট (eV), রসায়ন বিজ্ঞানে আয়নিকরণ শক্তিকে I.P দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক কিলোজুল (KJ)।

সর্বনিম্ন আয়নিকরণ শক্তিটবিশিষ্ট মৌল হলো সিজিয়াম (Cs) এবং এর মান ৩৭৫.৭ kJ/mol। অপরদিকে, সর্বাধিক আয়নিকরণ শক্তিবিশিষ্ট মৌল হলো হিলিয়াম (He); এবং এর মান ২৩৭২ kJ/mol।

      X(g) + শক্তি → X+(g) + e

এখানে, X হল গ্যাসীয় অবস্থায় একটি মৌল, X+ হল একটি ইলেকট্রন অপসারণ করা ক্যাটায়ন এবং e হল অপসারিত ইলেকট্রন।

n-তম 'ইলেকট্রন এর ক্ষেত্রে আয়নিকরণ শক্তি বলতে ইলেকট্রন সংখ্যা (n-1) পরিবর্তন সহ একটি ইলেকট্রন অপসারণ করতে প্রয়োজনীয় শক্তি কে বোঝায়। উদাহরণ সরূপ প্রথম তিনটি আয়নিকরণ শক্তিকে নিম্নোক্ত ভাবে সংজ্ঞায়িত করা হয়:

      ১ম আয়নিকরণ শক্তি
        X → X+ + e
      ২য় আয়নিকরণ শক্তি
        X+ → X2+ + e
      ৩য় আয়নিকরণ শক্তি
        X2+ → X3+ + e

পরিবর্তন

আয়নিকরণ শক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম।

পর্যায় সারণির একই পর্যায়ের বামের মৌলের আকার বড় অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আবার, একই গ্রুপের ওপরের মৌলের চেয়ে নিচের মৌলের আকার বড়। অর্থাৎ,পারমাণবিক ব্যাসার্ধ বেশি।

পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নিকরণ শক্তির মান বাড়ে, আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নিকরণ শক্তির মান কমে। অর্থাৎ, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নিকরণ শক্তির মান বৃদ্ধি পায়। একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে আয়নিকরণ শক্তি হ্রাস পায়।

ভিন্ন প্রয়োগ

পদার্থবিজ্ঞান এবং রসায়নে আয়নিকরণ শক্তির ভিন্ন ভিন্ন পরিমাণ ব্যবহার করা হয়ে থাকে।

তথ্যসূত্র

Tags:

🔥 Trending searches on Wiki বাংলা:

ঢাকাতেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়ামার্কিন ডলারবঙ্গাব্দঢাকা মেট্রোরেলের স্টেশনের তালিকাগজলবাংলা ভাষা আন্দোলনদোলযাত্রাজয়নগর লোকসভা কেন্দ্রনেপালমানুষআইসোটোপপেশাডাইনোসরকালোজিরাপেট্রোবাংলাপাকস্থলীর ক্যান্সারদাজ্জালক্যাসিনোসিলেটউত্তম কুমারসাহাবিদের তালিকাভগবদ্গীতারূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রতমোপদার্থ৬৯ (যৌনাসন)সূর্যগুগলহামাসবাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রবাঙালি হিন্দুদের পদবিসমূহটাইফয়েড জ্বরভারতপথের পাঁচালীমুহাম্মাদচট্টগ্রামজালাল উদ্দিন মুহাম্মদ রুমিচর্যাপদজার্মানি জাতীয় ফুটবল দলস্পিন (পদার্থবিজ্ঞান)মুসলিমচাঁদজনগণমন-অধিনায়ক জয় হেসংযুক্ত আরব আমিরাতহাসান ইবনে আলীকাজী নজরুল ইসলামের রচনাবলিহরিচাঁদ ঠাকুরইন্দোনেশিয়াবাংলাদেশের ইউনিয়নস্বাধীনতাশাকিব খান অভিনীত চলচ্চিত্রের তালিকাপর্নোগ্রাফিমক্কাওয়ার্ল্ড ওয়াইড ওয়েবইসরায়েলহুমায়ূন আহমেদহাঙর নদী গ্রেনেডবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরমুহাম্মাদের স্ত্রীগণআমাজন অরণ্যপ্রথম বিশ্বযুদ্ধআব্বাসীয় খিলাফতভারতের রাষ্ট্রপতিতৃণমূল কংগ্রেসসার্বজনীন পেনশনশবনম বুবলিশশাঙ্কউত্তর চব্বিশ পরগনা জেলাসরকারমানিক বন্দ্যোপাধ্যায়ঈমানদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনগণতন্ত্রনেপোলিয়ন বোনাপার্টভৌগোলিক আয়তন অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র ও নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাআকিজ গ্রুপহিন্দি ভাষা🡆 More