আবদুল আজিজ পাশা: বাংলাদেশি সামরিক ব্যক্তিত্ব

আবদুল আজিজ পাশা একজন বাংলাদেশ সেনা অফিসার। যিনি ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। ৩ নভেম্বর ১৯৭৫ সালে জেলহত্যাকাণ্ডেরও অভিযুক্ত তিনি।

আবদুল আজিজ পাশা
আনুগত্যআবদুল আজিজ পাশা: জন্ম ও প্রাথমিক জীবন, কর্মজীবন, মৃত্যু বাংলাদেশ
সেবা/শাখাআবদুল আজিজ পাশা: জন্ম ও প্রাথমিক জীবন, কর্মজীবন, মৃত্যু বাংলাদেশ সেনাবাহিনী
পদমর্যাদালেফট্যানেন্ট কর্ণেল

জন্ম ও প্রাথমিক জীবন

আবদুল আজিজ পাশা মানিকগঞ্জে ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে চাকরি করতেন এবং ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন।

বঙ্গবন্ধু হত্যার দায়

৩ নভেম্বর ১৯৭৫ সালে জেলহত্যাকাণ্ডের পরদিন বঙ্গবন্ধুর খুনিরা বিশেষ বিমানে করে রেঙ্গুন (বর্তমানে ইয়াঙ্গুন) হয়ে থ্যাইল্যান্ডের রাজধানী ব্যাংকক চলে যান। সেখান থেকে পাকিস্তান সরকারের পাঠানো বিশেষ বিমানে করে তাদের লিবিয়ায় পাঠানো হয়। ওই খুনিদের মধ্যে আবদুল আজিজ পাশাও ছিলেন। ১৯৭৬ সালের ৮ জুন বঙ্গবন্ধুর ১২ খুনিকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়া হয়। আবদুল আজিজ পাশাকে দেওয়া হয় আর্জেন্টিনায় বাংলাদেশ দূতাবাসে। পরে তাকে আলজেরিয়ায় বদলি করা হয়। এরপর জিম্বাবুয়েতেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে একটি টাস্কফোর্স গঠন করে। রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানকে নিয়োগ করা হয় ওই টাস্কফোর্সের সমন্বয়ক। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর ওই টাস্কফোর্স অকার্যকর হয়ে পড়ে। তবে টাস্কফোর্স গঠনের পরই জিম্বাবুয়েতে অবস্থানরত আজিজ পাশাকে ফেরত পেতে ওই দেশের তৎকালীন প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে সাক্ষাৎ করেন টাস্কফোর্সের সদস্যরা। মুগাবে বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে পাশাকে ফেরত দিতে রাজি হন। বাংলাদেশ ওই বিপুল অর্থের বিনিময়ে তাকে ফেরত আনতে সম্মত হয়নি।

২৭ জানুয়ারি ২০১০ সালে খুনিদের মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এরা হলেন—ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, মহিউদ্দিন আহমদ ও এ কে এম মহিউদ্দিন। পলাতক ছয়জন হচ্ছেন—লে. কর্নেল (অব.) রাশেদ চৌধুরী, লে. কর্নেল (অব.) নূর চৌধুরী, লে. কর্নেল (অব.) শরিফুল হক ডালিম, লে. কর্নেল (অব.) খন্দকার আবদুর রশিদ, রিসালদার মোসলেমউদ্দিন, ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদ। এদের মধ্যে লে. কর্নেল (অব.) রাশেদ চৌধুরী আমেরিকায় এবং লে. কর্নেল (অব.) নূর চৌধুরী কানাডায় আছেন।

মৃত্যু

আবদুল আজিজ পাশা ২ জুন ২০০১ সালে জিম্বাবুয়েতে মারা যান। তবে তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে।

তথ্যসূত্র

Tags:

আবদুল আজিজ পাশা জন্ম ও প্রাথমিক জীবনআবদুল আজিজ পাশা কর্মজীবনআবদুল আজিজ পাশা মৃত্যুআবদুল আজিজ পাশা তথ্যসূত্রআবদুল আজিজ পাশাশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড

🔥 Trending searches on Wiki বাংলা:

অপু বিশ্বাসযতিচিহ্নমাদারীপুর জেলাউপন্যাসসাপমূত্রনালীর সংক্রমণহার্নিয়ামহামৃত্যুঞ্জয় মন্ত্রপ্রথম বিশ্বযুদ্ধইব্রাহিম (নবী)পেপসিহামবিমান বাংলাদেশ এয়ারলাইন্সবাগদাদকমনওয়েলথ অব নেশনসইস্তেখারার নামাজজান্নাতুল ফেরদৌস পিয়াঅপারেশন সার্চলাইটখুলনাআলাউদ্দিন খিলজিওয়ার্ল্ড ওয়াইড ওয়েববাণাসুরন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালমুমতাজ মহলবৈষ্ণব পদাবলিউজবেকিস্তানবাংলাদেশের জেলাসমূহের তালিকাআল মনসুরবিদায় হজ্জের ভাষণমহাভারতদৈনিক যুগান্তরচুয়াডাঙ্গা জেলাখিলাফতবিষ্ণুবাংলাদেশের স্বাধীনতা দিবসটুইটারদুর্গাপূজারিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবভরিচট্টগ্রাম বিভাগবিদ্রোহী (কবিতা)বাংলা প্রবাদ-প্রবচনের তালিকাবাংলাদেশে পালিত দিবসসমূহগঙ্গা নদীউৎপাদন ব্যয় হিসাববিজ্ঞানমৌলসমূহের ইলেকট্রন বিন্যাস (উপাত্ত পাতা)দক্ষিণ এশিয়াচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানহৃৎপিণ্ডগ্রীষ্মবাঙালি হিন্দুদের পদবিসমূহবাংলাদেশের নদীর তালিকাআতাসানরাইজার্স হায়দ্রাবাদজোট-নিরপেক্ষ আন্দোলনরক্তশূন্যতাআশারায়ে মুবাশশারাজীবনানন্দ দাশজন্ডিসবাংলা ভাষা আন্দোলনসুফিয়া কামালকিশোর কুমারপানিপথের যুদ্ধবাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৩তাপ সঞ্চালনবাংলাদেশী টাকাবিকাশরবীন্দ্রসঙ্গীতদর্শনকালীইন্ডিয়ান প্রিমিয়ার লিগআবু মুসলিমইসলাম ও হস্তমৈথুনসালোকসংশ্লেষণবঙ্গভঙ্গ আন্দোলনমার্কিন যুক্তরাষ্ট্রচেন্নাই সুপার কিংস🡆 More