অ্যালকোহল: জৈব যৌগ

রসায়নে অ্যালকোহল (ইংরেজি: Alcohol) বলতে এমন সব জৈব যৌগকে বোঝায় যাদের হাইড্রক্সিল কার্যকারী গ্রুপটি একটি অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপের কার্বনের সাথে একটি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। সাধারণভাবে অ্যালকোহলকে CnH2n+1OH এই সাধারণ সূত্রের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে।

অ্যালকোহল: শ্রেণিকরণ, সাধারণ আলকোহল, সাধারণ প্রস্তুতি
অ্যালকোহল ভর্তি পাত্র

আলকোহল শব্দটি আরবি শব্দ "আল-কুহ" থেকে এসেছে যার অর্থ সাধারণভাবে ইথানল। ইথানল বর্ণহীন একধরনের উদ্বায়ী তরল যা গাঁজনের মাধ্যমে আখ থেকে তৈরি করা যায়।

শ্রেণিকরণ

আলকোহলকে সাধারণত প্রাইমারি (১ ডিগ্রি), সেকেন্ডারি (২ ডিগ্রি) ও টারসিয়ারি (৩ ডিগ্রি) এই তিনভাগে ভাগ করা হয়। ইথানল, আইসোপ্রোপাইল আলকোহল, টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল যথাক্রমে প্রাইমারি, সেকেন্ডারি ও টারসিয়ারি অ্যাকোহলের সবচাইতে সরল উদাহরণ।

একমাত্র ব্যতিক্রম ফিনল (কার্বলিক এসিড) যার হাইড্রোক্সিল কার্যকারী গ্রুপ ফিনাইল (অ্যারাইল) গ্রুপের সাথে সাধারণ অ্যালকোহলের মত সরাসরি একটি বন্ধনের সাথে যুক্ত, কিন্তু যার রাসায়নিক ধর্ম সাধারণ অ্যালকোহলের থেকে সম্পূর্ণ আলাদা। তাই ফিনলকে আলকোহলের সমগোত্রীয় ধরা হয় না।

সাধারণ আলকোহল

সবচাইতে সরল ও বহুল ব্যবহৃত অ্যালকোহলের মধ্যে মিথানল ও ইথানল উল্লেখযোগ্য।

সাধারণ প্রস্তুতি

  • এলকাইল বা এরাইল হ্যালাইডকে লঘু জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ অথবা আর্দ্র সিলভার অক্সাইডসহ ফুটালে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে এলকোহল প্রস্তুত হয়।
  • গাঢ় সালফিউরিক এসিডের মধ্যে এলকিন প্রবাহিত করলে এলকাইল হাইড্রোজেন সালফেট উৎপন্ন হয় যা পানি দ্বারা রিফ্লাক্স করলে আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে এলকোহল উৎপন্ন হয়।
  • Ni,Pt ও Pd প্রভাবকের উপস্থিতিতে উচ্চ চাপে হাইড্রোজেন গ্যাস দ্বারা কার্বনিল যৌগ বিজারিত হয়ে এলকোহল উৎপন্ন করে।
  • জৈব এস্টারের সাথে খনিজ এসিডের বিক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন হয়।
  • অ্যালডিহাইড, কার্বক্সিলিক এস্টার, কার্বক্সিলিক এসিডের সাথে যথাযথ বিক্রিয়কের বিক্রিয়ার ফলে অ্যালকোহল প্রস্তুত করা সম্ভব।
  • অণুজীবের মাধ্যমে শস্বনের ফলে স্টার্চসুগার থেকে অ্যালকোহল পাওয়া সম্ভব।

নামকরণ

IUPAC এর নিময় অনুসারে আলকেন-এর নামের শেষের "e" এর পরিবর্তে "ol" বসিয়ে সাধারণ ভাবে অ্যালকোহলের নামকরণ করা হয়। যেমন মিথেন ও ইথেন (Methane, Ethane) এর শেষের "e" এর পরিবর্তে "ol" বসিয়ে যথাক্রমে মিথানল ও ইথানল (Methanol, Ethanol) নামকরণ করা হয়।

হাইড্রক্সিল কার্যকরী গ্রুপের অবস্থান বুঝাতে "e" এর পরিবর্তে "ol" বসানোর আগে সংখ্যা ব্যবহার করা হয়। যেমন CH3CH2CH2OH কে বলা হয় প্রোপান-১-অল,(propan-1-ol ) CH3CHOHCH3 কে বলা হয় প্রোপান-২-অল (propan-2-ol)।

অন্যভাবে অ্যালকাইল গ্রুপ বা অন্য কোন কার্বন শৃঙ্খলের নামের শেষে অ্যালকোহল বসিয়েও নামকরণ করা হয়। যেমন মিথেন ও ইথেন থেকে আসে যথাক্রমে মিথাইল ও ইথাইল গ্রুপ এবং এদের সংশিষ্ট অ্যালকোহলকে বলা হয় মিথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল।

তথ্যসূত্র

Tags:

অ্যালকোহল শ্রেণিকরণঅ্যালকোহল সাধারণ আলকোহলঅ্যালকোহল সাধারণ প্রস্তুতিঅ্যালকোহল নামকরণঅ্যালকোহল তথ্যসূত্রঅ্যালকোহলইংরেজি ভাষা

🔥 Trending searches on Wiki বাংলা:

মানিক বন্দ্যোপাধ্যায়যৌনপল্লিসুকুমার রায়ইসলামে বিবাহতরমুজহৃৎপিণ্ডবাউল সঙ্গীতসিতারা বেগমশিক্ষাপ্রতিষ্ঠানইরানসাজেক উপত্যকাকমনওয়েলথ অব নেশনসকোকা-কোলাসুভাষচন্দ্র বসুইসরায়েলতাপপ্রবাহরিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহরাশিয়াধর্মীয় জনসংখ্যার তালিকাসাতই মার্চের ভাষণহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকৃত্রিম বুদ্ধিমত্তাও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদস্কয়ার ফার্মাসিউটিক্যাল্‌স লিমিটেডতানজিন তিশাআয়িশাউজবেকিস্তানপ্রথম ওরহানফেনী জেলাগরুবাঙালি হিন্দুদের পদবিসমূহসত্যজিৎ রায়কৈবর্ত বিদ্রোহঅরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামনারীশশাঙ্কম্যালেরিয়াসেন রাজবংশচর্যাপদওয়েবসাইটবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়মুহাম্মাদ ফাতিহইসলামের ইতিহাসপৃথিবীর ইতিহাসচড়ক পূজাবর্ডার গার্ড বাংলাদেশদর্শনহিট স্ট্রোকপ্রিয়তমাপ্রথম বিশ্বযুদ্ধভূমিকম্পধর্ষণবাংলাদেশের ইউনিয়নঋতুউসমানীয় খিলাফতবিশেষণবাংলাদেশী অভিনেত্রীদের তালিকাসাহাবিদের তালিকাএফএ কাপহিমালয় পর্বতমালাশিয়া ইসলামআন্তর্জাতিক শ্রমিক দিবসপাকিস্তানদেয়ালের দেশসিঙ্গাপুরশীর্ষে নারী (যৌনাসন)সিন্ধু সভ্যতাজরায়ুমেষ রাশি (জ্যোতিষ শাস্ত্র)আলেকজান্ডার বোইউএস-বাংলা এয়ারলাইন্সতথ্যগঙ্গা নদীজাযাকাল্লাহইন্সটাগ্রামজ্বীন জাতি🡆 More