অ্যান মারি: ব্রিটিশ গায়িকা, সঙ্গীত রচয়িতা

অ্যান মারি রোজ নিকোলসন (জন্ম ৭ এপ্রিল ১৯৯১) একজন ব্রিটিশ গায়িকা এবং সঙ্গীত রচয়িতা। রকাবাই, অ্যলার্ম,চাও আডিয়স,ফ্রেন্ডস ও ২০০২সহ তার কয়েকটি গান ইউএস সিঙ্গেলস চার্টে জাগয়া পেয়েছে। এদের মধ্যে ক্লিন ব্যান্ডিট ও শন পলের সাথে সমন্বিতভাবে রকাবাই গানটি ইউএস সিঙ্গেলস চার্টে প্রথম স্থান অর্জন করেছিল। তার প্রথম অ্যালবাম স্পিক ইউর মাইন্ড ২০১৮ সালের ২৭ এপ্রিল মুক্তি পায় এবং ইউকে অ্যালবামস চার্টে তৃতীয় স্থান অর্জন করে। তিনি ২০১৯ ব্রিট অ্যাওয়ার্ডসে সেরা ব্রিটিশ নারী একক শিল্পীসহ চারটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। ২০১৫ সালে অ্যাসাইলাম রেকর্ডসের (আটলান্টিক রেকর্ডসের উপ-লেভেল) সাথে একটি রেকর্ড চুক্তি স্বাক্ষর করার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত এই লেভলটির মাধ্যমে তিনি তার সঙ্গীত প্রকাশ করেছিলেন। এরপর আটলান্টিক রেকর্ড ত্যাগ করে এর সত্ত্বাধিকারী ওয়ার্নার রেকর্ডসের সাথে চুক্তিবদ্ধ হন। ২০২১ সাল থেকে তিনি দ্য ভয়েস অব ইউকের ১০ম সিরিজের প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন।

অ্যান মারি
অ্যান মারি: প্রাথমিক জীবন, সঙ্গীত-জীবন, ব্যক্তিগত জীবন
সেপ্টেম্বর ২০১৭ সালে অ্যান মারি
প্রাথমিক তথ্য
জন্মনামঅ্যান মারি রোজ নিকোলসন
জন্ম (1991-04-07) ৭ এপ্রিল ১৯৯১ (বয়স ৩২)
ইস্ট টিলবারি, এ্যাসেক্স,ইংল্যান্ড
ধরন
  • পপ্
  • গ্রিম
  • আর অ্যান্ড বি
পেশা
  • গায়িকা
  • সঙ্গীত রচয়িতা
বাদ্যযন্ত্রভোকালস
কার্যকাল২০১৩–বর্তমান
লেবেল
  • এ্যাসাইলাম
  • ওয়ার্নার
ওয়েবসাইটwww.iamannemarie.com

প্রাথমিক জীবন

অ্যান মারি এ্যাসেক্সের ইস্ট টেলবেরিতে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বড় হয়েছেন। তার বাবার জন্মস্থান আয়ারল্যান্ডে। আর তার মা এ্যাসেক্সের স্থানীয় বাসিন্দা। শিশু বয়সে অ্যান মারি ইস্ট এন্ড থিয়েটারের দুইটি মঞ্চ নাটক লা মিসারেবল-এ ৬ বছর বয়সে এবং উইসেল ডাউন দ্য উইন্ড-এ জেসি জের সাথে ১২ বছর বয়সে অভিনয় করেছেন।

অ্যান মারি ৯ বছর বয়স থেকে সটোকান ক্যারাটে অনুশীলন করতেন এবং ২০০২ ফুনাকোশি সটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে দ্বৈত স্বর্ণ অর্জন করেন, ২০০৭ ফুনাকোশি সটোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে স্বর্ণ ও রোপ্য এবং ইউনাইটেড কিংডম ট্রেডিশনাল ক্যারাটে ফেডারেশন ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে স্বর্ণ অর্জন করেন। তিনি পরে সটোকান ক্যারাটে অনুশীলনকে তার পেশা জীবনের দরকারী অধ্যবসায়ের উত্‍স হিসেবে কৃতিত্ব দেন। যদিও তিনি বর্তমানে খুব বেশি সটোকান ক্যারাটে অনুশীলন করেন না। এছাড়া তিনি পালমার্স কলেজেও যেতেন।

সঙ্গীত-জীবন

২০১৩–২০১৫: পেশাজীবন শুরু এবং ক্যারাটে

২০১৩ সালে অ্যান মারি রকেট রেকডর্স-এর জন্য "সামার গার্ল"-এর একক পরিবেশনা থেকে নিজেকে সরিয়ে নেন। একজন শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য তিনি তার একক কর্মজীবন সংক্ষিপ্ত করেন। অন্তবর্তীকালীন সময়ের জন্য গর্গন সিটির ম্যাগনেটিক ম্যান-এর গানগুলোতে অতিথি শিল্পী হিসেবে যোগদান করেন এবং এরপর তিনি রুডিমেন্টাল-এর দৃষ্টি আকর্ষণ করেন; তাদের একজন ভোকালিস্ট ব্যান্ড ছেড়ে গেলে তারা অ্যান মারিকে তার পরিবর্তে ব্যান্ডে যোগ দিতে আমন্ত্রণ করে। তিনি ব্যান্ডের উই দ্য জেনারেশন অ্যালবামের চারটি গানে সমন্বিতভাবে কন্ঠ দেন, আর এদের মধ্যে দুইটি গানে ডিজি রাস্কাল এবং উইল হার্ড তার সহশিল্পী ছিলেন এবং পরে "রুমর মিল" গানটি ইউএস সিঙ্গেলস চার্টে ৬৭তম স্থান অর্জন করে। তিনি দুই বছর ধরে ব্যান্ডের সাথে বিভিন্ন সঙ্গীতভ্রমণে অংশগ্রহণ করেছেন। তখনকার নতুন লেবেল মেজর টম'স থেকে তার প্রথম ইপি ক্যারাটে প্রকাশ করেন; এটির দুইটি একক "ক্যারাটে" এবং "জিমিনি", যা অ্যান মারিকে তার প্রথম লাইভ পারফরমেন্সের সুযোগ সৃষ্টি করে দেয়। ২০১৫ সালের নভেম্বরে তিনি একক গান "ডু ইট রাইট" প্রকাশ করেন, যা ইউকে সিঙ্গেলস চার্টে ৯০তম স্থান অর্জন করে। অ্যান মারির প্রথম পূর্ণদৈঘ্য অ্যালবামে গানটি থাকার কথা ছিল, ঐ সময় অ্যালবামটি নিয়ে কাজ করার সময় অ্যালনামটির নাম ব্রিদিং ফায়ার ঠিক করা হয়েছিল।

২০১৬–২০১৮: স্পিক ইউর মাইন্ড

অ্যান মারি: প্রাথমিক জীবন, সঙ্গীত-জীবন, ব্যক্তিগত জীবন 
২০১৭ সালে এসডব্লিউআরথ্রি নিউ পপ ফেস্টিবালে সঙ্গীত পরিবেশনা করছেন অ্যান মারি

২০ মে ২০১৬ সালে অ্যান মারি তার অভিষেক অ্যালবামের প্রথম গান "অ্যালার্ম" প্রকাশ করেন, যা জুনে এক সপ্তাহ ধরে ৭৬তম স্থানে অবস্থান করে এবং পরে ২য় অবস্থানে উঠে আসে আর যুক্তরাজ্যে এটি প্লাটিনাম শ্রেণীভূক্ত হয়। ২০১৬ সালের অক্টোবরে নেদারল্যান্ডসের গ্রনিনজেনের ইউরোসনিক নরডারস্ল্যাগ-এর ৩১তম আসরে অ্যান মারির সঙ্গীত পরিবেশনার কথা নিশ্চিত করা হয়। একই মাসে ক্লিন ব্যান্ডিট তাদের গান রুকাবাই প্রকাশ করে, যেখানে মেইন ভোকালিস্ট ছিলেন অ্যান মারি এবং গানটি জ্যামাইকান র্যাপার শন পলের সাথে সমন্বিতভাবে গাওয়া হয়েছিল। এটি টানা ৯ সপ্তাহ প্রথম স্থানে অবস্থান করে এবং বহুল প্রত্যাশীত ক্রিস্টমাস নাম্বার ওয়ান স্থান অর্জন করে। গানটি ইউরোপ, উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার অধিকাংশ দেশে মাল্টি প্লাটিনাম শ্রেণীভূক্ত করা হয়েছে।

১০ মার্চ ২০১৭ সালে অ্যান মারি "চাও আডিয়স" গানটি প্রকাশ করেন, যা তিনি পূর্বে ২৮ নভেম্বর ২০১৬ সালে কোকো'তে পরিবেশনা করেছিলেন। গানটি যুক্তরাজ্যে সেরা দশে জায়গা করে নেয়, যেখানে এর অবস্থান ছিল নবম এবং বিপিআই কর্তৃক এটি প্লাটিনাম শ্রেণীভূক্ত হয়। অ্যন মারির পরবর্তী একক গান ইদার ওয়ে স্নেকহিপস ও জোয়ি ব্যাডেস-এর সাথে সমন্বিতভাবে গাওয়া হয়। ২১ সেপ্টেম্বর অ্যন মারি তার একক গান "হেভি" এবং ১৫ ডিসেম্বরে "দেন" গানটি প্রকাশ করেন। ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি অ্যান মারি মার্শমেলোর সাথে সমন্বিতভাবে ফ্রেন্ডস গানটি প্রকাশ করেন। লিড আর্টিস্ট হিসেবে এটি অ্যান মারির প্রথম গান যা যুক্তরাজ্যে সেরা পাঁচ-এ জায়গা করে নেয়। ২২ ফেব্রুয়ারিতে অ্যান মারি ঘোষণা করেন তার অভিষেক স্টুডিও অ্যালবাম স্পিক ইউর মাইন্ড একই বছরের ২৭ এপ্রিলে মুক্তি দেওয়া হবে। তার অ্যালবাম মুক্তি পাওয়ার কিছু আগে ২০ এপ্রিল তারিখে অ্যান মারি তার নতুন একক গান ২০০২ প্রকাশ করেন। ২০১৮ সালের নভেম্বরে অ্যান মারি এবং জেমস আর্থার দ্য গ্রেটেস্ট সো সোম্যান থেকে পুণঃরেকর্ডকৃত সাউন্ড ট্র্যাক দ্য গ্রেটেস্ট সোম্যান:রিইমাজিনডের জন্য রিরাইট দ্য স্টারস রেকর্ড করেন।

২০১৯–বর্তমান: দ্য ভয়েস ইউকে, প্রকাশিত এককসমূহ এবং থেরাপি

১৩ রিজন হোয়াই: সিজন ৩-এর সাউন্ডট্র্যাকের অংশ হিসেবে ২০১৯ সালে অ্যান মারি সমন্বিতভাবে মার্কিন গায়ক ল্যূভের সাথে "ফাক, আই'ম লুনিলি" এককটি প্রকাশ করেন। এককটি ২০১৯ সালের ১লা আগস্ট মুক্তি পায়। অ্যান মারি ২০২০ সালের ৭ ফেব্রুয়ারি "বার্থডেই" গানটি প্রকাশ করেন। ২০২০ সালের মা দিবসে তিনি তার "হার" মুক্তি দেন এবং মার্কিন র্যাপার ডোজা ক্যাটের সাথে তার সমন্বিতভাবে গাওয়া "টু বি ইয়াং" ২০২০ সালের ১৭ জুলাই মুক্তি পেয়েছে।

ব্যক্তিগত জীবন

২০১৮ সালে অ্যান-মারি পুরুষ ও নারী উভয়ের প্রতি তার আকর্ষণের কথা প্রকাশ করেন। কিন্তু তিনি নিজেকে উভকামি মনে করেন না। এ বিষয়ে তিনি বলেছিলেন "আমার মনে হয় যাকে আমার ভালো লাগে তার প্রতিই আকর্ষণবোধ করি"।

ডিস্কোগ্রাফি

  • স্পিক ইউর মাইন্ড (২০১৮)
  • থেরাপি (২০২১)
  • আনহেলদি (২০২৩)

চলচ্চিত্র তালিকা

বছর শিরোনাম ভূমিকা মন্তব্য
২০২০ হাউ টু বি অ্যান-মারি মূখ্য চরিত্র প্রামাণ্যচিত্র
২০২১ দ্য ভয়েস ইউকে প্রশিক্ষক দশম সিজন

সঙ্গীত সফর

  • স্পিক ইউর মাইন্ড ওয়ার্ল্ড ট্যূর (২০১৮-১৯)

সাপোর্টিং

  • ÷ ট্যূর (ইউরোপ ও উত্তর আমেরিকা লেগ) (২০১৭–১৮)

পুরস্কার ও মনোনয়ন

বছর পুরস্কার মনোনয়ন বিভাগ ফলাফল
২০১৬ এমটিভি সঙ্গীত পুরস্কার অ্যান মারি বেস্ট পুশ অ্যাক্ট মনোনীত
এমটিভি ব্রান্ড নিউ এমটিভি ব্রান্ড নিউ বিজয়ী
মোবো পুরস্কার সেরা উদীয়মান মনোনীত
২০১৭ ব্রিট পুরস্কার ক্রিটিকস চয়েস এ্যাওয়ার্ড মনোনীত
ব্রিটিশ ব্রেকথ্রু অ্যাক্ট মনোনীত
"রকাবাই" (ক্লিন ব্যান্ডিতের সঙ্গে) বছরের সেরা ব্রিটিশ একক মনোনীত
বর্ষসেরা ব্রিটিশ ভিডিও অপনীত
টিন চয়েস এ্যাওয়ার্ড চয়েস মিউজিক: নৃত্য / বাদ্যযন্ত্রগত গান মনোনীত
লসফোর্টি সঙ্গীত পুরস্কার বর্ষসেরা আন্তর্জাতিক গান মনোনীত
এমটিভি ইউরোপ সঙ্গীত পুরস্কার সেরা গান মনোনীত
২০১৮ ব্রিট পুরস্কার "চাও আডিয়স" বর্ষসেরা ব্রিটিশ ভিডিও মনোনীত
আইহার্ট রেডিও সঙ্গীত পুরস্কার "রকাবাই" (ক্লিন ব্যান্ডিতের সঙ্গে) বছরের সেরা নৃত্য গান মনোনীত
ডব্লিউডিএম রেডিও পুরস্কার বর্ষসেরা গান বিজয়ী
অ্যান মারি সেরা বাদ্যযন্ত্রগত কণ্ঠ মনোনীত
বিলবোর্ড সঙ্গীত পুরস্কার "রকাবাই" শীর্ষ নৃত্য / বাদ্যযন্ত্রগত গান মনোনীত
টিন চয়েস এ্যাওয়ার্ড "ফ্রেন্ডস" (মার্শমেলোর সঙ্গে) চয়েস মিউজিক: নৃত্য / বাদ্যযন্ত্রগত গান মনোনীত
আইহার্ট রেডিও মাচ মিউজিক অ্যাওয়ার্ডস সং অব দ্য সামার মনোনীত
বেস্ট কোলাবোরেশন মনোনীত
২০১৮ এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস জাপান বেস্ট নিউ: ইন্টারন্যাশনাল বিজয়ী
বর্ষসেরা ভিডিও বিজয়ী
ব্রেকটুডো অ্যাওয়ার্ডস অ্যান মারি আর্টিসটা এম অ্যাসেনসাও মনোনীত
লসফোর্টি মিউজিক অ্যাওয়ার্ডস ইন্টারন্যাশনাল নিউ আর্টিস্ট অব দ্য ইয়ার মনোনীত
এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস বেস্ট নিউ অ্যাক্ট মনোনীত
২০১৮ ব্রিট অ্যাওয়ার্ডস "চাও আডিওস" বর্ষসেরা ব্রিটিশ ভিডিও অপনীত
২০১৯ ২০১৯ ব্রিট অ্যাওয়ার্ডস নিজে ব্রিট অ্যাওয়ার্ড ফর ব্রিটিশ ফিমেল সোলো আর্টিস্ট মনোনীত
স্পিক ইউর মাইন্ড ব্রিট অ্যাওয়ার্ড ফর ব্রিটিশ অ্যালবাম অব দ্য ইয়ার মনোনীত
"২০০২" বর্ষসেরা ব্রিটিশ একক মনোনীত
বর্ষসেরা ব্রিটিশ ভিডিও মনোনীত
২০১৯ গ্লোবাল অ্যাওয়ার্ডস সেরা গান মনোনীত
নিজে সেরা নারী মনোনীত
সেরা ব্রিটিশ শিল্পী অথবা দল মনোনীত
সেরা পপ বিজয়ী
২০১৯ আইহার্ট রেডিও মিউজিক অ্যাওয়ার্ডস "রিরাইট দ্য স্টারস" সেরা কভার গান মনোনীত
"ফ্রেন্ডস" (মার্শমেলোর সাথে) ডান্স সং অব দ্য ইয়ার মনোনীত
রিমার্কেবল উইমেন অ্যাওয়র্ডস ২০১৯ নিজে বর্ষসেরা শিল্পী বিজয়ী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

অ্যান মারি প্রাথমিক জীবনঅ্যান মারি সঙ্গীত-জীবনঅ্যান মারি ব্যক্তিগত জীবনঅ্যান মারি ডিস্কোগ্রাফিঅ্যান মারি চলচ্চিত্র তালিকাঅ্যান মারি সঙ্গীত সফরঅ্যান মারি পুরস্কার ও মনোনয়নঅ্যান মারি তথ্যসূত্রঅ্যান মারি বহিঃসংযোগঅ্যান মারি

🔥 Trending searches on Wiki বাংলা:

পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদবাংলাদেশের ইউনিয়নের তালিকাগর্ভধারণসূরা ফালাকনওগাঁ জেলাঠাকুর অনুকূলচন্দ্রবাংলাদেশের জেলা২০২২–২৩ নিউজিল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তান সফর (এপ্রিল ২০২৩)নিউটনের গতিসূত্রসমূহআশারায়ে মুবাশশারামৈমনসিংহ গীতিকাদৈনিক যুগান্তরলগইনআল্লাহর ৯৯টি নামসত্যজিৎ রায়ের চলচ্চিত্রহামাসইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনসৌরজগৎচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভারতের নামসমূহএশিয়ারাশিয়াআকবরতাজমহলমুসাবাংলাদেশের সংস্কৃতিদারুল উলুম দেওবন্দজাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালচিয়া বীজগায়ত্রী মন্ত্রশাওয়ালের ছয় রোজাজহির রায়হানদৈনিক ইনকিলাবলালনউয়েফা চ্যাম্পিয়নস লিগবাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবইলন মাস্কদীনবন্ধু মিত্রবুর্জ খলিফাহানিফ সংকেতবিদায় হজ্জের ভাষণজালাল উদ্দিন মুহাম্মদ রুমিকামরুল হাসান১ (সংখ্যা)দোয়া কুনুতভগবদ্গীতাব্র্যাকছোটগল্পবাংলাদেশ ছাত্রলীগতাপপ্রবাহটুইটারসৌদি রিয়ালসমাসরামকৃষ্ণ পরমহংসকাজী নজরুল ইসলামের রচনাবলিবাংলা স্বরবর্ণঅমর্ত্য সেনসার্বজনীন পেনশনঅর্থ (টাকা)এসিআই লিমিটেডজনগণমন-অধিনায়ক জয় হেকম্পিউটার কিবোর্ডঐশ্বর্যা রাইরবীন্দ্রনাথ ঠাকুরমহামৃত্যুঞ্জয় মন্ত্রদৌলতদিয়া যৌনপল্লিমেটা প্ল্যাটফর্মসঅস্ট্রেলিয়াবাংলাদেশী অভিনেত্রীদের তালিকাশেখ মুজিবুর রহমানবাংলাদেশের সংবিধানের সংশোধনীসমূহহুদাইবিয়ার সন্ধিক্লিওপেট্রাপাহাড়পুর বৌদ্ধ বিহারমিশকাতুল মাসাবীহবাঙালি জাতিময়মনসিংহ বিভাগ🡆 More