অ্যান্টিগুয়া ও বার্বুডায় ইসলাম

পরিসংখ্যান অনুযায়ী অ্যান্টিগুয়া ও বার্বুডার মোট মুসলিম জনসংখ্যা প্রায় ২০০ জন, যা জন মোট জনসংখ্যা ৬৭,৪৮৮-এর ০.০৩ শতাংশ। দ্বীপপুঞ্জের বেশিরভাগ মুসলিম হলেন সিরিয় বা লেবানীয় বংশোদ্ভূত আরব। সেন্ট জনস-এ দুটি পরিচিত ইসলামী সংগঠন রয়েছে, যার মধ্যে রয়েছে অ্যান্টিগুয়া এবং বার্বুডা ইন্টারন্যাশনাল ইসলামিক সোসাইটি এবং আমেরিকান অ্যান্টিগা বিশ্ববিদ্যালয় (মেডিসিনের স্কুল) মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। অ্যান্টিগায় একটি আহমদিয়া মিশনও রয়েছে। সেন্ট জন এর বাইরে বার্বুডার কোডারিংটনে অ্যান্টিগা ও বার্বুডার মুসলিম সম্প্রদায় রয়েছে। ২০১৬ সালে পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষায় মোট সংখ্যাটি প্রায় ৯৫০ হিসাবে গণনা করা হয়েছিল।

অ্যান্টিগুয়া ও বার্বুডায় এখনও দেশে মুসলমানদের জন্য একটি উপযুক্ত মসজিদ, ইসলামী কেন্দ্র বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় নি। অ্যান্টিগুয়া এবং বার্বুডা ইন্টারন্যাশনাল ইসলামিক সোসাইটি (এবিআইআইএস) দ্বারা নির্মাণ প্রথম মসজিদের প্রস্তাবিত স্থানটি সেন্ট জনসের আমেরিকান রোডে অবস্থিত। বর্তমানে মসজিদের জন্য ব্যবহৃত স্থানটি একটি ছোট্ট ঘর যা প্রায় ত্রিশজন লোকের জন্য উপযুক্ত হতে পারে এবং এটি জুমার নামাজের জন্য, পাঁচ ওয়াক্ত দৈনিক নামাজ, দুটি ইদের জন্য ব্যবহার করা হয়।

তথ্যসূত্র

Tags:

অ্যান্টিগুয়া ও বার্বুডাআরবআহমদিয়াপিউ রিসার্চ সেন্টার

🔥 Trending searches on Wiki বাংলা:

কম্বোডিয়াগুগলত্রিভুজরক্তশূন্যতাবাঙালি মুসলিমদের পদবিসমূহকাজলরেখালালনকিশোরগঞ্জ জেলাব্রহ্মপুত্র নদধর্মইন্ডিয়ান প্রিমিয়ার লিগমমতাজ বেগমফরাসি বিপ্লববাংলাদেশ সেনাবাহিনীপ্রথম উসমানমাটিমহাদেশ অনুযায়ী সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চলসমূহের তালিকাফেরেশতানাটকমহামৃত্যুঞ্জয় মন্ত্র২০২৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগভিয়েতনাম যুদ্ধজলবায়ু পরিবর্তনের প্রভাবটিকটকজাতীয় সংসদলোকনাথ ব্রহ্মচারীডাচ্-বাংলা ব্যাংক পিএলসিবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাপদ (ব্যাকরণ)ইশার নামাজকুনাল ঘোষযুক্তরাজ্যনৃত্যথ্যালাসেমিয়াবাংলাদেশের তৈরি পোশাক শিল্পপেশাসৌদি আরবের শহর ও নগরের তালিকাউদ্ভিদকোষবাংলা সাহিত্যের ইতিহাসআমচতুর্থ শিল্প বিপ্লবইসলামের ইতিহাসপশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদশেখ মুজিবুর রহমানকোকা-কোলাভারতের স্বাধীনতা আন্দোলনইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজারুলবাংলাদেশ নৌবাহিনী৬৯ (যৌনাসন)ভাষাবাংলাদেশের জেলাহবিগঞ্জ জেলাস্মার্ট বাংলাদেশরংপুর জেলাআলবার্ট আইনস্টাইনইসলামের নবি ও রাসুলঅর্শরোগকলাসিঙ্গাপুরসোনালুচট্টগ্রাম জেলারবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মডিজেলকক্সবাজার জেলাঠাকুর অনুকূলচন্দ্রচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানআইসোটোপশাবনূরঅর্থ (টাকা)দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাজাপানরংপুরসূরা ইয়াসীনআমাশয়🡆 More