টেনিস অস্ট্রেলিয়ান ওপেন

অস্ট্রেলিয়ান ওপেন (ইংরেজি: Australian Open) হল চারটি টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথমটি যা প্রতিবছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ান ওপেন ১৯০৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত গ্রাস কোর্টে অনুষ্ঠিত হলেও ১৯৮৮ সাল থেকে হার্ড কোর্টে অনুষ্ঠিত হচ্ছে। ম্যাট্‌স উইল্যান্ডার হলেন একমাত্র পুরুষ খেলোয়াড় যিনি গ্রাস ও হার্ড দুই কোর্টেই এই টুর্নামেন্ট জিতেছেন।

অস্ট্রেলিয়ান ওপেন
টেনিস অস্ট্রেলিয়ান ওপেন
অফিসিয়াল ওয়েব সাইট
অবস্থানমেলবোর্ন
টেনিস অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়া
ভেন্যুমেলবোর্ন পার্ক
সারফেসহার্ড
পুরুষদের ড্র১২৮এস / ১২৮কিউ / ৬৪ডি
মহিলাদের ড্র১২৮এস / ৯৬কিউ / ৬৪ডি
প্রাইজমানিA$৭৬,৫০০,০০০ (২০২৩)
গ্র্যান্ড স্ল্যাম

অন্যান্য গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের মতো অস্ট্রেলিয়ান ওপেনেও পুরুষ এবং মহিলা একক; পুরুষ, মহিলা ও মিশ্র দ্বৈত; জুনিয়র, হুইলচেয়ার ও লিজেন্ডদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই ওপেনের দুটি প্রধান কোর্ট হচ্ছে রড লেভার অ্যারিনা ও হাইসেন্স অ্যারিনা। কোর্ট দুটোর বিশেষ ছাদ রয়েছে যেগুলো বেশি গরম বা বৃষ্টিতে বন্ধ রাখা যায়। অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন এ দুটি স্ল্যামই কেবল ইনডোরে খেলা হয়।

এটি গ্রীষ্মের মাঝামাঝি অনুষ্ঠিত হয়। তাপমাত্রা অসহনীয় অবস্থায় পৌঁছালে সর্বোচ্চ তাপমাত্রা নীতি গ্রহণ করা হয়।

অস্ট্রেলিয়ান ওপেনে সাধারণত প্রচুর দর্শকের সমাগম ঘটে। ২০১০ অস্ট্রেলিয়ান ওপেনে একদিনে ৭৭,০৪৩ দর্শকের উপস্থিতি এবং সর্বমোট ৬৫৩,৮৬০ দর্শকের উপস্থিতি ঘটে যা যে-কোন গ্র্যান্ড স্ল্যামের জন্য রেকর্ড।

২০ বছর ধরে থাকা রিবাউন্ড এইস সারফেস ২০০৮ সালে থেকে প্লেক্সিকুশন সারফেসে পরিবর্তন করা হয়। এই নতুন সারফেসের সুবিধা হল এটি বেশি স্থায়ী এবং বেশি তাপমাত্রার জন্য উপযোগী। এই পরিবর্তন মতবিরোধের সম্মুখীন হয় কারণ এটি ইউএস ওপেনে ব্যবহৃত ডেকোটার্ফ সারফেসের মতোই। পুরুষ এককে রজার ফেদেরার এবং মহিলা এককে সেরেনা উইলিয়ামস রিবাউন্ড এইস ও প্লেক্সিকুশন এ দুই সারফেসেই এই টুর্নামেন্ট জিতেছেন।

ইতিহাস

টেনিস অস্ট্রেলিয়ান ওপেন 
রিবাউন্ড এইস সারফেসে মার্গারেট কোর্ট অ্যারিনা, ব্যাকগ্রাউন্ডে রড লেভার অ্যারিনা
টেনিস অস্ট্রেলিয়ান ওপেন 
রড লেভার অ্যারিনা, মেলবোর্ন পার্ক, মেলবোর্ন। খেলার প্রধান কোর্ট।

অস্ট্রেলিয়ান ওপেন টেনিস অস্ট্রেলিয়া দ্বারা নিয়ন্ত্রিত, যা আগে লন টেনিস অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া নামে পরিচিত ছিল। এই টুর্নামেন্ট প্রথমে অস্ট্রেলেশিয়ান চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত ছিল। ১৯২৭ সালে এর নাম হয় অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ান ওপেন। ১৯০৫ সাল থেকে অস্ট্রেলিয়ান ওপেন অস্ট্রেলিয়ার পাঁচটি ও নিউজিল্যান্ডের দুটি শহরে অনুষ্ঠিত হয়েছেঃ মেলবোর্ন (৫৪ বার), সিডনি (১৭ বার), অ্যাডিলেড (১৪ বার), ব্রিসবেন (৭ বার), পার্থ (৩ বার), ক্রাইস্টচার্চ (১৯০৬ সালে) এবং হাস্টিংস (১৯১২ সালে)। ভৌগোলিক দূরত্ব ও যাতায়াত সমস্যার কারণে প্রথমদিকের টুর্নামেন্টগুলোতে খেলোয়াড়ের অভাব ছিল। ১৯৬৯ সালে টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ান ওপেন নামে ব্রিসবেনে সকল খেলোয়াড়ের জন্য উন্মুক্ত হিসেবে আয়োজিত হয়। ১৯৭২ সালে যখন এটি প্রতি বছর একই শহরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়, কুইয়ং লন টেনিস ক্লাবকেই নির্বাচিত করা হয় কারণ পৃষ্ঠপোষকরা মেলবোর্নকেই পছন্দ করতেন বেশি। ১৯৮৮ সালের টুর্নামেন্টে কুইয়ং লন টেনিস ক্লাব থেকে মেলবোর্ন পার্কে(পূর্বের ফ্লিন্ডার্স পার্ক) স্থানান্তর করা হয় এবং প্রথম রিবাউন্ড এইস সারফেসে খেলা হয়। এবছর ৯০ শতাংশ দর্শক বেড়ে যায়। টুর্নামেন্টটি সাধারণত ডিসেম্বর বা ডিসেম্বর-জানুয়ারি মাস মিলিয়ে অনুষ্ঠিত হত। ১৯৮৫ সালের ডিসেম্বরের পর ১৯৮৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হবার কারণে ১৯৮৬ সালে এটি অনুষ্ঠিত হয়নি। ১৯৮৭ সালের পর থেকে নিয়মিত জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।

সাম্প্রতিক উপস্থিতি

টেনিস অস্ট্রেলিয়ান ওপেন 
২০০৮ অষ্ট্রেলিয়ান ওপেনে মার্গারেট কোর্ট অ্যারিনার প্রশস্ত ভিউ।
  • ২০১৪ – ৬৪৩,২৮০
  • ২০১৩ – ৬৮৪,৪৫৭
  • ২০১২ – ৬৮৬,০০৬
টেনিস অস্ট্রেলিয়ান ওপেন 
Panorama of Margaret Court Arena during the 2008 Australian Open
  • ২০১১ – ৬৫১,১২৭
  • ২০১০ – ৬৫৩,৮৬০
  • ২০০৯ – ৬০৩,১৬০
  • ২০০৮ – ৬০৫,৭৩৫
  • ২০০৭ – ৫৫৪,৮৫৮
  • ২০০৬ – ৫৫০,৫৫০
  • ২০০৫ – ৫৪৩,৮৭৩
  • ২০০৪ – ৫২১,৬৯১

ট্রফি ও প্রাইজমানি

  • মহিলা এককের বিজয়ীকে ডাফনে আখার্স্ট মেমোরিয়াল কাপ দেয়া হয়।
  • পুরুষ এককের বিজয়ীকে নরম্যান ব্রুকস চ্যালেঞ্জ কাপ দেয়া হয়।

২০১০ সাল থেকে পুরুষ ও মহিলা এককের বিজয়ীকে সমপরিমাণ প্রাইজমানি দেয়া হচ্ছে।

২০১8 সালের পুরুষ ও মহিলা এককের প্রাইজমানি:

প্রথম রাউন্ড $২৭,৬০০
দ্বিতীয় রাউন্ড $৪৫,৫০০
তৃতীয় রাউন্ড $৭১,০০০
চতুর্থ রাউন্ড $১২৫,০০০
কোয়ার্টার ফাইনালিস্ট $২৫০,০০০
সেমি ফাইনালিস্ট $৫০০,০০০
রানার্স আপ $১,২১৫,০০০
চ্যাম্পিয়ন $২,৪৩০,০০০

বর্তমান চ্যাম্পিয়ন

২০২৪ অস্ট্রেলিয়ান ওপেন:

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

টেনিস অস্ট্রেলিয়ান ওপেন ইতিহাসটেনিস অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি ও প্রাইজমানিটেনিস অস্ট্রেলিয়ান ওপেন বর্তমান চ্যাম্পিয়নটেনিস অস্ট্রেলিয়ান ওপেন তথ্যসূত্রটেনিস অস্ট্রেলিয়ান ওপেন বহিঃসংযোগটেনিস অস্ট্রেলিয়ান ওপেনইংরেজি ভাষাখেলোয়াড়গ্র্যান্ড স্ল্যাম (টেনিস)টেনিসমেলবোর্ন

🔥 Trending searches on Wiki বাংলা:

কচুব্রহ্মপুত্র নদচাহিদার স্থিতিস্থাপকতাতুরস্ককুমিল্লা জেলাবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়রচনা বন্দ্যোপাধ্যায়পারমাণবিক ভরের ভিত্তিতে মৌলসমূহের তালিকাম্যালেরিয়াআহসান মঞ্জিলবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরহিমালয় পর্বতমালানামমুদ্রাস্ফীতিসার্বিয়াদুরুদদুবাইইতালিইরানবাংলাদেশের মেডিকেল কলেজসমূহের তালিকালিভারপুল ফুটবল ক্লাবওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসিন্ধু সভ্যতাবঙ্গভঙ্গ (১৯০৫)তাহসান রহমান খানবাংলাদেশী জাতীয় পরিচয় পত্রইউনিলিভারচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়হাজ্জাজ বিন ইউসুফউদরাময়বাঙালি হিন্দুদের পদবিসমূহভারতের সাধারণ নির্বাচন, ২০২৪ইসরায়েলের ইতিহাসবাংলাদেশের জাতিগোষ্ঠীমালদ্বীপইসরায়েল–হামাস যুদ্ধটুইটারত্রিভুজহিন্দি ভাষাভ্লাদিমির লেনিনইসলামের ইতিহাসমানুষযৌন প্রবেশক্রিয়াপানিমহেন্দ্র সিং ধোনিপাগলা মসজিদবাংলাদেশ পুলিশদক্ষিণবঙ্গসংস্কৃত ভাষামৌলিক সংখ্যাআফগানিস্তানবাইসনবাংলাদেশের জনশুমারি ও গৃহগণনা ২০২২মৌলিক পদার্থের তালিকাছিয়াত্তরের মন্বন্তরতক্ষকআকবরচড়ক পূজাশিশ্ন-মুখমৈথুনসবচেয়ে বেশি গোলকারী ফুটবলারের তালিকাপশ্চিমবঙ্গঅপারেশন সার্চলাইটপাঞ্জাব কিংসম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবক্যান্সারঢাকা মেট্রোরেলআডলফ হিটলারবাংলাদেশ নৌবাহিনীবাংলাদেশ ছাত্রলীগহেপাটাইটিস বিকাজলতাপ সঞ্চালনগ্রীষ্মবাংলাদেশ নৌবাহিনীর পদবিযৌনসঙ্গম🡆 More