অমরখানা ইউনিয়ন

অমরখানা ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার একটি ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন টি কাজীরহাট বাজারের দক্ষিণে প্রায় ৫০০ গজ দূরে অবস্হিত।

অমরখানা ইউনিয়ন
ইউনিয়ন
৫ নং চাকলাহাট ইউনিয়ন পরিষদ
দেশবাংলাদেশ
বিভাগরংপুর বিভাগ
জেলাপঞ্চগড় জেলা
উপজেলাপঞ্চগড় সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যাননূরজামান নুরু (বাংলাদেশ আওয়ামীলীগ)
আয়তন
 • মোট১১৯.১৩ বর্গকিমি (৪৬.০০ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯১)
 • মোট১৬,৯৪২
 • জনঘনত্ব১৪০/বর্গকিমি (৩৭০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৩.২৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৫০০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

প্রাক্তন চেয়ারম্যান

১। ইলাম উদ্দীন (১৯৭৩-৭৭ ইং)
২। আব্দুল জলিল (১৯৭৮-৮৬ ইং)
৩। আব্দুল কাদের (১৯৮৬-৮৮ ইং)                                
৪। আব্দুল কাদের (১৯৮৮-৯২ ইং)
৫। অলিয়ার রহমান (১৯৯২-৯৮ ইং)
৬। আব্দুল কাদের (১৯৯৮-০২ ইং)
৭। মবিন চৌধুরী (২০০৩-১১ ইং)

প্রশাসনিক কাঠামো

অমরখানা ইউনিয়ন পঞ্চগড় সদর উপজেলা আওতাধীন ৬ নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পঞ্চগড় সদর উপজেলার অধীনে। এটি জাতীয় সংসদের ১ নং নির্বাচনী এলাকা পঞ্চগড়-১ এর অংশ। এই ইউনিয়ন নিন্মলিখিত গ্রাম নিয়ে গঠিত:

এক নজরে গ্রামের তালিকা-

০১। ডাংগা পাড়া

০২। বদিনা জোত

০৩। সুড়িভিটা

০৪। বোয়ালীমারী

০৫। হলধর জোত

০৬। চৈতন্য পাড়া

০৭। গোলাবাড়ী

০৮। অমরখানা

০৯। বোদা পাড়া

১০। জামুরী বাড়ী

১১। দাউলিয়া ভিটা

১২। সরকার পাড়া

১৩। নিমাই পাড়া

১৪। হটরা পাড়া

১৫। বামন পাড়া

১৬। টেরা পাড়া

১৭। মহি পাড়া

১৮। চকরা ভিটা

১৯। মধুপাড়া

২০। থুকুরী পাড়া

২১। বালিয়া ডাঙ্গী

২২। দাতারাম পাড়া

২৩। কালাজোত

২৪। ঠুটাপাখুরী

২৫। গোয়াল পাড়া

২৬। জগদল

২৭। বানিয়া পাড়া

২৮। তালমা

২৯। গুচ্ছ গ্রাম

৩০। আদর্শ গ্রাম

৩১। সোনার বান

৩২। আবালু পাড়া

৩৩। পকলাভিটা

৩৪। বিদ্যাভিটা

৩৫। সুকদেব পাড়া

৩৬। কামার ভিটা

৩৭। প্রধান পাড়া

৩৮। পূর্ব অমরখানা

৩৯। বড় কামাত

৪০। ছোট কামাত

৪১। চুমানু পাড়া

৪২। পেশকার পাড়া

৪৩। ধোপা পাড়া

৪৪। খালপাড়া

৪৫। সেন পাড়া

৪৬। বড়ুয়া পাড়া

৪৭। কমলা পাড়া

৪৮। জামাদার পাড়া

৪৯। মেহেনা ভিটা

৫০। সিপাই পাড়া

৫১। নরদেব পাড়া

জনসংখ্যা

১৯৯১ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা ছিল প্রায় ১৬,৯৪২ জন।

শিক্ষা

এই ইউনিয়নের শিক্ষার হার- ৪৩.২৬%। ইউনিয়নটিতে- ১ টি কলেজ, ৩টি মার্ধ্যমিক বিদ্যালয়, ১টি নিম্ন মার্ধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রসা ও ১১ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

উল্লেখ যোর্গ্য শিক্ষা প্রতিষ্ঠান

  • জগদল ডিগ্রি কলেজ
  • শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়
  • অমরখানা উচ্চ বিদ্যালয়
  • কাজিরহাট বালিকা বিদ্যালয়
  • সোনারবান দাখিল মাদরাসা
  • জামুরীবাড়ী এবতেদায়ী মাদরাসা
  • মহারাজা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

ভাষা ও সংস্কৃতি

ভাষাঃ পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের মানুষ বাংলা চলিত ও আঞ্চলিক ভাষায় কথা বলেন। আঞ্চলিক ভাষা সমূহের মধ্যে বৃহত্তর দিনাজপুর, কুমিল্লা, টাংগাইল ও ময়মনসিংহের ভাষায় কথা বলেন। অত্র ইউনিয়নে মুসলিম ও হিন্দু সম্প্রদায় বসবাস করেন।

সংস্কৃতিঃ অত্র ইউনিয়নের মানুষ সংস্কৃতি মনা। বছরের বিভিন্ন সময় অত্র ইউনিয়নে গানের আসর বসে। প্রতি বছর পহেলা বৈশাখে ঐতিহাসিক মহারাজার দিঘীর পাড়ে বৈশাখী মেলা বসে। এসময় উক্ত মেলায় প্রচুর লোক সমাগম হয়। দেশের বিভিন্ন জেলা হতে উক্ত মেলায় লোকজন আসেন এবং পহেলা বৈশাখে ইউনিয়নের বিভিন্ন জায়গায় পান্তা-ভাত আর ইলিশের অস্থায়ী দোকান বসে। এছাড়া উক্ত দিনে বাংলাদেশ-ভারত দুই গ্রাম বাংলার মানুষের কিছুক্ষণ সাক্ষাতের সুযোগ হয়। দেশের বিভিন্ন জায়গা হতে লোকজন তাদের ওপার বাংলায় রেখে আসা বা চলে যাওয়া আত্মীয়দের দেখার সুযোগ লাভ করেন। অত্র ইউনিয়নে আগস্ট-সেপ্টেম্বর মাসে ফুটবল, ‍ক্রিকেট, কাবাডি ও হাডুডু খেলার আয়োজন করা হয়।

দর্শনীয় স্থান

ভিতরগড় দুর্গ

মাহারাজার দিঘী

যোগাযোগব্যবস্থা

জেলা সদরের সাথে এই ইউনিয়নের যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক পথ। সড়ক পথে জেলা সদর থেকে দূরত প্রায় ১৫ কিমি।রিকশা, ভ্যান, মটর সাইকেল,ইজি বাইক ও বাস যোগে যাতায়াত করা যায়।

তথ্যসূত্র

Tags:

অমরখানা ইউনিয়ন প্রাক্তন চেয়ারম্যানঅমরখানা ইউনিয়ন প্রশাসনিক কাঠামোঅমরখানা ইউনিয়ন জনসংখ্যাঅমরখানা ইউনিয়ন শিক্ষাঅমরখানা ইউনিয়ন ভাষা ও সংস্কৃতিঅমরখানা ইউনিয়ন দর্শনীয় স্থানঅমরখানা ইউনিয়ন যোগাযোগব্যবস্থাঅমরখানা ইউনিয়ন তথ্যসূত্রঅমরখানা ইউনিয়নপঞ্চগড় জেলাপঞ্চগড় সদর উপজেলাবাংলাদেশেররংপুর বিভাগ

🔥 Trending searches on Wiki বাংলা:

গজলব্যাংকভালোবাসাদৌলতদিয়া যৌনপল্লিগাজীপুর জেলাবাক্যলালসালু (উপন্যাস)মহাস্থানগড়আল্লাহবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়প্লাস্টিক দূষণপুষ্টিময়মনসিংহ জেলাঠাকুর পরিবারমুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রহিন্দুধর্মইস্তেখারার নামাজপথের পাঁচালীসোনালী ব্যাংক পিএলসিবাংলাদেশ সেনাবাহিনীর পদবিইংরেজি ভাষাযিনাঊনসত্তরের গণঅভ্যুত্থানমাহমুদুল্লাহ রিয়াদশেখ হাসিনালগইনপশ্চিমবঙ্গে ভারতের সাধারণ নির্বাচন, ২০১৯ইউক্রেনে রুশ আক্রমণ (২০২২-বর্তমান)জন্ডিসমানিক বন্দ্যোপাধ্যায়নাটকব্রিটিশ ভারতদিনাজপুর জেলামানব উন্নয়ন সূচকনরসিংদী জেলাঢাকাসিলেটজাদু (মায়াবিদ্যা)টাইফয়েড জ্বরইন্দোনেশিয়াস্বাস্থ্যের অধিকারইবাদাতছয় দফা আন্দোলনহজ্জনয়নতারা (উদ্ভিদ)অস্ট্রেলিয়াকোণইস্ট ইন্ডিয়া কোম্পানিবরিশাল বিভাগদুর্গাপূজাসম্প্রসারিত টিকাদান কর্মসূচিবাংলাদেশের শিক্ষামন্ত্রীযোনি পিচ্ছিলকারকসামাজিক যোগাযোগ মাধ্যমতেলিয়াপাড়া স্মৃতিসৌধচতুর্থ শিল্প বিপ্লবকাজী নজরুল ইসলামের রচনাবলিবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলনাসা গ্রুপফারাজ আকরামইসরায়েলসফিউদ্দীন আহমেদফিফা বিশ্ব র‌্যাঙ্কিংজগদীশ চন্দ্র বসুজাতিসংঘের মহাসচিবক্লিওপেট্রাজান্নাততাওহীদভুল তথ্যের বিস্তারজনগণমন-অধিনায়ক জয় হেবাংলাদেশের জাতীয় পতাকাফুলবাংলাদেশ ছাত্রলীগপুঁজিবাদআনন্দবাজার পত্রিকাবাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের তালিকাকলা (জীববিজ্ঞান)রামকৃষ্ণ পরমহংস🡆 More