অপু বিশ্বাস: বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী

অবন্তি বিশ্বাস (মঞ্চ নাম অপু বিশ্বাস হিসাবেই অধিক পরিচিত; জন্ম: ১১ অক্টোবর ১৯৮৯, বগুড়া, বাংলাদেশ) হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তিনি ২০০৬ সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে পদার্পণ করেন। তিনি ২০০৬ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন চলচ্চিত্রে প্রধান নায়িকা হিসাবে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টিরও অধিক চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। কর্মজীবনে তিনি একটি বাচসাস পুরস্কার অর্জন করেছেন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।

অপু বিশ্বাস
অপু বিশ্বাস: জন্ম ও কৈশোর, অভিনয় জীবন, ব্যক্তিগত জীবন
২০১৭ সালে অপু বিশ্বাস
জন্ম
অবন্তী বিশ্বাস

(1989-10-11) ১১ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৪)
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৪ – বর্তমান
দাম্পত্য সঙ্গীশাকিব খান (বি. ২০০৮; বিচ্ছেদ. ২০১৭)
সন্তানআব্রাহাম খান জয়
পুরস্কারপূর্ণ তালিকা

জন্ম ও কৈশোর

অপু বিশ্বাস ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া এস কে লেনে জন্মগ্রহণ করেন। বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপু। তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতেই। প্রথম স্কুল এসওএস হারম্যান মেইনার। তারপর আলোর মেলা, ক্রিসেন্ট হাই স্কুল এবং সব শেষে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। বাবা-মায়ের যৌথ উৎসাহেই মূলতঃ নাচতে শুরু করেন। বগুড়ার নৃত্যগুরু আবদুস সামাদের কাছে নাচের তালিম নেন। এসময়ে তিনি লাইলী মজনু নৃত্যনাট্যে অভিনয় করেছেন। প্রাতিষ্ঠানিক নাচের হাতেখড়ি হয় বুলবুল ললিতকলা একাডেমিতে। তারপর শিল্পকলা একাডেমি এবং সবশেষে নৃত্যাঞ্চল। নবম শ্রেণীতে পড়াকালীন নৃত্যাঞ্চল আয়োজিত একটি প্রতিযোগিতায় দশম হন।

অভিনয় জীবন

২০০৫-২০০৯, চলচ্চিত্রে আগমন ও প্রধান চরিত্র

অপু বিশ্বাস ২০০৫ সালে অবন্তি নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। ছবিটি ব্যবসা সফল হয় এবং অপু বিশ্বাস রাতারাতি তারকায় রূপান্তরিত হন। শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফআই মানিক এই জুটিকে নিয়ে একই বছরে পিতার আসন, চাচ্চু, ও দাদীমা চলচ্চিত্র নির্মাণ করেন। ২০০৭ সালে অপু মান্নার বিপরীতে মেশিনম্যান ছবিতে এবং পুনরায় শাকিব খানের বিপরীতে কাবিননামা ছবিতে অভিনয় করেন।

পরের দুই বছরে শাকিব-অপু জুটির আমাদের ছোট সাহেব (২০০৮), আমার জান আমার প্রাণ (২০০৮), তুমি স্বপ্ন তুমি সাধনা (২০০৮), মনে প্রাণে আছ তুমি (২০০৮), ভালোবাসার লাল গোলাপ (২০০৯), মন যেখানে হৃদয় সেখানে (২০০৯), জান আমার জান (২০০৯), মনে বড় কষ্ট (২০০৯), মায়ের হাতে বেহেশতের চাবি (২০০৯), এবং ও সাথী রে.... (২০০৯) ছবি ব্যবসা সফল হয়। অপু ২০০৮ সালের জান আমার জান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাংলাদেশ কালচারাল রিপোর্টারস অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন। এছাড়া ২০০৮ সালের এক বুক ভালোবাসা ও ২০০৯ সালের মনে বড় কষ্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল-প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।

২০১০-২০১৪, ব্যবসা সফলতা

২০১০ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং বদিউল আলম খোকন পরিচালিত নিঃশ্বাস আমার তুমি চলচ্চিত্র দুটি ব্লকবাস্টার হিট হয়। বদিউল আলম খোকন পরিচালিত নাম্বার ওয়ান শাকিব খান ব্যবসা সফল হয় এবং ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের সেরা দশে অবস্থান করে। এছাড়া চাচ্চু আমার চাচ্চু, টপ হিরো, পরান যায় জ্বলিয়া রে, হায় প্রেম হায় ভালোবাসা, প্রেম মানেনা বাঁধা চলচ্চিত্রে অভিনয় করেন। সবকয়টি চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান। ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে জন্য তিনি তৃতীয়বারের মত মেরিল-প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।

২০১১ সালে তিনি অমিত হাসান প্রযোজিত প্রথম চলচ্চিত্র কে আপন কে পর চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া শাকিব খানের বিপরীতে তার অভিনীত কোটি টাকার প্রেম, কিং খান, আদরের জামাই, প্রিয়া আমার জান, তোর কারণে বেঁচে আছি, একবার বলো ভালোবাসি এবং মনের ঘরে বসত করে মুক্তি পায়। ২০১২ সালে শাকিব খানের বিপরীতে এক টাকার দেনমোহর, এক মন এক প্রাণ, জিদ্দি মামা চলচ্চিত্রে অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে তার অভিনীত একটি ছবি ঢাকার কিং এবং ঈদুল আযহায় দুটি ছবি বুক ফাটেতো মুখ ফোটেনাদুর্দর্ষ প্রেমিক মুক্তি পায়। এক টাকার দেনমোহর চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পঞ্চমবারের মত মেরিল-প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।

২০১৩ সালে অপু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রে পার্বতী চরিত্রে অভিনয় করেন। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই চলচ্চিত্রে তার সহ-অভিনয়শিল্পী ছিলেন শাকিব খান ও মৌসুমী। এছাড়া তিনি মাই নেম ইজ খান, ও প্রেমিক নাম্বার ওয়ান ছবিতে অভিনয় করেন। মাই নেম ইজ খান ছায়াছবিটি ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের সেরা দশ তালিকায় স্থান করে নেয়। এছাড়া অপু এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার লাভ করেন। পরের বছর ভালোবাসা এক্সপ্রেস, সেরা নায়ক, দুই পৃথিবী, ডেয়ারিং লাভার,,জয় চৌধুরী, ও শিরিন শিলা অভিনীত হিটম্যান, হিরো: দ্যা সুপারস্টার চলচ্চিত্রে অভিনয় করেন। ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত হিরো: দ্যা সুপারস্টার ব্যবসাসফল হয় এবং ঢালিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্রের সেরা দশে স্থান করে নেয়। অপু এবছর ডেয়ারিং লাভার ছবিতে অভিনয়ের জন্য ষষ্ঠবারের মত মেরিল-প্রথম আলো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন।

২০১৫-বর্তমান

২০১৫ সালে অপু শাকিব খানের বিপরীতে রাজাবাবু - দ্য পাওয়ার, রাজা ৪২০লাভ ম্যারেজ চলচ্চিত্রে অভিনয় করেন। পরের বছর ঈদুল ফিতরে মুক্তি পায় তার অভিনীত সম্রাট: দ্য কিং ইজ হিয়ার, যা পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন শাকিব খান ও ভারতের ইন্দ্রনীল সেনগুপ্ত। এবছরের ঈদুল আযহায় শাকিব খানের মুক্তিপ্রাপ্ত বসগিরিশুটার চলচ্চিত্রে তার অভিনয়ের কথা থাকলেও, পরে দুটি চলচ্চিত্রেই তার স্থলাভিষিক্ত হন নবাগত শবনম বুবলি।

২০১৭ সালের ঈদুল ফিতরে দীর্ঘ ১০ মাস মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আসার পর শাকিব খান ও আনিসুর রহমান মিলনের বিপরীতে তার অভিনীত রাজনৈতিক-থ্রিলারধর্মী রাজনীতি চলচ্চিত্রটি মুক্তি পায়, যা পরিচালনা করেন বুলবুল বিশ্বাস। তিনি বর্তমানে বাপ্পি চৌধুরীর বিপরীতে দেবাশিষ বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ চলচ্চিত্রে কাজ করছেন, চলচ্চিত্রটি ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত শ্বশুরবাড়ি জিন্দাবাদ চলচ্চিত্রের দ্বিতীয় কিস্তি।

ব্যক্তিগত জীবন

অপু বিশ্বাস ২০০৮ সালে ১৮ এপ্রিল নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন। ২০১৭ সালে একটি টেলিভিশনে সরাসরি সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন।

বিয়ের পর ২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে কলকাতায় তাদের পুত্র সন্তান আব্রাম খান জয় জন্মগ্রহণ করে।

শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তাদের বিবাহবিচ্ছেদ হয়। তার বিয়ের পর ধর্মান্তরিত করে নাম পরিবর্তন করে রাখা হয়েছিল অপু ইসলাম খান। তবে, পরে তার বিবাহ বিচ্ছেদের পর তিনি হিন্দুধর্মে ফিরে আসেন।

চলচ্চিত্রের তালিকা

পুরস্কার ও মনোনয়ন

বছর পুরস্কারের বিভাগ মনোনীত চলচ্চিত্র ফলাফল সূত্র
মেরিল-প্রথম আলো পুরস্কার
২০০৮ তারকা জরিপ সেরা চলচ্চিত্র অভিনেত্রী একবুক ভালোবাসা মনোনীত
২০০৯ মনে বড় কষ্ট মনোনীত
২০১০ ভালোবাসলেই ঘর বাঁধা যায় না মনোনীত
২০১১ মনোনীত
২০১২ এক টাকার দেনমোহর মনোনীত
২০১৪ ডেয়ারিং লাভার মনোনীত
বাংলাদেশ কালচারাল রিপোর্টারস অ্যাসোসিয়েশন পুরস্কার
২০০৮ সেরা অভিনেত্রী জান আমার জান বিজয়ী
ইউরো-সিজেএফবি পারফর্মেন্স পুরস্কার
২০০৯ সেরা অভিনেত্রী বিজয়ী
গ্ল্যামার পুরস্কার
২০১০ সেরা অভিনেত্রী ভালোবাসার লাল গোলাপ বিজয়ী
ইফাদ ফিল্ম ক্লাব পুরস্কার
২০১২ সেরা অভিনেত্রী বিজয়ী
বাচসাস পুরস্কার
২০১৩ সেরা চলচ্চিত্র অভিনেত্রী মাই নেম ইজ খান বিজয়ী
২০১৭ সেরা চলচ্চিত্র অভিনেত্রী রাজনীতি বিজয়ী

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Tags:

অপু বিশ্বাস জন্ম ও কৈশোরঅপু বিশ্বাস অভিনয় জীবনঅপু বিশ্বাস ব্যক্তিগত জীবনঅপু বিশ্বাস চলচ্চিত্রের তালিকাঅপু বিশ্বাস পুরস্কার ও মনোনয়নঅপু বিশ্বাস তথ্যসূত্রঅপু বিশ্বাস বহিঃসংযোগঅপু বিশ্বাসঅভিনেত্রীআমজাদ হোসেনকাল সকালেকোটি টাকার কাবিনচলচ্চিত্রবগুড়াবাংলাদেশবাংলাদেশীবাচসাস পুরস্কারমেরিল-প্রথম আলো পুরস্কারশাকিব খান১৯৮৯

🔥 Trending searches on Wiki বাংলা:

ক্রিকেটহাদিসইসরায়েল–হামাস যুদ্ধবীর্যসিলেটফিজিরমজানমোহাম্মদ সাহাবুদ্দিনবাংলাদেশের প্রধানমন্ত্রীদের তালিকাগুগলডায়াজিপামশেখ ফজিলাতুন্নেছা মুজিবআফগানিস্তানবাংলাদেশ বিমান বাহিনীগুজরাত টাইটান্সস্বাধীনতা দিবস (ভারত)ভাষা আন্দোলন দিবসজাতীয় স্মৃতিসৌধরেনেসাঁইউরোপীয় দেশগুলো ও অধীনস্থ ভূভাগের তালিকাইসলামি সহযোগিতা সংস্থাযৌন ওষুধদক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাজগন্নাথ বিশ্ববিদ্যালয়হেপাটাইটিস বিদুবাইবাংলাদেশের সংবিধানব্যঞ্জনবর্ণদোয়া কুনুতইসলামমেটা প্ল্যাটফর্মসআল-আকসা মসজিদআমএস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুনামাজের সময়সমূহঅর্শরোগমার্কিন যুক্তরাষ্ট্রচুম্বকজসীম উদ্‌দীনআব্দুল কাদের জিলানীকুইচাফ্রান্সের ষোড়শ লুইইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগআবুল আ'লা মওদুদীগাঁজাআদমসার্বিয়াআর্জেন্টিনারফিক আজাদশরৎচন্দ্র চট্টোপাধ্যায়তক্ষকগোলাপজীববৈচিত্র্যজাতীয় দিবসশামসুর রাহমানফুটবলসূর্যাস্তনামাজবঙ্গভঙ্গ (১৯৪৭)পিনাকী ভট্টাচার্যঢাকা জেলাস্বাধীনতাফিনল্যান্ডইউরোপকেন্দ্রীয় শহীদ মিনারতামান্না ভাটিয়াদোলযাত্রাশিবইংল্যান্ডশ্যামলী পরিবহনআনন্দবাজার পত্রিকাসংস্কৃত ভাষাইতিকাফশীর্ষে নারী (যৌনাসন)জাতিসূরা ইখলাস🡆 More