জাতীয়তাবাদ

জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেয়া হয়। জাতীয়তাবাদ একটি জাতির সংস্কৃতি রক্ষার্থে ভূমিকা পালন করে এবং জাতির অর্জনসমূহকে সামনে তুলে ধরে। এসব বিষয় বিবেচনা করলে জাতীয়তাবাদ ইতিবাচক ও নেতিবাচক দুইই হতে পারে।

পরিভাষা

জাতীয়তাবাদ শব্দটি ইংরেজি ন্যাশনালিজম শব্দের বাংলা পরিভাষা। ন্যাশনালিজম শব্দটি ১৮৪৪ সাল থেকে ব্যবহৃত হতে থাকে, যদিও জাতীয়তাবাদ মতবাদটি আরও আগে থেকে চলে আসছে। ১৯শ শতাব্দীতে এই মতবাদ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মতবাদটি এর অন্তর্নিহিত অর্থের কারণে ১৯১৪ সালের পর থেকে নেতিবাচক রূপ লাভ করে। গ্লেন্ডা স্লুগা বলেন, ২০শ শতাব্দী হল জাতীয়তাবাদের মোহমুক্তি এবং আন্তর্জাতিকতাবাদের উন্মেষের সময়।

ইতিবাচকতা

জাতীয়তাবাদের ধারণা নানামুখী ইতিবাচক পরিবর্তন এনে থাকে। ইতালিয় রাষ্ট্র দার্শনিক নিকোলা ম্যাকিয়াভেলি জাতীয়তার ভিত্তিতে রাষ্ট্র গঠনের ধারণা দিয়েছিলেন। ফলে বর্তমান বিশ্বে জাতীয়তাবাদী রাষ্ট্র গড়ে উঠেছে। পূর্বের রাষ্ট্রগুলো ছিল নগর রাষ্ট্র। এছাড়াও জাতীয়তাবাদ মানুষকে ঐক্যবদ্ধ করে একটি সম্মিলিত শক্তির উত্থান ঘটায়।

নেতিবাচকতা

জাতীয়তাবাদ নেতিবাচক অর্থেও ব্যবহৃত হতে পারে। উগ্র জাতীয়তাবাদ তার প্রকৃষ্ট উদাহরণ। জাতীয়তাবাদের সমালোচকগণ মনে করেন জাতীয়তাবাদের ধারণা মানুষকে এক অর্থে ঐক্যবদ্ধ করলেও মূলত মানুষকে সংকীর্ণমনা করে দেয় এবং মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে। আর জাতীয়তাবাদে ধর্মের উপস্থিত থাকলে সে জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদে রূপ নিতে পারে। তখন ভিন্ন ধর্ম ও মতাবলম্বীরা নানাভাবে আক্রান্ত হতে পারেন।

এছাড়া জাতীয়তাবাদের ধারণা যুদ্ধের ও জন্ম দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির চ্যান্সেলর এডলফ হিটলার জার্মান জাতিকে উগ্র জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে যুদ্ধের ময়দানে টেনে এনেছিলেন। নৃশংস সেই যুদ্ধে জার্মান বাহিনীর বর্বর বৃক্ষটির মূলে জলসেচন করেছিল জার্মান জাতীয়তাবাদ।

ইতিহাস

আমেরিকান দার্শনিক এবং ইতিহাসবিদ হান্স কোহন ১৯৪৪ সালে লিখেছিলেন যে ১৭ শতাব্দীতে জাতীয়তাবাদের উত্থান হয়েছিল। ঐকমত্য হল জাতীয়তাবাদ একটি ধারণা হিসেবে ১৯শতকে প্রতিষ্ঠিত হয়েছিলো। অনেক রাজনৈতিক বিজ্ঞানী আধুনিক দেশ রাষ্ট্রের ভিত্তি এবং সার্বভৌমত্বের ধারণা সম্পর্কে তাত্ত্বিক ধারণা করেছেন। রাষ্ট্রবিজ্ঞানে জাতীয়তাবাদের ধারণাগুলি এই তাত্ত্বিক ভিত্তি থেকেই আঁকে।

আরও দেখুন

তথ্যসূত্র

Tags:

জাতীয়তাবাদ পরিভাষাজাতীয়তাবাদ ইতিবাচকতাজাতীয়তাবাদ নেতিবাচকতাজাতীয়তাবাদ ইতিহাসজাতীয়তাবাদ আরও দেখুনজাতীয়তাবাদ তথ্যসূত্রজাতীয়তাবাদজাতিমানব

🔥 Trending searches on Wiki বাংলা:

বিদ্যালয়লোকনাথ ব্রহ্মচারীআর্দ্রতাইন্টারনেটলালবাগের কেল্লাচট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও দর্শনীয় স্থানবাংলাদেশের কোম্পানির তালিকারিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দররাজস্থান রয়্যালসরাজশাহীবাংলাদেশ সিভিল সার্ভিসবেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশপূর্ণিমাযৌনসঙ্গমইন্দোনেশিয়াসহজ পাঠ (বই)সূরা ফালাকগজলসৌদি আরবখাওয়ার স্যালাইনলা লিগামাহরামবাবরএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)ইউরোআবহাওয়াআকবরমমতা বন্দ্যোপাধ্যায়চিকিৎসকযিনাবঙ্গবন্ধু-১সালোকসংশ্লেষণবাঙালি হিন্দু বিবাহমহিবুল হাসান চৌধুরী নওফেলমিয়া খলিফাগর্ভধারণমাইনডেমনিটি অধ্যাদেশমুহাম্মাদ ফাতিহমেয়েসিমেন্টবিশ্ব পরিবেশ দিবসযোনিসংখ্যার তালিকামুঘল সাম্রাজ্যহাদিসবিমান বাংলাদেশ এয়ারলাইন্সরাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)ডাচ্-বাংলা ব্যাংক পিএলসিবাংলাদেশ জামায়াতে ইসলামীআল্লাহপৃথিবীর বায়ুমণ্ডলমার্কিন যুক্তরাষ্ট্রব্র্যাকফেসবুকঊনসত্তরের গণঅভ্যুত্থানজ্ঞানক্রিকেটবাংলাদেশের ব্যাংকসমূহের তালিকাশেখ মুজিবুর রহমানপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০২১ঝড়আতাবাংলাদেশের প্রশাসনিক অঞ্চলহামাসবাংলাদেশের রাষ্ট্রপতিশেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডভারতে নির্বাচনজানাজার নামাজ২০২২ ফিফা বিশ্বকাপশ্বেতকণিকাঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনমেহজাবীন চৌধুরীরাজশাহী বিশ্ববিদ্যালয়হিন্দুধর্মঈদুল ফিতরমৌলিক সংখ্যাবাংলাদেশে পালিত দিবসসমূহ🡆 More