উইকিভ্রমণ:সামাজিক যোগাযোগ

সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের সাথে উইকিভ্রমণের পরিচয় করিয়ে দিতে ও উইকিভ্রমণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে উইকিভ্রমণ সম্প্রদায় বেশকিছু সামাজিক যোগাযোগের পাতা পরিচালনা করে। মূলত পাতাগুলো উইকিপিডিয়া তত্ত্বাবধানকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্থানীয় শাখা উইকিমিডিয়া বাংলাদেশের তৈরি ও মালিকানাধীন হলেও এগুলো পরিচালনা করে থাকেন উইকিভ্রমণ সম্প্রদায়ের সদস্যগণ। উউইকিভ্রমণের অফিসিয়াল সামাজিক যোগাযোগের পাতাসমূহ পরিচালনা ও সেগুলোর মাধ্যমে বিভিন্ন ধরণের পোস্ট করা সংক্রন্ত কিছু নিয়মাবলী এই পাতার আলোচ্য বিষয়। যদিও এই বিষয়গুলো অবশ্যই পালন করতে হবে এমন নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এগুলো সাধারণত উইকিপিডিয়াসহ উইকিমিডিয়ার অন্যান্য অফিসিয়াল পাতাগুলো পরিচালনায় ব্যবহার করা হয় ও উইকিমিডিয়া ফাউন্ডেশন, অন্য স্থানীয় পাতাগুলো পরিচালনায়ও এগুলো চর্চা করার পরামর্শ দেয়। আপনি পাতাগুলো পরিচালনায় আগ্রহী হলে অথবা পোস্ট সংক্রান্ত পরামর্শ বা পোস্টের আইডিয়া শেয়ার করতে এই আলাপ পাতায় মন্তব্য রাখুন।

ফেসবুক (@bnwikivoyage) টুইটার (@bnwikivoyage) ইন্সটাগ্রাম (@bnwikivoyage)


উদ্দেশ্য

নিম্ন লিখিত উদ্দেশ্যে উইকিভ্রমণের সামাজিক যোগাযোগের পাতাগুলো তৈরি ও পরিচালনা করা হচ্ছে:

  • এর মাধ্যমে বিকল্প ও সহজ উপায়ে ব্যবহারকারীরা উইকিভ্রমণের সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া এতে নতুন ব্যবহারকারী ও উইকিভ্রমণ সম্প্রদায়ের সাথে মিথষ্ক্রিয়া বৃদ্ধি পাবে।
  • বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উইকিভ্রমণের নামে অবৈধ একাউন্ট বা পাতাগুলো যাতে কেউ নিজেদের স্বার্থে অফিসিয়াল পাতা হিসেবে ব্যবহার করতে না পারেন।

পোস্ট করার পূর্বে মনে রাখুন

উইকিভ্রমণে ইন্টারনেটের অন্যান্য ভ্রমণ ওয়েবসাইটের তুলনায় বৈশিষ্ট্যে স্বতন্ত্র হওয়ায় এর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো থেকে পোস্ট করার পূর্বেও বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। পোস্ট করার পূর্বে এটা মনে রাখুন যে, আপনি উইকিভ্রমণের ব্র্যান্ড ও ট্রেডমার্ক ব্যবহার করছেন সুতরাং উইকিভ্রমণের মূল নীতিমালার সাথে সাংঘর্ষিক বা এ সংক্রান্ত কোনো পোস্ট করা উচিত নয়।

  • উইকিভ্রমণের সামাজিক যোগাযোগের পাতাগুলোতে পোস্ট অবশ্যই বাংলা ভাষায় ও বাংলা অক্ষরে লিখিত হবে।
  • উইকিভ্রমণ ও এর সহপ্রকল্পগুলো ব্যতীত অন্য কোনো পণ্য বা কোম্পানির প্রচার করবেন না।
  • কোনো রাজনৈতিক প্রার্থীর পক্ষে বা বির্তক সৃষ্টিকারী কোনো পোস্ট করবেন না।
  • হাসি-তামাশা বা এধরণের কোনো পোস্ট করবেন না।
  • উইকিমিডিয়ার ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ওয়েবসাইটের ছবি বা অন্য কোনো মিডিয়া ব্যবহার করবেন না। ছবিসহ পোস্টের ক্ষেত্রে সবসময় ছবির লাইসেন্সের প্রতি খেয়াল করবেন।
  • উইকিভ্রমণ বা উইকিমিডিয়ার অন্য প্রকল্পগুলো সম্পর্কে সংবাদপত্রের সংবাদ শেয়ার করা যাবে তবে সংবাদ ও এর উৎস সম্পর্কে সচেতনতা অবলম্বন করুন।
  • যেকোন পোস্টের ক্ষেত্রে পোস্টের বিষয়কে বিশেষণে বিশেষায়িত করবেন না। এক্ষেত্রে উইকিপিডিয়ার নিরপেক্ষতা নীতিমালা অনুরণ করুন।
  • বন্ধুত্বসুলভ নয় বা অভদ্র ভাষায় পোস্ট করবেন না। পোস্ট করার পূর্বে ভাষা নির্বাচনে সবসময় নিরপেক্ষ ও সতর্ক থাকবেন। এ ব্যাপারে অবশ্যই উইকিপিডিয়ার পঞ্চস্তম্ভের কথা মনে রাখবেন। অফিসিয়াল পাতা থেকে মন্তব্য বা কোনো পোস্ট পছন্দ করার ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলা উচিত।
  • কখনো আপনি পোস্ট সম্পর্কে অনিশ্চিত থাকলে সামাজিক যোগাযোগ দলের সদস্যদের সাথে এই ফেইসবুক গ্রুপে আলোচনা করে নেবেন।
  • এবং, কখনোই ব্যক্তিগত অ্যাকাউন্টের কোনো পোস্ট অফিসিয়াল পাতা থেকে শেয়ার করবেন না।

বাংলা ‍উইকিপিডিয়া পাতার পোস্টের কিছু উদাহরণ দেখতে পারেন

নিম্নে অফিসিয়াল পাতার পোস্টগুলো কেমন হওয়া উচিত তার কিছু উদাহরণ:

কিছু সাধারণ বিষয়

সামাজিক যোগাযোগ দল

বর্তমান সামাজিক যোগাযোগের পাতাগুলো পরিচালনায় নিম্নের ব্যবহারকারীগণ রয়েছে। আপনি পরিচালনায় আগ্রহী হলে দয়া করে এই আলাপ পাতায় জানান।

পরিচালক :

পরিচালক


পরিচালক

🔥 Popular: বিশেষ:সংস্করণ/প্রধান পাতাইরানইসরায়েলফিলিস্তিনসুন্দরবনকিরগিজস্তানচাঁদতাজমহলপানাম নগরনীলগিরিশিশু পার্ক, ঢাকাবেথেলহামব্যবহারকারী আলাপ:Sbb1413জর্দানজাপানপাহাড়পুর বৌদ্ধবিহাররাশিয়াবঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কমধ্যপ্রাচ্যউজবেকিস্তানতাজিংডংরাজশাহী বিভাগসেন্ট মার্টিন দ্বীপসাজেক উপত্যকাপ্রান্তিক হ্রদইরাকপারকি সমুদ্র সৈকতআফ্রিকাশালবন বৌদ্ধ বিহারইংল্যান্ডরাঙ্গামাটিব্যবহারকারী আলাপ:Sumitsuraiবগুড়া জেলাকুষ্টিয়া জেলাচন্দ্রনাথ পাহাড়ওমানলালবাগ কেল্লাইউরোপবাংলাদেশযুক্তরাজ্যবেঙ্গালুরুশিলিগুড়িসোনাদিয়া দ্বীপশান্তিনিকেতনটিটিকাকা হ্রদবালিয়াটি জমিদার বাড়িচট্টগ্রামপশ্চিমবঙ্গরাঢ়নীলাচলচীনচিম্বুক পাহাড়চাঁদপুর জেলাসংযুক্ত আরব আমিরাতমেঘালয়হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরব্যবহারকারী:Billinghurstমিশরঘাঘট প্রয়াস পার্কব্যবহারকারী আলাপ:AshLinসিলেট বিভাগইনানী সমুদ্র সৈকতবিশেষ:অনুসন্ধানকরমজল পর্যটন কেন্দ্রশ্রীমঙ্গল উপজেলাধর্মসাগর দীঘিঢাকা বিভাগবিবিয়ানা গ্যাসক্ষেত্রধুপপানি ঝর্ণামোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টদক্ষিণ কোরিয়াবারাণসীদিনাজপুরজার্মানিবেলজিয়ামউত্তর কোরিয়াবিহারগন্তব্য